সচলের প্রকাশনা ভাবনা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৮/২০০৮ - ৬:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল ও পাঠক,

আপনারা সম্ভবত সকলেই অবগত আছেন যে, পিডিএফ আকারে ব-e প্রকাশের পাশাপাশি ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলায় সচলায়তনের প্রথম সংকলন, এবং অগাস্ট মাসে সচলায়তনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রথম ছোটগল্প সংকলন মুদ্রিত গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে।

কৌতূহলী পাঠকদের কাছ থেকে আসা কিছু প্রশ্নের উত্তর দিতেই এই পোস্টের অবতারণা।

সচলায়তনের এই গ্রন্থ প্রকাশের উদ্যোগের উদ্দেশ্য, সচলায়তনের লেখার সাথে নেটসংসর্গহীন পাঠকের পরিচয় করিয়ে দেয়া। প্রকাশনার বাণিজ্যিক উদ্দেশ্য বা অবকাঠামো সচলায়তনের নেই। এই দু'টি প্রকাশনার ব্যয় বহন করেছেন সচলায়তনের কয়েকজন সদস্য, এবং বই বিক্রির টাকা যোগ হচ্ছে সচলায়তনের পরবর্তী প্রকাশনার জন্যে নির্ধারিত ফান্ডে।

টাকার হিসেবে এই উদ্যোগ অলাভজনক হলেও প্রকাশনার পর আমরা পাঠকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা মনে করি, সচলায়তনে বিভিন্ন সময় প্রকাশিত বিভিন্ন ধরনের লেখা নেটোত্তর পাঠকের কাছে পৌঁছে দেবার এই প্রক্রিয়াটি আমরা আপনাদের সহযোগিতা ও শুভানুধ্যায়ের বলে চালিয়ে যেতে পারবো।

আপনাদের সবার প্রতি রইলো সকৃতজ্ঞ শুভকামনা।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

শুভেচ্ছা ছাড়া আর কোনো শব্দ খুজে পাচ্ছি না!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কীর্তিনাশা এর ছবি

আপনাদের এই শুভ উদ্যোগে শুভ কামনা রইলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনিসুর রহমান ফারুক এর ছবি

আমি আবারও বলব, এটি অসম্ভব ভালো একটি উদ্যোগ। এতে করে নতুন লেখক তৈরি হচ্ছে, পাশাপাশি তারা পাঠকের কাছে পৌঁছাতে পারছেন সহজে। প্রকাশক বা সম্পাদকের ধামা ধরতে হচ্ছে না। আসলেই এটি একটি অভাবিত সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
আরো ভাল ভাল বই আশা করছি।

সেই শুভবাদী রোদ

সেই শুভবাদী রোদ

দেবোত্তম দাশ এর ছবি

এটুকুন বলতে পারি, পাঠকরা কোনোমতেই ঠকবেন না । এই সংকলন গুলো খুব উচুমানের ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রণদীপম বসু এর ছবি

অবশ্যই এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক এবং সাধুবাদ পাওয়ার মতো। আশা করছি তা চলমান থাকবে। আর ভালো কাজে একটু আধটু কটুক্তির বাতাস কোথাও কোথাও ভেসে আসেও যদি, এতে হতোদ্যম হবার মতো কিছু দেখি না।
যিনি কাজ করেন, তিনি কথা বলেন না ; আর যিনি শুধু কথা বলেন, তিনি কাজ করেন না। আমরা চাই কাজ, সৃজনশীল কাজ।

অভিনন্দন সচল কর্তৃপক্ষকে। এবং ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিরিবিলি এর ছবি

শুভ উদ্যোগ গ্রহনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।

মুশফিকা মুমু এর ছবি

আপনাদের এই শুভ উদ্যোগে শুভ কামনা রইলো।

চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আবু রেজা এর ছবি

সাধু! সাধু!! সাধু!!!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।