কনছেইন দেহি

সুলতানা পারভীন শিমুল এর ছবি
লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: শুক্র, ২৭/০৩/২০০৯ - ৪:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বান্দরের বাচ্চার পিঠা ভাগ করার গল্পটা কে না জানে? বাচ্চাদের বইয়ে সেদিন ভাগাভাগির আরো একটা গল্প পড়লাম। আগে কখনো পড়িনি বা শুনিনি ওটা। বেশ ইন্টারেস্টিং লাগলো। দিব্যি সেটাকে ধাঁধাঁ হিসেবেও চালিয়ে দেয়া যায়। ভাবলাম, দেখি না লোকে কি বলে...

দুজন মুসাফির। যাত্রা করছে অনেক লম্বা সময় ধরে। চৈত্রের কাঠফাটা রোদে হেঁটে হেঁটে দুজনেই ক্লান্ত এবং শ্রান্ত। বিশ্রাম দরকার। ক্ষিদেও পেয়েছে ভীষন। আরো কিছুক্ষণ হাঁটার পর একটা ছায়াঢাকা গাছের নীচে বসে পড়লো তারা। যার যার খাবারের বাকসো বের করে খাবার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময় কোথ্থেকে যেন আরেক পথচারী এসে হাজির। দীর্ঘ পথভ্রমনে ক্লান্ত তিনিও। শান্ত-সৌম্য চেহারা দেখেই বোঝা যাচ্ছে, ক্ষুধার্ত তিনিও। কিন্তু তার কাছে কোনো খাবার নেই। সমস্যাও নেই। মুসাফির দুজন তাকে আমন্ত্রণ জানালো। যা-ই থাকুক না কেনো, তিনজন ভাগ করে খেয়ে নেবে। প্রথম মুসাফির বাকশো খুলে দেখলো, বউ বেঁধে দিয়েছে পাঁচটা রুটি। ছোট ছোট গোল রুটি। চোখ টিপি আর দ্বিতীয়জনের বাকশে পাওয়া গেলো তিনটা। যাই হোক, তিনজনই একেবারে সমান ভাগ করে পুরো খাবারটাই খেয়ে নিলো। তৃপ্তির ঢেকুর তুললো। আরো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, অনেক ধন্যবাদ দিয়ে, বিদায় নেবার আগে পথচারী তাদেরকে দিয়ে গেলেন আটটি স্বর্ণমুদ্রা।

তিনি তো চলে গেলেন। ঝামেলা বাঁধিয়ে গেলেন দুজন মুসাফিরের মধ্যে। প্রথম মুসাফিরের কথা হলো, তার কাছে রুটি ছিলো পাঁচটি, কাজেই সে পাবে পাঁচটি মুদ্রা। আর দ্বিতীয় জনের কাছে যেহেতু তিনটি রুটি ছিলো, সে পাবে তিনটি মুদ্রা। দ্বিতীয় জন প্রতিবাদ জানিয়ে বলে, যার কাছে যতোটুকুই থাকুক না কেনো, ভাগ তো দিয়েছে তার পুরো অর্ধেকটাই। কাজেই, মুদ্রাও পুরোপুরি অর্ধেক ভাগ হবে। অর্থাৎ, চারটা চারটা। কোন সমাধান না পেয়ে, তারা গেলো বিচারকের কাছে। বিচারক ভালো করে শুনে নিলেন, খাবার আসলেই তারা সমান তিন ভাগ করে খেয়েছে কিনা। জবাব ইতিবাচক শুনে তিনি রায় দিলেন, পাঁচটি গোলরুটির মালিক পাবে সাতটি স্বর্ণমুদ্রা। আর তিনটি গোলরুটির মালিক পাবে শুধু একটা। শুনে তারা দুজনেই তো টাশকি। এটা কি সঠিক বিচার হলো?

এখন ভাইসকল ও বোনসকল...আপনারাই বলেন তো, মুদ্রার ভাগাভাগিটা আসলে কোনটা সঠিক হওয়া উচিৎ।

পাঁচটা - তিনটা ? তা যদি হয়, কেনু?
চারটা - চারটা ? তা যদি হয়, কেনু? কেনু?
সাতটা - একটা? তাই বা যদি হয়, কেনু? কেনু? কেনু?


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

এই সক্কালবেলাতেই মাথায় কী একটা জিনিষ গেঁথে দিলেন! মন খারাপ
দাঁড়ান, অফিসে বসে চিন্তা করবো দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

Total Ruti = 5 + 3
Each had = 8/3 = 2.7

2.7 Ruti costs = 8 Mudra
1 Ruti costs = 3

1st guy kept 2.7 which means he gave = (5 - 2.7) = 2.3 for sharing
Therefore he should get 2.3 * 3 = 6.9

2nd guy kept 2.7 which means he gave =(3 - 2.7) = 0.3 for sharing
Therefore he should get 0.3 * 3 = 0.9
উত্তর সাতটা-একটা
হাসি বাংলায় লিখতে দেরি হচ্ছিল তাই ইংলিশে দিলাম
খুব মজা লাগল, এরকম ধাধা আরো দেন দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- ২.৭ টা রুটি একজনের হিসাবে পড়লো ক্যামনে? তারা কি স্কেল দিয়ে মেপে মেপে ঠিকঠাক ২.৭ হিসাব করে ছিঁড়ে খাইছে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বিপ্লব রহমান এর ছবি

হ! আর ওই মূদ্রাদাতা মুসাফিরকে এখন কোথায় পাওয়া যাবে? তার ইমেইল/ফেসবুক অ্যাড. টা প্লিইইইজজজ! দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মুমু...
এক্কেবারে ঠিক। কিন্তু অতো তাড়াতাড়ি ! অ্যাঁ
বিপ্লব ভাইয়ের মতলবটা কি? চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফকির লালন এর ছবি

