যে গানগুলো সুরের প্রাণ পেলো- চার

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ৩০/০৬/২০০৮ - ১০:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই পর্বে কিছু গানের লিরিক পোস্ট করছি। উদ্দেশ্য- লেখক স্বত্ব সংরক্ষণ এবং সচলায়তনে প্রকাশকে রেফারেন্স হিসেবে কাজে লাগানো। বলা তো যায় না কখন আবার রয়্যালিটি দাবীর বিষয়টা ভাগ্যের ফেরে চলে আসে!

৪.
ঝিরিঝিরি বাতাস বলে কথা
তারাভরা রাতের নীরবতা
জোনাকিরা আলো জ্বেলে রাখে
খুলে রাখে স্মৃতির জানালাটা।।

রাতজাগা পাখিগুলো দূর থেকে ডাকছে
এই মন আজ শুধু তার কথা ভাবছে
ভালোলাগা ছুঁয়েছিলো হঠাৎ সেদিন
রাঙিয়ে চোখের দু'টি পাতা।।

এলোমেলো বাতাসের শনশন গুঞ্জন
উদাসী করে রাখে বিরহী এই মন
ঝাউবনে মিলনের প্রথম ছোঁয়া
হৃদয়ে জাগায় আকুলতা।।

কথা: শেখ জলিল
সুর: মোহাম্মদ ইসহাক

** কপিরাইটের কারণে সিডি প্রকাশের আগে অডিও লিংক দেয়া গেলো না। তার আগে গানের লিরিকগুলো কবিতা হিসেবে পড়ে নেবার অনুরোধ করা হলো।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শুনেছি - গীতিকারদের রয়্যালিটি দেয়া হয় না। অবস্থা কি এখনো সেরকম? এ ব্যাপারে কোন সুস্পষ্ট আইন আছে বলেও আমার জানা নেই। আপনি কতটুকু জানেন?

~ ফেরারী ফেরদৌস

শেখ জলিল এর ছবি

শুনেছি - গীতিকারদের রয়্যালিটি দেয়া হয় না। অবস্থা কি এখনো সেরকম? এ ব্যাপারে কোন সুস্পষ্ট আইন আছে বলেও আমার জানা নেই। আপনি কতটুকু জানেন?
..রয়্যালিটির আইন আগেও ছিলো, এখনও আছে। তবে যথাযথ প্রয়োগ নেই।
টাকার অংকে যদিও কম বাংলাদেশে টেলিভিশন, বাংলাদেশ বেতার গীতিকারদের রয়্যালিটির বিষয়টি এখনও চালু রেখেছে। বই প্রকাশনার ক্ষেত্রে যেমন যতো কপি বিক্রি হবে ততো রয়্যালিটি, গানের ক্ষেত্রে যতোবার বাজবে ততো রয়্যালিটি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।