সচলায়তনে যুক্ত হলো বর্ণসফট কনভার্শন

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ১৯/০৯/২০০৭ - ৫:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে বর্ণসফটে লেখা ডকুমেন্ট কনভার্ট করতে পারবেন সচলায়তনেই। নতুন কনভার্শন স্ক্রীপ্ট লোড করতে যে কোন পোস্টে ঢুকে ctl+f5 চেপে রিফ্রেশ করুন। কনভার্ট কিভাবে করতে হয় তার জন্য এই সাহায্যটি দেখুন। যদি Invalid conversion format এই এরর দেয় তাহলে আবার ctl+f5 চাপুন।

বর্ণসফটের কনভার্শন ফাংশানটি এখনও বেটা পর্যায়ে আছে। আপনার লেখা কনভার্ট করার সময় যে সমস্ত শব্দ ভুল পাবেন সেগুলো এখানে জানান। জানানোর সময় প্রথমে আসল টেকস্ট, তারপর ভুল ভাবে কনভার্টেড টেকস্ট পেস্ট করুন। আসল টেকস্ট দেখতে এলোমেলো ইংরেজী দেখাবে। তাতে সমস্যা নেই।

আশাকরি এটি আপনাদের কাজে আসবে।

লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

হিমু এর ছবি

চমৎকার এই সংযোজনের জন্য মুর্শেদকে ধন্যবাদ!


হাঁটুপানির জলদস্যু

অভিজিৎ এর ছবি

আসাধারণ !!! মুর্শেদ সত্যই গ্রেট!

==========================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কস। কিন্তু কাজ করে কিনা দেখুন। টুকটাক প্রচুর ভুল থাকা অসম্ভব নয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার বাংলা টাইপিংয়ের প্রথম সফটওয়্যার বর্ণসফটের প্রতি কৃতজ্ঞতা।
মুর্শেদ ভাইকেও ধন্যবাদ।

দ্রোহী এর ছবি

চমৎকার! দেশের সাথে তাল মিলিয়ে সচলায়তন এগিয়ে যাচ্ছে। ভাবতে ভালোই লাগছে।


কি মাঝি? ডরাইলা?

মেহদী হাসান খান এর ছবি

চমৎকার সংযোজন!
(এত বেশি ফিচার আর কোন বাংলা সাইটে দেখিনি...চলুক এগিয়ে...)

নন্দিনী এর ছবি

চমৎকার!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।