মার্ক্স-এঙ্গেলস-ডারউইন; বউ-বই-চিঠি

সজীব ওসমান এর ছবি
লিখেছেন সজীব ওসমান (তারিখ: বুধ, ২২/০৭/২০১৫ - ৫:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানেন হয়তো, সমাজতন্ত্রের চিন্তাভাবনার প্রধানতম পুরোহিত দার্শনিক কার্ল মার্ক্স ছিলেন বিবর্তন তত্ত্বের প্রধান প্রদায়কদের একজন চার্লস ডারউইন এর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের দারুণ ভক্ত। তবে ডারউইন এর কাজের সাথে প্রথমে মার্ক্সকে পরিচয় করিয়ে দিয়েছেন আরেক মহারথী ফ্রেড্রিখ এঙ্গেলস। ডারউইন রচিত দ্য অরিজিন অফ স্পেসিস বইটিতে মুগ্ধ হয়ে এঙ্গেলস ১৮৫৯ সালের নভেম্বরে মার্ক্সকে লিখছেন-

Darwin, by the way, whom I’m reading just now, is absolutely splendid. There was one aspect of teleology that had yet to be demolished, and that has now been done…. One does, of course, have to put up with the crude English method.

জবাবে পরের বছরে মার্ক্স লিখছেন-

This is the book which contains the basis in natural history for our view.
ডিসেম্বর ১৯, ১৯৬০

আসলে, কার্ল মার্ক্স মানব সমাজ, এর ইতিহাস এবং ভবিষ্যত নিয়ে চিন্তা করতে গিয়ে ডারউইন এর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বকে সামাজিক প্রেক্ষাপটে ব্যবহারে বেশ উৎসাহী হয়ে ওঠেন। বিশেষ করে বিবর্তনের যেই ধারণা, যেখানে পৃথিবীর জৈবিক ইতিহাসে সরল জীব থেকে কালক্রমে জটিল জীবে উপনিত হওয়ার কথা ব্যাখ্যা করা হয়, সেটার সঙ্গে সমাজ বিবর্তনের সম্পর্ক খুঁজে পেয়েছেন মার্ক্স। প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের বিজয় এর ধারণাকেও সামাজিক প্রেক্ষাপটে প্রয়োগের চিন্তাও শুরু করেছেন তিনি ডারউইন এর অরিজিন বইটা পড়ে।

কম্যুনিষ্ট আন্দোলনের আরেক সহযোদ্ধা ফার্ডিনান্ড লেসলিকে মার্ক্স লিখছেন-

Darwin’s book is very important and serves me as a basis in natural science for the class struggle in history.
জানুয়ারি, ১৯৬১

অরিজিন বইটা প্রথমবার পড়েই সেটা নিয়ে মার্ক্স এর একটা মূল্যায়ন পাওয়া যায় এরকম-

These last four weeks, I have read all sorts of things. Among others, Darwin's book on natural selection. Although it is developed in the crude English style, this is the book which contains the basis on natural history for our view.
ডিসেম্বর ১৯, ১৯৬০

যদিও ইংরেজদের কাজের পদ্ধতির অসাড়ত্ব নিয়ে কৌতুক করেছেন, তবুও প্রচন্ডভাবে প্রভাবিত মার্ক্স তাঁর ল্যান্ডমার্ক বই পুঁজির প্রথম খন্ড পাঠিয়েছিলেন ডারউইন কে এভাবে সই করে। ততদিনে অরিজিন বইটা প্রথমবার পড়ার পরে ১৩ বছর পেরিয়ে গিয়েছে।


(ছবিসূত্র)

লিখে দিয়েছিলেন-

Mr Charles Darwin on the part of his sincere admirer Karl Marx. - Karl Marx, 1873

জবাবে ডারউইন মার্ক্স কে উত্তর দিচ্ছেন-

Dear Sir:
I thank you for the honour which you have done me by sending me your great work on Capital; & I heartily wish that I was more worthy to receive it, by understanding more of the deep and important subject of political Economy. Though our studies have been so different, I believe that we both earnestly desire the extension of Knowledge, & that this is in the long run sure to add to the happiness of Mankind.
I remain, Dear Sir
Yours faithfully,
Charles Darwin
October, 1873

মার্ক্স এবং এঙ্গেলস ডারউইনের বিবর্তন তত্ত্বকে জানার প্রায় সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নিয়েছিলেন। যদিও, প্রাকৃতিক নির্বাচন এবং বিবর্তন তত্ত্বগুলিকে সামাজিক প্রেক্ষাপটে প্রয়োগ নিয়ে যেসব চিন্তাভাবনা মার্ক্স করছিলেন তাতে অনেকগুলি তাত্ত্বিক এবং ব্যবহারিক ভুল আছে। তবে, বিবর্তন নিয়ে খুব বেশি জ্ঞান তখনও তৈরি হয়নি, এই বৈজ্ঞানিক চিন্তার চর্চাও বৃহৎভাবে শুরু হয়েছে অনেক পরে। আমি এসব নিয়ে এখানে লিখছিনা (অন্য একটা লেখা তৈরি করছি বলে)।

যাই হোক, কার্ল মার্ক্স তাঁর পুঁজি বইটির দ্বিতীয় খন্ড ডারউইনকে উৎসর্গ করতে চেয়েছিলেন। কিন্তু মার্ক্সকে নরমভাবে একটি চিঠি লিখে ফিরিয়ে দিয়েছেন ডারউন-

