সেই কৈশোরে

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: বিষ্যুদ, ১৮/০৩/২০১০ - ১০:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনে মনে কতো যে অ্যাটম বোমা মারলাম ওদের দেশে
কতো যে মিসাইল, রকেট-লাঞ্চার, টর্পেডো, কামান, গ্রেনেড
ডুবিয়ে দিলাম দু-চারটা যুদ্ধবিমানবাহী জাহাজ
টুঁটি চেপে ছিঁড়ে খুঁড়ে ফেললাম হারামজাদাদের
এইতো আমার এই পেয়ারা ডালের গুলতি-
প্রথম কাঠঠোকরা শিকারের পরে সেই তিরতির কাঁপতে থাকা ডানায় ভর করে
কী ভয়ানক দুঃখই না নেমেছিলো যার কাঠে,
এই গুলতি দিয়েই নামিয়ে দিলাম দু-চারটা অ্যাপাচি আর এফ-সিক্সটিন।
প্রবল জলোচ্ছাসে ডুবিয়ে-ভাসিয়ে-ভেঙ্গে-চুরে ধ্বংস করলাম ওদের নগর-বন্দর-বিমানঘাটি।
লাটিমের আল দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলে ফেললাম ওদের পাহাড়-মরু-বন আর চোখ-মুখ।
পত্রিকায় দেখা কিশোরীর কোলে আহত শিশুটার সব কান্না
বহু গুনে বাড়িয়ে ছড়িয়ে দিলাম ওদের জনপদে।
তার কপালে লেগে থাকা চাপ চাপ রক্ত তুলে নিয়ে
রক্তগঙ্গাই বইয়ে দিলাম শেষে।
খরা দিলাম, মারী দিলাম, দিলাম ভূমিকম্প।

কিন্তু কই তবু তো ওদের কিছুই হলো না,
শুধু আমি আমার মানবতা হারালাম।


মন্তব্য

সবজান্তা এর ছবি
স্নিগ্ধা এর ছবি

কৈশোর হাসি আমিও বলবো, নাকি বলবো না ভাবতেসিলাম।

স্পর্শ এর ছবি

তাইতো দেখি!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তারানা_শব্দ এর ছবি

বিধ্ববংসী ভিরু কৈশোরেই মানবতা হারায়ালাইসে!! মন খারাপ

এই জন্যই তো বলি... ভিরু কেন আসামী!!! দেঁতো হাসি

কবতায় মারামারি ভালু ওয়েচে!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

স্পর্শ এর ছবি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

কুবের [অতিথি] এর ছবি

ব্লগরব্লগর অথবা কবিতা ভাল লাগেনি। এবং শিরোনামে ভুল বানান বিরক্তিকর।

স্পর্শ এর ছবি

ঠিক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সাইফ তাহসিন এর ছবি

কিন্তু কই তবু তো ওদের কিছুই হলো না,

একমত, ভালো লাগল, পাঁচ দাগাইলাম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

স্পর্শ এর ছবি

থ্যাঙ্কু। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনার্য সঙ্গীত এর ছবি

দারুন্লাগছে হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্পর্শ এর ছবি

হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিকেত এর ছবি

স্পর্শ বস, কবিতাটা ভাল লেগেছে।
যেটা ভাল লাগল না, সেটা হল, কবিতা কে 'ব্লগরব্লগর" ট্যাগ দেয়াটা।
আমি নিশ্চিত তুমি নিজে জান যে, লেখাটা আসলে কবিতা ছিল। আমরা যারা পড়ছি, তারা কম বেশি 'আন্দাজ' করছি এইটা কবিতা। তাহলে একে কবিতা বলতে লজ্জা কেন?

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ অনিকেত দা।
আসলে 'ব্লগরব্লগর' ডিফল্ট থাকে। আর সেইটা চেঞ্জ করে কবিতা বানাইতেও সাহসে কুলায় না। মন খারাপ
ঠিকাছে এর পর সাহস করব। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুহান রিজওয়ান এর ছবি

জিনি'র গল্পটাও মনে হয় ঠিক এই থীমে আপনি লিক্সিলেন...

যাক, এইবার আপনার লেখা অনেক তাড়াতাড়ি আসছে, পরের্টা আরো দুত চাই...

_________________________________________

সেরিওজা

জি.এম.তানিম এর ছবি

ভালৈসে! চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দ্রোহী এর ছবি

ভাল্লাগছে।

সুরঞ্জনা এর ছবি

বাহ্!
আরো আসুক কবিতা।
চলুক
.........................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

পান্থ রহমান রেজা এর ছবি

ক্ষেপে গিয়ে দেখছি সব ছাখার দিতে চাচ্ছেন আপনি! চোখ টিপি
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।