দুই হাতে লেখা - ৬ (আব্‌জাব)

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: সোম, ০২/০৬/২০০৮ - ৩:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ নিজেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই সিরিজের সূচনা। দুই হাতে লেখার এক্সপেরিমেন্ট! যথারীতি আব্‌জাব গল্প। বিশেষত্ব হচ্ছে আমি ঘন্টায় কয়টা গল্প লিখতে পারি এটা তার একটা স্ব-পরীক্ষা। গল্পের মান সম্পর্কে তাই কোন নিশ্চয়তা দিতে পারছিনা। হিসেবের জন্য মোবাইলে টাইমার অন করেছি। টিক্‌ টিক্‌ টিক্‌ ... গল্প শুরু হল!]

দশ মাস দশ দিন

ছেলেটা বলে, আচ্ছা! কেমন হবে বল তো, আমাদের বাবুর চোখ যদি হয় আকাশ রাঙা?
মেয়েটা একটু পুলকিত হয়। মনে মনে আকাশ রাঙা এক জোড়া নবীন চোখ কল্পনা করে সে। একটু খুশি হয়ে ওঠে যেন। তারপর একটু ভেবে বলে, ‘উমম... আচ্ছা, আকাশ রঙের সাথে একটু সবুজ আভা থাকা চাই। কি দারুণই না লাগবে তাহলে!’

ছেলেটা খুশি হয়। চোখ দিয়ে একরাশ ভালবাসা ছড়িয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটাও প্রতুত্তরে একটা মিষ্টি হাসি দেয়। আরেকটু চেপে বসে ছেলেটার দিকে। ছেলেটা তখন বলে, ‘আমাদের বাবুটার হবে টুক টুকে একটা গোলগাল মুখ’।
মেয়েটা যোগ করে, ‘আর যখন সে মিষ্টি করে হাসবে, দুগালে পড়বে এই এত্ত সুন্দর দুটো টোল’।

ছেলেটা এবার মেয়েটার হাত ধরে। টুন টুন করে কয়েকটা শব্দ হয় যেন। চুড়ির। মেয়েটা তার হাতের চাপ একটু বাড়িয়ে দেয়। এই চাপটুকু দিয়ে সে তার ভালবাসা বুঝিয়ে দেয় ছেলেটাকে। তারপর মেয়েটা বলে, ‘আচ্ছা, আমাদের বাবুর চুল কোকড়া হলে কেমন হবে বলতো?’
ছেলেটা একটু ভাবে। তারপর বলে, ‘কোকড়া চুল দেখতে ভালই লাগে আমার। কিন্তু কোকড়া চুলের মানুষ হয় একটু বদ মেজাজি। প্রতিদিন সকালে চুল আচড়াতে দিয়ে যেই চিরুনি আটকে যায় অমনি মেজাজ যায় বিগড়ে’। তারপর তারা দুজনেই ভেবে নেয় যে তাদের বাবুর চুল হবে সিল্কি। আর একটু লালচে কাল রঙের।

এর পর তাদের আলোচনা চলতেই থাকে। বাবু লম্বা হবে, নাকি মাঝারি উচ্চতার; ফর্সা, নাকি ট্যান; এসব হাজার বিষয়ে কথা বলে তারা। তারপর একসময় তারা দুজনেই বলে, ‘আমাদের হবে একটা ছেলে। যে তার সবুজাভ আকাশী চোখ দিয়ে জয় করে নেবে পৃথিবীর সব মেয়ের মন!’ এসব বলার পর ছেলেটা মেয়েটার বাম কানের কাছে একটা চুমু দেয়। তখন মেয়েটা তার টোল খাওয়া মুখে একটা মিষ্টি হাসি দেয়। ছেলেটাও একটু হাসে। মিষ্টি করে।

