চুপে।দুই।

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বুধ, ১৭/০৩/২০১০ - ৮:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দা নো স্মোকিং অর্কেস্ট্রা।চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তুরিকার গানের দল। সাম্প্রতিক কালে এয়ুরোপে এই দলের জনপ্রিয়তা দলটির ট্যুরের সংখ্যা গুণলে বোঝা যায়। যাত্রা শুরু হয় সার্বিয়ায়। ১৯৮০ সালে। ‘যুগোশ্লাভিয়ান গ্যারেজ রক ব্যাণ্ড’ হিসেবে দ্রুত খ্যাতি পেয়ে যায়।বসনিয়ার যুদ্ধ শুরু হলে সদস্যরা নানাদিকে ছড়িয়ে পড়েন। পরে নানা ওলোটপালট শেষে ‘এমির কুস্তুরিকা এণ্ড নো স্মোকিং অর্কেস্ট্রা’ নামে আবার কাজ শুরু হয়। ইদানীং পরিচিত TNSO নামে।

IMG_6886_resize
এমির কুস্তুরিকা

কুস্তুরিকার সিনেমায় জীবন অনেক বেশি দুর্দান্ত। স্যাটায়ার, মন্তাজ, সংলাপ, কাহিনী, জিপসি-টেকনো মিউজিক সিনেমা দেখার সময়টাকে একনাগাড়ে উপভোগ্য করে রাখে। জিপসিদের জীবনযাত্রা তাঁর সিনেমায় অনেকবার এসেছে। এঁদের ব্যবহার করা সুর কি কথা ‘দা নো স্মোকিং অর্কেস্ট্রা’ র গানে ও দেদারসে ব্যবহার করা হয়।

সময়সুযোগ পেলে এদের গানগুলো শুনি। এখানে একটা গান দিলাম। 'লাইফ ইজ আ মির‌্যাকল' সিনেমার গান। বাকীগুলো গুগল মারলেই জানা যাবে।

আর কুস্তুরিকার সিনেমা নিয়ে সচলে ব্লগিং করার শুরুর দিকে দুটা পোস্ট দিয়েছিলাম। তাই আর কথা বাড়ালাম না।

When life is a miracle

Life it’s a candy
With a red hot chili pepper
Filling inside

Life! Are you ready
You’ll be a butterfly in the ultimate fight

Life treats you gently like
Virgin Mary
But then strikes back
Like Chriss Eubank

Life
It is full of surprise
Crossroad to hell
or paradise

But little did I know
Mr. Preacher man
What real life could do
And shit could hit the fan
Life is beyond peace and war
Justice and Crime
I remember that time

When Life was a miracle
As if Zidane played for Liverpool

Life is a business
Risky and confused
God gave you a deal
That you cannot refuse

Life is Terrorism
Globalism Optimism
Give peace a chance
Give war romance

But little did I know
Mr. Preacher man
What real life could do
And shit could hit the fan
Life is beyond peace and war
Destiny and God
I remember that time

When Life was a miracle
And pigs might fly that was credible

But little did I know
Mr. Preacher man
What real life could do
And shit could hit the fan
Life is beyond peace and war
Justice and Crime
Do you remember that time?

When Life was a miracle

পুনশ্চঃ আমার প্রিয় ব্লগার সবুজ বাঘের জন্য এই গানটা।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

আবারও ধন্যবাদ। এতোদিন এমির কুস্তুরিকার নাম শুধু চলচ্চিত্র নির্মাতা হিসাবেই জানতাম। এই গানটা চমৎকার লাগলো। ভিন্ন ধাঁচের, ভিন্ন স্বাদের।

When life is a miracle
"was" হবে না?

আগ্রহীদের জন্য গানটার ডাউনলোড লিংক

শুভাশীষ দাশ এর ছবি

আমি যেখান থেকে সাউণ্ডট্র্যাকটা নামিয়েছিলাম সেখানে ইজ লেখা। লিরিকস-গুলোতে ও দেখলাম শিরোনামে ইজ। তাই আর ওয়াজ করি নাই।

দুর্দান্ত এর ছবি

ব্ল্যাক ক্যাট হোয়াইট ক্যাট - উফ্ফ কি মজাটাই না পাইসিলাম প্রথমবার দেইখা।
কয়েকদিন আগে পাবলিক এনেমির আনা সেজকে দেইখা মন চুলকায়, কই দেখসি, এরে কই দেখসি? পরে মনে পড়ার পরে ফিল্মটা আবার দেখলাম। ঝাল একটুও কমে নাই।