Dear Sir:
I am much obliged for your kind letter & the Enclosure.— The publication in any form of your remarks on my writing really requires no consent on my part, & it would be ridiculous in me to give consent to what requires none. I shd prefer the Part or Volume not to be dedicated to me (though I thank you for the intended honour) as this implies to a certain extent my approval of the general publication, about which I know nothing.— Moreover though I am a strong advocate for free thought on all subjects, yet it appears to me (whether rightly or wrongly) that direct arguments against christianity and theism produce hardly any effect on the public; & freedom of thought is best promoted by the gradual illumination of men's minds, which follow from the advance of science. It has, therefore, always been my object to avoid writing on religion, & I have confined myself to science. I may, however, have been unduly biased by the pain which it would give some members of my family , if I aided in any way direct attacks on religion.— I am sorry to refuse you any request, but I am old & have very little strength, and looking over proof-sheets (as I know by present experience) fatigues me much.
I remain Dear Sir,
Yours faithfully,
Ch. Darwin

শোনা যায়, ডারউইনের স্ত্রী আসলে তাঁকে মানা করেছিলেন কার্ল মার্ক্স এর মতন একজন 'নাস্তিক' এর সঙ্গে মেলামেশা করতে। ডারউইনের স্ত্রী এমা ডারউইন ছিলেন প্রচন্ড ধর্মবিশ্বাসী একজন মানুষ। শোনা যায় স্ত্রী এবং পরিবারের চাপে ডারউইন অরিজিন বইয়ের দ্বিতীয় সংস্করণ এর শেষ অধ্যায়ের শেষ প্যারায় 'খোদা'র কৃতিত্বকে নিয়ে এসেছেন, যেটা প্রথম সংস্করণে ছিলনা।

তবে মার্ক্সকে মানা করে দেয়ার দাবীটির বিপক্ষে কিছু যুক্তি পাওয়া যায়। মার্ক্সকে ফিরিয়ে দেয়ার চিঠিটি প্রকাশ হয় ১৯৩১ সালে একটি সোভিয়েত পত্রিকায়। পরবর্তীতে কিছু মানুষ বলছেন যে আসলে ডারউইন এই চিঠিটি অন্য একজন লেখকের বইকে উৎসর্গ করাকে ফিরিয়ে দিতে লিখেছিলেন, নাম এডওয়ার্ড এভেলিঙ, যিনি ছিলেন ঘোর নাস্তিক! তিনি ছিলেন কার্ল মার্ক্স এর মেয়ে এলানর এর প্রেমিক। এলানর তার বাবার সকল কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন এবং এলানর এর সংগ্রহ থেকে চিঠিগুলি সোভিয়েত পত্রিকার হাতে আসে যারা ভুল করে এটাকে মার্ক্স এর কাছে লেখা চিঠি হিসেবে ছাপিয়েছে। তবে এখন পর্যন্ত দুইধরনের গল্পই লেখক এবং ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত আছে।

সূত্র:
১। http://www.darwinthenandnow.com/2010/04/darwin-on-marx/
২। http://friendsofdarwin.com/articles/marx/
৩। http://www.icl-fi.org/english/wv/1009/darwin-ltr.html


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সচল পড়ি নিজেকে ঋদ্ধ করার জন্য, সচল পাঠ কখনই ঠকায় না আর এজন্য সচলকে ছেড়ে থাকা কখনই সম্ভব নয়। এই লেখাটাও তেমন। ইতিহাসের এক অজানা অধ্যায় জানাই হল না শুধু, দুই মহারথীর এই পত্র যোগাযোগ রীতিমত রোমাঞ্চিত করল।

Moreover though I am a strong advocate for free thought on all subjects, yet it appears to me (whether rightly or wrongly) that direct arguments against christianity and theism produce hardly any effect on the public; & freedom of thought is best promoted by the gradual illumination of men's minds, which follow from the advance of science.

ডারউইনের উপর শ্রদ্ধা বাড়ল, প্রচলিত ধ্যান-ধারণা দুমড়ে-মুচড়ে দেয়ায় পরও তিনি গ্রাজুয়াল আলোকায়নের কথা বলেছেন।

সবশেষে, অসাধারণ পোস্টের জন্য সজীব ভাইকে ধন্যবাদ! মার্ক্সের ভুলগুলোর উপর পরবর্তী যে পোস্টটি রচিত হচ্ছে, তার অপেক্ষায় থাকলাম!
।।।।।।
অনিত্র

সজীব ওসমান এর ছবি

ধন্যবাদ। অন্য লেখাটা ছাপা হলে লিংক দিয়ে দেবো।

তারেক অণু এর ছবি
সজীব ওসমান এর ছবি

চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

I believe that we both earnestly desire the extension of Knowledge, & that this is in the long run sure to add to the happiness of Mankind.

বাহ, এই কথাগুলি রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডে বান্ধানোর মতন চমৎকার। হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সজীব ওসমান এর ছবি

সত্যিই।

রানা মেহের এর ছবি

ডারউইনের কাজ কারবার পড়ি আর মুগ্ধ হই।
উনার বিনয়ও যুক্তি দিয়ে পরিশীলিত।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সজীব ওসমান এর ছবি

হুমম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।