টেবিলের ওপাশ থেকে একটা ভরাট কন্ঠ বলে ওঠে, ‘স্পেসিফিকেশন সব নোট করা হয়েছে। আপনাদের বাচ্চাটা হতে যাচ্ছে ঠিক এরকম’। বলে একটা বাটনে চাপ দেয় সে। টেবিলের উপর ভেসে ওঠে একটা বাচ্চার হলোগ্রাফিক ইমেজ। বাচ্চাটা তার হবু বাবা মায়ের দিকে তাকিয়ে তার টোল খাওয়া গালে একটা মিষ্টি হাসি দেয়। আকাশী-সবুজ চোখে তখন তার রাজ্যের বিষ্ময়! মেয়েটার চোখে পানি চলে আসে। এবার হাতের চাপ বাড়িয়ে দেয় ছেলেটা। ভরাট কন্ঠটা মনে করিয়ে দেয় যে, তাদের বাচ্চাটা এক্সাক্ট এরকম হবেনা। নেচারাল কিছু বায়োলজিকাল মর্ফিং অ্যালাউ করা হবে। যাতে সব বাচ্চা একই রকম না হয়ে যায়।

তারপর সে আরো বলে, ‘নেক্সট একটা ওভারী চেম্বার ফাকা হবে দশ দিন পরে। তারপর কালচার হতে প্রায় দশ মাস। অবশ্য এক্সাক্ট ডেটটা একটু এদিক ওদিক হতে পারে। তার মানে ঠিক দশ মাস দশ দিন পরে যোগাযোগ করছেন আপনারা’।

এরপর প্রয়োজনীয় ক্রেডিট ট্রান্সফার করে, ছেলেটা আর মেয়েটা একে অপরের হাত ধরে বেরিয়ে আসে দেশের সব চেয়ে বড় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে।






[ দ্বিতীয় সেশনের প্রথম গল্প এটা। সাইফাই গল্প! প্লট কিছুটা পুরাতন। গল্প নতুন। 'গোল রুটি' স্টাইলে কিছু লিখতে ইচ্ছা হল। তাই লিখলাম]

[আমার পোস্ট সংখ্যা কোয়ার্টার সেঞ্চুরি পুর্ণ হল আজ!! হাসি ]


মন্তব্য

নুশেরা তাজরীন এর ছবি

দিলেন তো জবর একটা ধাক্কা!!!

স্পর্শ এর ছবি

হা হা!! ধাক্কা হইসে নাকি? হাসি
তাইলে ঠিকাসে! দেঁতো হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্নিগ্ধা এর ছবি

স্পর্শের 'কোয়ার্টার সেঞ্চুরি' পুরণের পুরষ্কার হলে পুরষ্কার, প্রতিদান হলে প্রতিদান, ছেড়ে দে মা কেঁদে বাঁচি হলে তাইই - মোট কথা ছেলেটাকে এবার সচল করা হোউ উ উ উ ক - সচিৎকারে বিনীত এই আবেদন জানাই ই ই ই .........

স্পর্শ - দু' একটা অতিপ্রাকৃত গল্প টল্প নেই ?

স্পর্শ এর ছবি

হউক! মন খারাপ

অতিপ্রাকিত কিছু গল্পের আইডিয়া মাথায় ঘুরছে! সত্যজিৎ স্টাইলে কিছু লেখার ট্রাই দিব ভাবছি। ইয়ে, মানে...
দেখি কিছু হয় কিনা! তবে যে স্টাইলেই লিখি; ফাইনালি সব 'আব্‌জাব' ই হয়ে যাবে! দেঁতো হাসি
আব্‌জাবের বেইল নাই! মন খারাপ

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

তীরন্দাজ এর ছবি

আপনার আবজাব কি আবজাব? একেবারেই না। অসাধারণ গল্প আপনার...!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্পর্শ এর ছবি

আসলে (আব্‌জাব) ট্যাগের লেখা গুলো লিখি প্রচন্ড অযত্নে! মাথায় যা আসে তড়িঘড়ি লিখে ফেলি যাস্ট। কোন ভাষার কারুকাজ নেই। নেই কোন ভাব বা দর্শন। অনেক সময় ছোটগল্পের শর্ত গুলোও মানেনা এরা।
তাই শেষমেষ এরা আব্‌জাবই থেকে যায়। হাসি

আমি আর আমার কিছু বন্ধু আপনার লেখার দারুণ ফ্যান। আপনার ছোটগল্প গুলো সত্যিকারের ছোট গল্প লিখিয়ের মুন্সিয়ানার ছাপ রাখে!

