বাঁশি / কবিতা সুন্দর (দুটি কবিতা)

শাহীন হাসান এর ছবি
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২৮/০৫/২০০৯ - ২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাঁশি বাজবে না, বাজবে না বলে থরথর কান্নায়
ডানা ভাসালো ভিজে প্যাঁচার মতো কঠিন কুয়াশায়।
তার অনিহা হরণ করে দেখ কেমন ডাকছে সন্ধ্যা ;

রূপসীঢেলা তাকিয়ে আছে বিলের মধ্যে, আকাশে নাক্ষত্রিকলহরী,
হাওয়ার মুখে বাঁশি ধরেছে কৃষ্ণ : 'যমুনা তীরে কে বাজায়' ?

কবিতা সুন্দর

এই আমি আমার লাবণ্য ক্ষয় করে
আয়ু-স্নায়ু ক্ষয় করে তোমাকে দিচ্ছি
আমি কী বুঝি না- আর সবকিছু থেকে কতটা মুখ ফিরিয়ে নিয়েছি
গ্যাজ্‌গেজে দাড়ির মতো মন গজায় মুখের উপর
তবুও তুমি সুন্দর হয়ে উঠছো না ...


মন্তব্য

নীল [অতিথি] এর ছবি

ভালো লাগলো।

তীরন্দাজ এর ছবি

গ্যাজ্‌গেজে দাড়ির মতো মন গজায় মুখের উপর

দারুন উপমা কবি! খুব ভালো লাগলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।