বিষবৃক্ষের ফল

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বুধ, ২৬/০৯/২০০৭ - ১২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উপড়ে ফেললে বিষবৃক্ষ বিষ কি হবেই ক্ষয়?
মাটির গভীরে যদি মহীরূহ বীজ বোনা রয়!

দেখেছো ধরণীটাকে ভরা মৌসুমের বেলা?
ঝড়-বৃষ্টিতেও চলে অঙ্কুরোদগমের খেলা!

ঘোর তমসায় আছি ডুবে আমরা সে জাতি
কে কার নামায় বিষ, যদি মননে দুর্নীতি!?

০৭.০৩.২০০৭


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

পড়ছি ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দ্রোহী এর ছবি

বিষে বিষক্ষয় - যদি সম্ভবপর হয়! সেই আশাতেই থাকি।


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জলিল ভাইকে নিয়মিতভাবে সচল দেখতে চাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।