আপনার কাছ থেকে 'অসাধারণত্বে'র সার্টিফিকেট পেয়ে খুব ভাল লাগছে! দেঁতো হাসি
ধন্যবাদ।

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

শততম পোস্ট? তাও আবার অতিথি? তাহলে আমার ক্ষ্যামা দেওয়া ছাড়া রাস্তা দেখি না। তবে অতিথি হিসেবেই আপনার ব্যাপারটি নিয়ে ভাবতে মডারেটরদের সস্নেহ দৃষ্টি আকর্ষণ করছি।
পুনশ্চঃ স্পর্শ, আমি কি আপনার কাছ থেকে কিছুট ধৈর্য পেতে পারি? সাময়িক?
-জুলিয়ান সিদ্দিকী

স্পর্শ এর ছবি

আরে না না শত তম না তো 'কোয়ার্টার শত' তম খাইছে

আর আসলে সচল হওয়া বা না হওয়া তেমন কোন ব্যপার না। আমার আব্‌জাব যে এরকম একট যায়গায় ছাপানো হচ্ছে এটাই অনেক। হাসি
সচল না হয়ে একটু যা সমস্যা অনুভব করি তা হল, লেখা এডিট করতে পারিনা। আমি যে ধরণের খুব ছোট ছোট গল্প লিখি সেখানে একেক্টা শব্দ অনেক গুরুত্বপুর্ন হয়ে যায় মাঝে মাঝে।
অনেক সময় একই বাক্যে হয়তো যাস্ট অন্য একটা শব্দ ব্যবহার করলেই আরো সু্ন্দর হয়েযায় পুরো গল্পটা!! লেখা পোস্ট করার পর ব্যপার টা খেয়াল হয়। তখন মাথার চুল ছেড়া ছাড়া আর কিছু করার থাকেনা ! মন খারাপ

আর সকালে পোস্ট করলে সেই লেখা মডারেশন হয়ে আসতে আসতে চলে যায় পরের পাতায় !!! যদি শুধু এমন হত যে মডারেশন যখন পার হবে তখনই টপ স্থানে যাবে লেখাটা। তাহলে আর [অতিথি] হতে থাকতে আমার আপত্তি নেই। এডিট করতে না পারার দুঃখে না হয় চুল ছিড়লাম আরো কিছুক্ষন। (ঐটা আমার বহুত আছে খাইছে )

আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আরে ভাই আমার মত অধৈর্য পাবলিক আর নেই। দেখেন না একটা লেখা পোস্ট করতে না করতেই আরেকটা পোস্ট করার জন্য হাত নিশপিশ করে!!! খাইছে

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

সিকি কথাটা মনে মনে বলেছিলাম। যোগ করবো ভেবেও হয়নি। নেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
তবুও আপনার ব্যাপারটা কেমন যেন। তাই কিছুটা হতাশা বোধ করছি। আপনি এখনও অতিথি থাকলে আমাদের সিরিয়ালটা খুবই সন্দেহ জনক অবস্থানে আছে বোধ হয়। বিশেষ করে আমার মত লম্বা পোস্টকারী (পোস্টার?)দের কী হবে তাই ভাবনার বিষয়।
-জুলিয়ান সিদ্দিকী
**আমার অনুরোধ নিশ্চয়ই মডারেটরদের দৃষ্টি গোচর হয়েছে। মনে হয় দুই একদিনেই...

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ মডারেটর দেরকাছে অনুরোধের জন্য! হাসি

আরে না। আব্‌জাব না লিখে জীস্টফুল কিছু লিখেন। তাহলেই হবে। হাসি আমার ভাই লিখেই আরাম। তাই লিখি যা মন চায়। টুকটাক হুঠ হাঠ লিখে ফেলিতাই। আপনিও লিখতে থাকুন। হাসি
তবে 'অতিথি সচল' আকাউণ্টের জন্য অনুরোধ করতে পারেন। তাহলে আপনার লেখা গুলো অন্যরা সহজেই খুজে পাবে। হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সাই-ফাইভক্ত আমি নই। তবে আকারে ছোট দেখে পড়ে ফেললাম। চমত্কার লাগলো।

