সচলদের সাথে যোগাযোগের মাধ্যম

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ২৩/০১/২০১১ - ২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের সদস্যের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে আগের ভার্সনে সরাসরি ইমেইল প্রকাশের ব্যবস্থা ছিল। সেক্ষেত্রে দুটি ইমেইল অ্যাড্রেসের ঘর ছিল সচলায়তনে। একটি সচলায়তনের রেজিষ্ট্রেশনের জন্য ইমেইল, আরেকটি বাইরের লোকদের কাছে প্রকাশের জন্য। কিন্তু দেখায় যায় ইন্টারনেটে স্প্যামবটগুলো এই ইমেইল গুলো খুঁজে বের করে স্প‌্যাম পাঠাতো। উপরন্তু অপরিচিত লোকে ইমেইলে আলতু ফালতু ইমেইল পাঠাতো। সেকারণে এটা বন্ধ করে রাখতে হয় আমাদের।

বর্তমানে একটি নতুন পদ্ধতিতে এই যোগাযোগের ব্যবস্থা চালু করা হোলো। এই যোগাযোগ ব্যবস্থা:

১। শুধু মাত্র পূর্ণ সচলদের জন্য চালু থাকবে।

২। প্রত্যেক সচল নিজের অ্যাকাউন্ট থেকে এটাকে চালু বা বন্ধ করতে পারবেন। চালু করতে অ্যাকাউন্ট সম্পাদনায় গিয়ে 'Contact Settings' এ 'Personal contact form' এ টিক চিহ্ন দিয়ে সংরক্ষণ করুন।

৩। স্প্যামিং ঠেকাতে ক্যাপচা যুক্ত থাকবে।

৪। ফ্লাডিং ঠেকাতে ঘন্টায় একটার বেশী ইমেইল করা যাবে না।

৫। যাদের এই সুবিধা চালু করা আছে তাদের নামের পাশে মেইলের একটি আইকন দেখা যাবে। এখানে ক্লিক করে তাদের ইমেইল পাঠানো যাবে।

এছাড়াও সচলায়তনের একটি নিজস্ব মেসেজিং ব্যবস্থা আছে। লগইন করলে তাই ইমেইল ব্যবস্থার বদলে মেসেজিং ব্যবস্থাটি ডিফল্ট হয়ে যাবে।

সচল থাকুন, সচল রাখুন।


মন্তব্য

স্পর্শ এর ছবি

দারুণ ব্যবস্থা!

ফিঙ্গার ক্রস করলাম, এই দফা যদি দুয়েকটা প্রেমপত্র পেয়েই যাই! দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

সজল এর ছবি

পুরা সচল না হওয়ায় আর পত্রাঘাতে আহত হওয়া হইলনা মন খারাপ

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

দ্রোহী এর ছবি

বালিকাদের জন্য আমার ইমেইল বক্স সর্বদাই উন্মুক্ত। বালকেরা দূরে থাকুন।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"প্রত্যেক সচল নিজের অ্যাকাউন্ট থেকে এটাকে চালু বা বন্ধ করতে পারবেন। চালু করতে অ্যাকাউন্ট সম্পাদনায় গিয়ে 'Contact Settings' এ 'Personal contact form' এ টিক চিহ্ন দিয়ে সংরক্ষণ করুন।"

করলাম, কিন্তুক আমার নামের পাশে চিঠির খামের ছবি আসলোনা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দ্রোহী এর ছবি

আপনার খাম আপনি দেখলে ক্যামনে কী? অ্যাঁ

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ! এইবার সময় হয়েছে প্রোফাইলে ব্রাড পিটের একটা ছবি ঝুলানোর চোখ টিপি দেঁতো হাসি

'আড্ডাঘর'টি কি ফিরিয়ে আনা যায়? যতদূর জানি আড্ডার ভার সইতে পারতো না বলে সেটি সরানো হয়েছিল। নতুন সচলায়তনেও কি একই সমস্যা হবে? কম্পুকানা বলে জানতে চাইলাম। মাঝে মাঝে আড্ডা মারতে ইচ্ছা করে হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আড্ডাটা আমারও খুব পছন্দের ছিলো। দেঁতো হাসি
লোডতো পড়বেই। তুলনামূলকভাবে কম লোড পড়ার কথা। তবে সপ্তাহের এক দুইদিন চালু রেখে দ্যাখা যেতে পারে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা ভাল্লাগছে!

অতিথি লেখক এর ছবি

সচলে নিয়মিত লেখকের চেয়ে অনিয়মিতর সংখ্যা বোধকরি বেশী, তাই অতিথি লেখকদের জন্য কিছু ভাবুন Kiron.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।