এতো এক্কেবারে রাজনৈতিক ধাঁধা? বিচারক কয় পয়সা পাইছে? আর কোন পক্ষে উত্তর দিলে আমি কতো পাবো?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কতো পাওয়াটা যথাযথ মনে করেন?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নজমুল আলবাব এর ছবি

আমি জানি। কিন্তু কমু না। আগে পোলাপাইনে এক্টু খাটুনি দিক।

কি বলেন শিমুল? ঠিক কিনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এক্করে ঠিক। হাসি
আসলেই জানেন তো?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

হোসেন [অতিথি] এর ছবি

বাপ্রে!!চোখ টিপি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

উত্তর বলেন নাই।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

বাপরে ! মুমুর বিশ্লেষণ দেইখা তো ডরাইসি !
তবে যেভাবে অঙ্ক কষে দেখাইসে মুমু সেটা তো মেনে নিতেই হয়।
অন্য কোনও ব্যাখ্যা থাকলেও থাকতে পারে।
এখন আমার মাথাডা ফাঁকা পুরাই। দেখি অন্যরা কি বলে !
শিমুলাপুকে ধন্যবাদ মাথার মধ্যে প্যাঁচটা লাগানোর জইন্যে।
------------------------------

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

প্যাঁচ লাগিয়ে লাভটা হলো কি?
মাথাটা তো খাটাননি। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

লুৎফুল আরেফীন এর ছবি

অর্ডার অর্ডার।
মুমুর উত্তরটাই সঠিক বলে রায় দিলাম। মামলা ডিসমিস।

___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ব্যস।
আপনি বলছেন যখন, খেইল খতম। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

বজলুর রহমান এর ছবি

মুমুর ভগ্নাংশের জটিলতা দরকার ছিল না।
৫ - ৮/৩ = ৭/৩
৩-৮/৩ = ১/৩

তবে, হ্যাঁ, খাওয়ার সময় রুটির ১/৩ মাপা কঠিন; ১/২ বা ১/৪ সহজতর। রুটি ভাঁজ করে সমবাহু ত্রিভুজ বানিয়ে ৬০ ডিগ্রী করে দুবারে ১২০ ডিগ্রী, মানে ১/৩ করা যায়। খিদের সময় কেউ করবে না।

আমাদের বিচারকদের (ফয়েজীর কথা বাদ) একাডেমিক যোগ্যতা , বা আই,কিউ সম্বন্ধে কিছু বললে আবার আদালত অবমাননা হয়ে যাবে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

আবেগ বাদ দিয়ে গানিতিক ব্যাখ্যাতে আসলে মুমু আপুরটা ঠিক আছে ...
আর আবেগের কথায় আসলে তো কথার শেষই নাই.......
চলছে...চলবে...চলুক...

(জয়িতা)

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঠিক কথা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রেনেট এর ছবি

আরে.... আমি আসার আগেই তো সবাই উত্তর বলে দিল।
ডাক্তার আসার আগেই রোগীর রোগ সেরে গেল মন খারাপ
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে ! দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি অংকে চিরজীবন ফেল চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যটা কিন্তু সন্দেহজনক হয়ে গেল সন্ন্যাসীদা ! হেঃ হেঃ হেঃ।
----------------------------------

--------------------------------------------------------

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সরলভাবে কইলাম, অংক পারি না। এর ভিত্রে সন্দেহজনক কী পাইলেন, ভূতপুত্র?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আগে টেস্ট করে দেখি
বলেন তো সন্ন্যাসীজি, সাতটা পাখির একটাকে গুলি করে মেরে ফেললে আর কয়টা পাখি থাকে? চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অবশিষ্ট থাকে? না বইসা থাকে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হইছে। চোখ টিপি
এইবার আরেকটা কনছেইন দেহি।
তুফানি রাত। ঘোর অন্ধকার। টিনের বাড়ি। ছোট বাড়ি। তিন ঘরে জ্বলছে তিনটা হারিকেন। রান্নাঘরেও একটা টিমটিম করে জ্বলছে। বাড়ি তো টিনের। নিচে দিয়ে, ওপরে দিয়ে হু হু করে ঢুকছে ঝড়ো বাতাস। হঠাৎ দমকা বাতাসে একটা হারিকেন দপ করে নিভে গেলো। তাহলে আর কয়টা হারিকেন থাকলো?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধুর! এইগুলান কি অংক!
চাইরটাই থাহে, আফা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অতএব ভুতপুত্রের সন্দেহই সত্য প্রমাণিত হইলো।
সন্ন্যাসীজি অংকে ফেল, এইটা একটা মিছা কথা। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি সাধারণ জ্ঞানহীন, সেইটা কিন্তুক কই নাই। চোখ টিপি
আপনের প্রশ্নগুলান তো অংকই না! ওইগুলান সাধারণ জ্ঞানের টেস্ট।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তাইলে তো ভেম হইয়া গেলো ! খাইছে

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পান্থ রহমান রেজা এর ছবি

অংকে কানের কাছ দিয়ে পাস দিচিলাম। তাই এই পোস্ট বর্জন করলাম। দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো করছেন। হাসি
তয়, মুমুর কাছে অংক শিখতে পারেন।
সে খুবই এষমাট মেয়ে। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

পান্থ, শিমুলের কাছে সাধারন প্যাজগী জ্ঞান শিখতে পারেন, মেয়ে কিন্তু সেও কম এষমার্ট না ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কি যে কন না... লইজ্জা লাগে

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।