দৃশ্যপট- চার

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২৮/১১/২০০৭ - ৭:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দৃশ্যপট- চার/ শেখ জলিল

বেরসিক ক্যামেরাম্যানের ইশারায় সরালে আঁচল
রূপের মুগ্ধতা ছুঁয়েছিলো চোখ
আর হৃদয়টা করছিলো ধুকপুক-
অকাল খরায় শুষে নিলে তার অশান্ত বর্ষণ!
দৃষ্টির আগুনে পোড়াবো তোমাকে বলে
এক ধ্যানে অপলক চেয়েছিলাম অনেকক্ষণ;
পৌরুষদীপ্ত শরীরে বইছিলো যে প্লাবন
সুচতুরা নারী তুমি বুঝে ফেললে তা-
আড়ালে লুকালে অমূল্য সম্পদ
পাহাড় সমান বাঁধে ঢেকে দিলে তাকে।

ভাবনার অন্ধাকারে বিদ্যুৎ চমক
চারদিক ঝিকমিক ক্যামেরা-লাইট!
সম্বিৎ ফিরেই দেখি-
আজকের সকালে আমন্ত্রিত অতিথি আমি
নামকরা চ্যানেলের সুকণ্ঠী উপস্থাপিকা
মুখোমুখি বসে সে জুড়েছে আলাপন!

৩০.০৬.২০০৭


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

ভালো লাগলো। হাসি
______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

ঝরাপাতা এর ছবি

বাহ ! বেশ !


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।