পরিষ্কার- সময় এখনই!

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

৪১ বছর ধরে একটা বাড়িতে ছিলাম!

নতুন বাড়িতে উঠে সবকিছু মানিয়ে নিতে, ঘরটাকে সাজাতে ও নানা ঝামেলায় ঘর কখনো পরিষ্কার করা হয়নি।

কিন্তু এখন আর এই বাড়িতে শ্বাস নেয়া যাচ্ছে না- কার্বন-ডাই-অক্সাইড, কার্বন-মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস ও রোগ-জীবাণু তে ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছে।

ঘরের সবাই অসুস্থ হয়ে পড়ছে।

সব কাজ-গোসল-রান্নাবান্না-ঘুমানো-বাথরুম করা অসম্ভব হয়ে পড়েছে।

টয়লেট-সিংক-ড্রেন সব বন্ধ হয়ে উপচে পড়ছে।

পচা আবর্জনা-ময়লা-ধূলোবালির স্তুপ- গু-মুতে ভেসে যাচ্ছে ঘর।

এখন পরিষ্কার না করলেই নয়।

সবাই মিলে হাত লাগালে এই ঘর পরিষ্কার করাও কোন ব্যাপার না- এই সব আবর্জনা-ময়লা-গু-মূত সব পরিষ্কার করা হলেই কেবল মাত্র ঘরে থাকা যাবে।

আর এই সুন্দর ঘরটা পরিষ্কার হলে সবাই প্রাণভরে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে- কোথাও আবুল-মওদুদ-সুরঞ্জিত-তাহের-ছাত্রলীগ-ছাত্রদল-সন্ত্রাসী টাইপ ময়লা-আবর্জনা জমা হলে সহজেই চোখে পড়বে, পরিষ্কার করাও সহজ হবে- রেগুলার ঝাড়ু দিয়ে ঘষে-মেজে সবসময়ের জন্য পরিষ্কার রাখা যাবে।

এই ঘরে সুস্থ পরিবেশ চলে আসলে বাইরের রোদ ঘরে খেলা করবে- সবার মনও অনেক ফুরফুরা থাকবে, ঘরের কাজকর্মও অনেক সহজভাবে চলবে, জীবন অনেক শান্তিময় হবে-

বাড়ির সবাই একরকম হয় না, পাশাপাশি থাকলে ঝগড়া-ঝাঁটি হবেই; কিন্তু তখন সেটা হবে ঘরের লোকদের মধ্যেই- নিজেদের মধ্যে ভালবাসা থাকলে আর পাশের বাড়ির শয়তান প্রতিবেশিরা কোন অন্যায় সুযোগ নিতে পারবে না...আবর্জনায় পিছলা খেয়ে পড়তে হবে না, ময়লার গন্ধে নাক চেপে চলতে হবে না, রান্না করার আগে সিংক পরিষ্কার করতে হবে না, কষ্ট অনেক কমে যাবে।

এই ঘর পরিষ্কার করার এখনই সময়- ৪১ বছর ধরে জমা হওয়া সকল ময়লা-আবর্জনা-গু-মূত-ধূলাবালি-রোগজীবাণুদের বিদায় করার এখনই সময়...এই রাজাকারদের-জামাত-শিবির-ধর্মের নামে ব্যবসা ও রাজনীতি নিশ্চিহ্ন করার এখনই সময়- পরিবারের সবাই মিলে হাত লাগান...

জয় বাংলা। (যে স্লোগান না দিলে কেউ কখনো বাঙালি-বাংলাদেশি হতে পারে না)


মন্তব্য

শিশিরকণা এর ছবি

সহজভাবে বলা কথা।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

স্বপ্নহারা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করুন সব আবর্জনা।

স্বপ্নহারা এর ছবি

ঝাড়ু-হারপিক-ফিনাইল সবই দেয়া হবে দেঁতো হাসি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।