ইংরেজরা সভ্য জাতি বটে !

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বিষ্যুদ, ২৭/০৩/২০০৮ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের পতনের পর ইষ্ট ইন্ডিয়া কোম্পানী তারদের ষোল কলা পূর্ণ করেছিলো ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা উড়িয়ে, তখন বাংলার মাটিতে সেই পতাকা কোন বাঙালি উড়িয়েছিলো কিনা আমার জানা নেই। তবে সেই বৃটেনেই , ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নব্য প্রভূদের হাতে লাল সবুজের পতাকা উড়তে দেখা সৌভাগ্যের বটে।

এমন দৃশ্য দেখার সৌভাগ্য ক'জন বাঙালির হয়েছে??
একপাশে ব্রিটিশ পতাকা ,অন্যপাশে নিউহ্যাম কাউন্সিলের পতাকা আর মধ্যখানে লাল সবুজের পতাকা। তাও আবার মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে!!
পত পত করে মাথা উচু করে উঠে যাচ্ছে লাল সবুজের পতাকা.... আমার চোখে জল, ইংরেজ সভ্য জাতি বটে !!
যেই হাতে এদিন চাবুকদিয়ে রক্তাক্ত করেছে আমাদের সেই হাতে আবার লাল সবুজের পতাকা উড়িয়ে দিচ্ছে নিজ দেশে। বাংলাদেশের লাখো শহীদের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর লন্ডনের নিউহ্যাম কাউন্সিল এই পতাকা উড়াবে বলে অঙ্গীকার করেছে।
আজকের এই দিনে তাদের ধন্যবাদ জানাতে আমার কার্পণ্য নেই।

বি:দ্র: সচলায়তনে আমার এই শততম পোস্টটি শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে উৎসর্গ করা হলো ।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

শততম পোস্টে (বিপ্লব)
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

থার্ড আই এর ছবি

ধন্যবাদের সাথে (বিপ্লব) গৃহিত হইলো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দ্রোহী এর ছবি

সেঞ্চুরী পেটানোর শুভেচ্ছা।


কি মাঝি? ডরাইলা?

দিগন্ত এর ছবি

ইউটিউবে ভিডিওটা দেখছি ৩৭ তম বিজয় দিবসের। কনফিউশন ....


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

থার্ড আই এর ছবি

অতি আবেগের ফসল। এফ ফাইভ চাপুন । ইউটিউব আবার দেখুন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এসব অর্জনের কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ থার্ডআই।
-----------------------------------------------
[=blue] Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
/color]

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

থার্ড আই এর ছবি

অর্জনের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে বটে। তাই নিজেও যেখানে পুলকিত হই সেটা সবার সাথে শেয়ার করতে চাই। আপনাকে ধন্যবাদ গরিবের বাড়ীতে ঘুরে যাবার জন্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দ্রোহী এর ছবি

দুইশো বছর বাঁশ ডলা দিয়ে এখন পতাকা ওড়ায়! মুখফোড়ের ভাষায় বলতে গেলে, "গোয়া মেরে টিস্যু দান!"


কি মাঝি? ডরাইলা?

থার্ড আই এর ছবি

"গোয়া মেরে টিস্যু দান!"

এই দিনে এমন মহান বাণীটাই আপনার খুঁইজ্যা বাইর করা লাগলো?
তবুও বলি, এতদিনতো খালি মারা খাইয়্যা গেলাম এখন টিস্যু পাইতেছি, ক্ষতি কি.. একদিন হয়তো আমরা আমাদের এই গোয়াটা প্রোটেক্ট করার শক্তিও অর্জন করবো।
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অমিত আহমেদ এর ছবি

ধন্যবাদ।
লাল সবুজ পতাকাটা দেখলেই কেমন কেমন জানি করে বুকের মাঝে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

থার্ড আই এর ছবি

লাল সবুজের পতাকা তো রক্তের সাথে মিশে আছে, আর দেশের বাইরে যখন এই পতাকার উড্ডয়ন দেখি তখন গর্বে বুকটা ভরে যায়।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শিক্ষানবিস এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। বুকটা ভরে গেল।

অতিথি লেখক এর ছবি

আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছেনা!!! আরো অনেক দুরে যাবে লাল সবুজের পতাকা...

পোষ্টটার জন্য অনেক ধন্যবাদ সেই সঙ্গে আপনার সেঞ্চুরীর জন্য অভিনন্দন হাসি

কল্পনা আক্তার

...............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতিথি লেখক এর ছবি

ইংরেজরা সব পারে।আমেরিকার মত সভ্য(!) হলে আমাদের পা ও চাটতে আপত্তি থাকবে না ওদের।

অতিথি লেখক এর ছবি

ইংরেজরা সব পারে।আমেরিকার মত সভ্য(!) হলে আমাদের পা ও চাটতে আপত্তি থাকবে না ওদের।

eru

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।