ভবিষ্যদ্বাণী করছি: স্পর্শ অচিরেই সচল হতে চলেছেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ ! সন্ন্যাসী জী!! হাসি
অচিরেই নাকি !!! ইয়ে, মানে...
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুশফিকা মুমু এর ছবি

দারুন!! দেঁতো হাসি খুব ভালো লিখেছেন ... তালি।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্পর্শ এর ছবি

দেঁতো হাসি
তালিদিছেন ভাল কথা! কিন্তু রেটিং কই?? খাইছে
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুশফিকা মুমু এর ছবি

এই রেটিং এর কথা আমার একদমই মনে থাকেনা কখনো। দিলাম ৫ হাসি
--------------------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍--@

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্পর্শ এর ছবি

হাসি খাইছে অনেক থেঙ্কু। দেঁতো হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

দারুন...
---------------------------------

স্পর্শ এর ছবি

পড়ছ তাইলে!! হাসি
তা, রেটিং দেওনা ক্যান? নাইলে কেমন হইল বুঝিনা তো!! এমনিতেই সাই-ফাই লিখতে পারিনা। এইটায় ফিডব্যাক দরকার!! খাইছে

কমেন্টের রিপ্লাই দিসি সেই বিকালে!! এখনো দেখি একটাও আসেনাই!! মন খারাপ অবশ্য গল্প আসছে। এতেই খুশি! হাসি
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর এর ছবি

দিসি হাসি

-----------------------------

স্পর্শ এর ছবি

খাইছে
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- সাইফাই হলেও সামাজিক সিনেমার মতো লাগলো। সেই রাজ্জাক-সুচরিতার আমলের। হাসি
ইয়া হাবিবি চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

হা হা হা !!! সামাজিক অ্যাক্শন ধর্মী সাইফাই সিনেমা!!!!!!!!! দেঁতো হাসি
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনি এতো রেটিং-ক্রেজি কেন? আমি তো কখনওই রেটিং দিই না (ব্যতিক্রম হয়েছিল শুধু একবার)। শুকনো, নীরস সংখ্যার চেয়ে পাঠকদের লেখা বর্ণ-শব্দ-বাক্য আমার কাছে অনেক-অনেক-অনেক বেশি গুরুত্ব বহন করে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্পর্শ এর ছবি

বস আমিও দেইনা তেমন!! ( দেওয়ার ক্ষমতাও নাই চোখ টিপি )

আর রেটীং ক্রেজি না।
ফান করসি। আবীর আমার পরিচিত তো তাই!! হাসি ও একদিন দাবি করছিল যে ও আমার সব গুলা লেখায় ৫ দেয়!! খাইছে সেইটা নিয়া খোচা দিসি!! খাইছে

আর আসল কথা হইল ওর দেওয়া ৫ পাইতে ভালো লাগে!! পাচ না হইলে ১,২ পাইতেও ভাল লাগে! এই পোলাডা আমার লেখা পড়ে বইলাই তো অতিথি লেখক হইয়া আমি লিখতেই আছি!! হাসি ওর কমেন্ট গুলো না পাইলে উৎসাহ হারাইতাম! মন খারাপ রেটিং কোন ব্যপার না।

আর আপনারে গুরু মানছি না? মনে নাই? আপনার কমেন্ট পেয়ে আমি মহা খুশি! দেঁতো হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

ছাই ফাই লিখতেছিস দেখি...হুম!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

'ছাইফাই' না 'ছাইপাস' খাইছে
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

যেখানে দেখিবে ASH(ছাই) উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার ঐশ্বরিয়া রাই বচ্চন। খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

মানে কি? মারলিন মনরোর মত চোখ টিপি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইরতেজা এর ছবি

অসাধারন হয়েছে। তোর লেখার অনেক বেশী বৈচিত্র। এই লেখাটাও এত বেশি জীবন্ত হয়েছে। আমিও মাঝে কিছু সাইফাই গল্প লেখার চেষ্টা করেছিলাম কিন্তু হয় নি।

