নিশিন্দা মেঘের বাতিঘর

সুমন সুপান্থ এর ছবি
লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: মঙ্গল, ২২/০১/২০০৮ - ৩:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ উত্ সগ : বনশ্রী রোডের সবুজ বালিকা ; একদিন এই গল্প প্রান্তরে প্রান্তরে জমে ছিলো , ডেকেছিলে জল , যাতনা ]

একটা ভোরবেলা পাখির মতো গেয়ে উঠলে নিজস্ব ঠোটে
একটা রাতের যাতনা মিশে গিয়েছিলো কিন্নর কুয়াশায়
একটা স্বপ্ন সে বার ভিখিরির মতো খড়কুদ খূঁটে খূঁটে
উনুনের পাশে বসে দেখছিলো দাহ বলক জাগানো মুগ্দ্বতায় !

এই দৃশ্যে তুমি রাখোনি আমায় , আমি ফিরেছি রিক্ত
ডানা ও পালকে সঞ্চিত যে বিবিধ বেদনা , তার ও অধিক --
বিরহ নিয়ে এক যাতনাগাছ ভুল জলে সিক্ত !
ফুটায়েছে বিদ্যাপতি ফুল , বলেছে এ বিচ্ছেদের-ই প্রতিক ।

এ রকম গল্পে তুমি রাখো নি আমায় , আমি ফিরেছি একা !
শঙ্খের ভেতর জমানো নিষাদ অপ্রস্তুত বালির কাছে‌ ----
পড়ে র'লো কয়েক জন্ম ; আর দেখো , কিছু মৃত্যু নীল তটরেখায়
পরিশ্রান্ত জাহাজের মতো তবু নোঙর করে আছে !

কিছু গল্প তবু বাকি থাকে , কিছুটা অধেক বলা
অধেক আঁধার রেখে বাড়ি ফিরে যায় পিথীবির শেষ বাতিওয়ালা ।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'জলবতী মেঘ অথবা নিছক বিরহের গল্প' আপনারই তো?
লিখেন না কেনো সে রকম?

সুমন সুপান্থ এর ছবি

শিমুল, জীবন যে খেয়েছে ভাই , জীবিকায় ! স্বপ্ন গুলো সব উঁইপোকায় ।

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

অতিথি লেখক এর ছবি

হরণ করিলো মন ।
-- ফকির ইলিয়াস

আরিফ জেবতিক এর ছবি

জনগন সুমন সুপান্থের গদ্য পড়িতে ইচ্ছুক ।

নিঘাত তিথি এর ছবি

অসাধারণ!

বইয়ের পাতা খুলে বসে আছো, "অসাধারণ" মার্কিং করে চুপ করে চলে যাবার জো নেই, তাই মুখেই বলতে হয়।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।