একটি কবিতাও লিখবো না

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২২/১০/২০০৮ - ১২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি কবিতাও লিখবো না কখনো
যদি ভোরের সূর্য না ফোটায় আলো
রাতের জ্যোৎস্না না ছড়ায় চাঁদ
উতল হাওয়ায় গাছেরা না নড়ে
না শুনি জলাশয়ে পাখির ডাক
গ্রীষ্মে না হয় কাল-বৈশাখী ঝড়
অঝোর বর্ষায় না নামে ঢল
শরতে না ফোটে কাশফুল কোনো
হেমন্তে না হয় নবান্ন-জল
শীতে না ওড়ে কুয়াশার মেঘপরী
বসন্তে না শুনি কোকিলের গান।

একটি কবিতাও লিখবো না কখনো
যদি দুধের শিশু না হাসে কোলে
মায়েরা ঘুমের আগে গান না বলে
শিশুর মুখের বোল না ফোটে
বাবার হাসি না থাকে ঠোঁটে
ভাইয়ের আদরে বোন না বাঁচে
স্বজনের খুশি না ডাকে কাছে
প্রণয়ের না কোনো বন্ধন হয়
সংসারে ফেরার তাড়া নাই রয়
বিদেশ বিভূঁইয়ে দেশের কথা
মনে না বাড়ায় কোনোই ব্যথা।

একটি কবিতাও লিখবো না কখনো
যদি মানুষ না মরে, না আসে মহামারী- দুর্ভিক্ষ
শীতের রুক্ষতা না ঝরায় পাতা, না কাঁদে বৃক্ষ
সংসার ছেড়ে বিবাগী মানুষ না হয় পরবাসী
প্রেমের কলঙ্ক না দেয় লোকে, না বলে সর্বনাশী
ভাটিয়ালী সুরে না গায় মাঝি, না ধরে তার হাল
রাখালী বাঁশিটা না বাজে বনে, না করে উন্মাতাল
বাউলের একতারা হাতে পথে না হাঁটে বৈরাগী
জারি-সারি-যাত্রাপালার না থাকে কোনো অনুরাগী
গাঁয়ের দীঘল সবুজ জমিন না হয় সুখের ধন
পল্লীগীতির গানের সুরে না কাড়ে কারো মন।

আমি লিখবো না কোনো কবিতার চরন
ছন্দোবদ্ধ একটিও শব্দ বাঁধানো খাতায়
বুকের জমানো কথা দুঃখ-কষ্টের ব্যথায়-
যদি ভালোবাসায় আর না পোড়ে প্রাণ
যদি হৃদয়ে প্রেমের সুর না করে গান
যদি ঐ নদীর স্রোতে না ভাসে ঢেউ
যদি ভাওয়াইয়া আর না শোনায় কেউ
যদি ঐ সবুজ নীলে না দেখি সুখস্বপ্ন
যদি ঐ মাটির তলে না থাকে নীলরতœ
যদি এই দেশের নাম না হয় বাংলাদেশ-
আমি লিখবো না শব্দগাথা কবিতা কখনো।

৩০.০৪.২০০৬


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

তার মানে......
'ভাল্লাগে না খাটাস সময় যন্ত্রজীবন
ভাল্লাগেনা যখন যা তা তাল মিলানো'

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

পলাশ দত্ত এর ছবি

ভালো লাগছে কবিতাটা।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অনিন্দিতা এর ছবি

ভীষণ ভাল লাগল।

কীর্তিনাশা এর ছবি

আমারো ভালো লাগলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

মা তোমারে বেঁচে দিমু। তয় এমুন দাম চামু, যাতে কেউ কিনতে না পারে !
হা হা হা !

জলিল ভাই, কবিতারে কি এই লাইনে চালাইয়া দিবেন !

কবিতা তো তখনই লিখতে হবে, যখন যা হবার কথা, তখন যদি তা না হয় ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আবু রেজা এর ছবি

ফাটাফাটি কবিতা!!!
আনন্দ!
আনন্দ!!
আনন্দ!!!
পেলাম পড়ে।
-------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।