শুভাশীষ দাশ এর ছবি

'আণ্ডারগ্রাউণ্ড', 'লাইফ ইজ আ মিরাক্যাল' দেখেন তাড়াতাড়ি।

সুবিনয় মুস্তফী এর ছবি

নামটা কুস্তুরিত্সা হবে, স্লাভিক উচ্চারণ। ওর মারাদোনা ফিল্মটা দেখার ইচ্ছা আছে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

শুভাশীষ দাশ এর ছবি

ডকুমেন্টারি কিভাবে বানাতে হয় কুস্তু দেখিয়ে দিয়েছেন। আমার দেখা আরেকটা অসাধারণ ডকু হচ্ছে কিয়ারোস্তামির 'এবিসি আফ্রিকা'।

সুবিনয় মুস্তফী এর ছবি

http://www.imdb.com/title/tt0118147/

এই ডকুটাও মিস কইরেন না - এক কথায় অসাধারণ
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ফারাবী [অতিথি] এর ছবি

এইটা কি এতটুকুই (ছয় মিনিটের) না আরো বড়? পুরোটা থাকলেই দেখব, নাইলে না।

দ্রোহী এর ছবি

কত অজানারে.......

শুভাশীষ দাশ এর ছবি

মেম্বর সাব, লেখালেখি ছাইড়া দিছেন নাকি?

দ্রোহী এর ছবি

হ। আপাতত লেখালেখির চিন্তা বাদ দিয়ে আপনার দেয়া লিংক থেকে চেখভের ছোটগল্পগুলো পড়তেছি। ৫০ টা মতো পড়া হয়েছে।

শুভাশীষ দাশ এর ছবি

এটা একটা ফাটাফাটি কাজ করছেন।

ধুসর গোধূলি এর ছবি
শুভাশীষ দাশ এর ছবি

ধন্যবাদ।

ফারাবী [অতিথি] এর ছবি

গান ভাল্লাগছে। জিপসি স্বাদের গান এভাবে এই প্রথম শোনা। সব মিলিয়ে ভালই। আসল ব্যাপার হইল নতুন নতুন শিল্পীদের সাথে পরিচিত হওয়া। এরকম পোস্ট খুল্লেই অনেকের সাথে, অনেক কিছুর সাথে পরিচিত হবার সুযোগ পাওয়া যায়। সেরকম সুযোগ করে দেবার জন্য শুভদাকে ধন্যবাদ। ডক এর লিঙ্কও দেখব। ডকুমেন্টারি আমারও ভাল লাগে। তবে দেখা হয় কম। আজকে একটা অসিলা পাওয়া গেল হাসি

শুভাশীষ দাশ এর ছবি

আণ্ডারগ্রাউণ্ডের সাউণ্ডট্র্যাকটা শূইনেন।

কারুবাসনা এর ছবি

ডকুমেন্টারিগুলা খারাপ না। ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শুভাশীষ দাশ এর ছবি

হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

গানটা চমৎকার লাগলো ... তাই যথারীতি আরো কয়েকটা এলবাম নামায়ে ফেললাম দেঁতো হাসি

তবে ঘাঁটাঘাটি করে যা বুঝলাম এদেরকে ঠিক এমির কুস্তরিকার গানের দল বলা যায় না ... নো স্মোকিং অর্কেস্ট্রা অনেক আগে থেকেই ছিল, মাঝে যুদ্ধের সময় দলটা ভেঙ্গে যায় এবং পরে দুই জায়গায় দুইটা আলাদা দল তৈরি হয় ... তার মাঝে এই দলটা কুস্তরিকার একটা মুভির জন্য মিউজিক করে ... তখন দলে কোন রেগুলার বেজ গিটারিস্ট ছিল না, তাই কুস্তরিকা নিজেই তিনটা গানে ওদের সাথে বাজায় [সম্ভবত এই একটা এলবামেই শুধু কুস্তরিকা ওদের সাথে কাজ করেছে] ... কিন্তু এরপর দলটা নিজেদের নাম বদলে "এমির কুস্তরিকা এন্ড নো স্মোকিং অর্কেস্ট্রা" করে ফেলে ... কারণটা কি কুস্তরিকার খ্যাতিকে কাজে লাগানো? জানি না দেঁতো হাসি

পোস্টের জন্য ধন্যবাদ হাসি
...............................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

শুভাশীষ দাশ এর ছবি

যা জানছেন ঠিকই জানছেন। আমিও জানতাম। একটু জিপ করে দিলাম আর কি। গানের দল হবে আর কাহিনী থাকবে না-সেটা কি হয়! দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।