কাঁঠালপাতা শর্ট পড়লে কী করবেন? রেসিপি!

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: বুধ, ১৩/০২/২০১৩ - ৫:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শাহবাগবিরোধী ভাইরা নিশ্চয়ই গত কয়দিন ধরে ভয়ে প্যান্ট ভিজায়ে ফেলতেছেন। আপনার বুক ধড়ধড় করছে, প্রেসার হাই, চোখে কালসিটে পড়ে গেছে। গত কয়দিনে অনেক খাঁটুনি গেছে- আপনি কোন গ্রীন দেখতে পাচ্ছেন না। যদিও সবাই আপনাকে প্রচুর পুষ্টিকর কাঁঠালপাতা দিয়ে গেছে তবু কাঁঠালপাতার শর্ট পড়ে গেছে! এই অবস্থায় কী করবেন?

১- যেকোন ব্রাউজার এ একটি নতুন উইন্ডো বা ট্যাব খুলুন
২- টাইপ করুনঃ google.com
৩- গুগলের সার্চ অপশন আসলে পেজের উপরের দিকে বাম দিকের কোনার কাছাকাছি লক্ষ্য করুন। সেখানে Images অপশনে ক্লিক করুন।
৪- গুগল ইমেজের সার্চ অপশন আসলে সেখানে ইংরেজিতে লিখুনঃ "Jackfruit Leaves"। আপনি অভ্র বা অন্য যেকোন কীবোর্ড ব্যবহার করে বাংলায়ও লিখতে পারেনঃ "কাঁঠাল পাতা"।
৫- এবার Search বাটনে চাপ দিন।
৬- মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজার কাঁঠাল পাতার সম্ভার এসে হাজির হবে। এবার আপনি আপনার ব্রাউজারের এড্রেস বারের এড্রেসটি Copy করুন।
৭- এবার Copy করা এড্রেসটি নিজের ওয়ালে পেস্ট করে শেয়ার করুন। শেয়ার করার আগে লিখতে পারেনঃ গ্রীন কই? গ্রীন! আজকাল কাঁঠালপাতাও গ্রীন না! নিজে খান, আপনার মতো যারা আছে তাদেরও সাপ্লাই দিন।

ব্যস, হয়ে গেল আপনার কাঁঠালপাতার ব্যবস্থা। এবার তাজা হয়ে উঠে আবার ম্যাঁ ম্যাঁ করে বলতে থাকুনঃ শাহবাগ আওয়ামী লীগের ষড়যন্ত্র, সব ভারতের দালাল, শাহবাগে জয় বাংলা স্লোগান দেয়া হয়- ঐটা আওয়ামী লীগের স্লোগান, শাহবাগে বেলেল্লাপনা চলতেছে, শাহবাগে রেপ হয়, রাজাকারদের বিচার চাই তার আগে পদ্মা সেতু ব্লা ব্লা, শাহবাগে ছেলেরা মেয়ে দেখতে যায় নাইলে টিভিতে চেহারা দেখাইতে যায়, শাহবাগের ভবিষ্যত কী?, শাহবাগে হাসিনার বেয়াইকে কেন ফাঁসি দেয়া হয় না, আগে হাসিনার বেয়াইকে ফাঁসি দিতে হবে, এইটা ইন্ডিয়ার ষড়যন্ত্র, এইটা ইসলাম ধংসের চক্রান্ত, শাহবাগে গ্রীন কই?, ৪০ বছর পর এসব করে লাভ কী?, আমার বাপ মুক্তিযোদ্ধা-জাফর ইকবাল আমার প্রিয় লেখক কিন্তু..., এই বিচার আন্তর্জাতিক মানের হয় নাই, শাহবাগের প্রতিবাদ আন্তর্জাতিক মানের না, শাহবাগে মাত্র হাজার দশেক লোক তাও ছাত্রলীগের, জামাতের সবাই তো রাজাকার না, আওয়ামী লীগ-বিএনপি দুইটাই খারাপ- শিবির ভাল, শাহবাগ ফটোশপে করা ...ব্লা ব্লা। এরপর একই জিনিস ল্যাদান আর খান!


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

উঁহু, মুরাদ টাকলা-রা কিন্তু বাংলায় লিখতে পারে না। তারা লিখবে katal pta বা ওইজাতীয় কিছু।

স্বপ্নহারা এর ছবি

হুম। কষ্ট করে kathal pata লিখতে পারলেও হবে, কিছু পাওয়া যাবে দেঁতো হাসি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

দ্রোহী এর ছবি

স্বপ্নহারা এর ছবি

গ্রীন কই? গ্রীন??

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

মুস্তাফিজ এর ছবি

এইগুলা ভারতীয় পাতা। গ্রীন নাই। গ্রীন নাই।

...........................
Every Picture Tells a Story

স্বপ্নহারা এর ছবি

হ, পাকিস্তানের পাতা বেশি পসন্দ মনে হয়

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

আরেকটা বন্দোবস্থ করা যায় না? খোয়াবের মাধ্যমে কাডল পাতা খাওয়া? খোয়াবে যাতে জেনানা লোগের সাথে সাথে গ্রীন কালারের কাডল পাতাও দর্শিত হয় সেই আমল কি নাই? অবশ্য একটা অসুবিধা এই বন্দোবস্থে আছে, নিদ হইলে তবেই না খোয়াবের প্রশ্ন আসে, শাহবাগের বাঘের বাচ্চারা যে রাতের নিদ হারাম করে দিচ্ছে।

আব্দুল্লাহ এ.এম.

স্বপ্নহারা এর ছবি

অরা তো শয়নে-স্বপনে-নিশি-জাগরণে খায়। কিন্তু কাঁঠাল পাতায় ভাইটামিন এ'এর অভাব। তাই গ্রীন দেখতে পায় না!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

জা-শির বরাহগুলারে ুটু দিয়া কাঁঠাল গাছ ুকায়া দেয়া দরকার ।

স্বপ্নহারা এর ছবি

কাঁঠাল গাছের চেয়ে পুরা পাকিস্তান হইলে ভাল হইতো দেঁতো হাসি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

কাঁঠাল গাছের চেয়ে পুরা পাকিস্তান হইলে ভাল হইতো দেঁতো হাসি

যা কইছেন ওস্তাদ। এক্কেরে দিলের কথা কইছেন। ধইন্যা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাঁঠাল পাতা না পাইলে অন্য যে কোনো পাতারে ফটুশপ মাইরা কাঠাল পাতায়া বানায়া নিলেই পারে

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নহারা এর ছবি

হ, কিন্তু পেইন্টে করা ফটুশপ কি আসল পাতার মত হইবো?

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

কড়িকাঠুরে এর ছবি

না ভাই- সেটা আন্তর্জাতিক মানের হবে না... হাসি

তমসা এর ছবি

আরে চিবাইতে পারলেই হলো, গ্রীন থাকবে কল্পনায়,কানে থাকবে মেশিন সাঈদীর বাণী।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।