এর একটা কথা না বলে পারছি না। জানি না মডারেটগন কীভাবে নেবেন। সেই কবে থেকে দেখছি এই ছেলেটা হাত খুলে দিনের পর দিন এত এত লেখা লিখে যাচ্ছে । আমাদের মনে হয় লেখার মান নিয়েও কারো মনে কোন দ্বিধা নেই। তানভীরকে অতি সত্বর সচল করে দেবার অনুরোধ জানাচ্ছি। মডারেটগন একটু বিবেচনা করবে আশা করি।
____________________
ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

স্পর্শ এর ছবি

লেখা জীবন্ত হয়েছে নাকি? !! হাসি
অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু নিজে সাইফাই লেখার অনেক আগে আপনার লেখা একটা সাইন্সফিকশন পড়েছিলাম। ঐটা জটীল হইসিল!! তাইলে কেন এই অহেতুক বিনয়? আপনার লেখা দেখেই তো উৎসাহ পেলাম। হাসি

হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

পুতুল এর ছবি

কয়েক বছর আগে এমন এক কারখানায় কাম করছিলাম কয় দিন।
তয় হেই ফ্যাক্টরীতে বাচ্চার কোন জেনেটিক ডিজঅর্ডার আছে কিনা তা দেখে ব্যবস্থা নেয়ার পরামর্শ (?) দিত।
তবে বাচ্চা বা ক্লোন বানানোর সময় হয়তো বেশী দূরে নয়।
লেখায় ৫ তারা।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্পর্শ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ!! হাসি আপ্নি কি জেনেটিক লাইনের লোক !! বাহ!!

ক্লোন করলেই মজা! তাইলে আমি নিশ্চই গ্রীক দেবতা দের মত হইতাম! খাইছে কবে যে সারা দুনিয়া গ্রীক দেব দেবী তে ভরে যাবে!! খাইছে দেঁতো হাসি

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো।

স্পর্শ এর ছবি

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ! হাসি
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনার লেখা হৃদয় স্পর্শ করলো। প্রথমে তো বুঝতেই পারি নাই। কী সাংঘাতিক কান্ড ঘটতে চলেছে। যখন বুঝলাম তখন আর সময় নাই, গল্প আমাকে গ্রাস করে ফেলেছে ততক্ষনে।

স্পর্শ এর ছবি

খুব ছোট গল্প। প্রায় অনুগল্প বলা যায়। আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। এইটাই আমার লেখা প্রথম পুরো সাইন্সফিক্শন। হাসি
তাই উৎসাহ ও পেয়েগেলাম খুব। হাসি
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

শাহীন হাসান এর ছবি

শৈলীটা সুন্দর, ভাল-লিখেছেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে! হাসি
আপনার কমেন্ট পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল আরো।

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাহ্ চমৎকার!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

দেঁতো হাসি
অনেক ধনব্যাদ।
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

দ্রোহী এর ছবি

গল্পের নাম আর প্রথম বাক্যটা পড়েই আন্দাজ করতে পেরেছি শেষ কী হবে।

স্পর্শ আপনার লেখার হাত চমৎকার। আবজাব হিসাবে লেখা গল্পগুলো পড়লে ঈর্ষান্বিত হতে হয়।

এই গল্পে ধুসর গোধূলীর মন্তব্যের সাথে সহমত। কেমন জানি সুচরিতা-সোহেল রানা ভাব আছে গল্পটায়। হাসি


কি মাঝি? ডরাইলা?

স্পর্শ এর ছবি

ওয়াও!! আপনার আন্দাজ নিখুত! চোখ টিপি

কি যে বলেন লেখার হাত চমৎকার হবে কি করে !!!
সবই তো আবজাব গল্প! খাইছে

আর সুচরিতা সোহেল রানার ব্যপারে আমি একমত। এইটা তাউ কিছুটা কন্ট্রল দিসি। আগের দিন একটা সাইফাই লিখতে গিয়ে যেই নায়ক নায়িকারে এক হ্রদের পাশে দাড়ায়া চুম্বন দিয়ে দিল! ওমনি বুঝ্লাম আমার সাইফাই এর কাম সারছে! খাইছে
সাথে সাথে বাতিল করছি। মন খারাপ
আল্লা বাচাইসে!

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

আকতার আহমেদ এর ছবি

চমতকার
স্পর্শ-কে সচল করা হোক !

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে!!

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।