রাত্রির শিয়রে ঘুমিয়ে পড়েছে নিথর পৃথিবী

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ৩০/০৫/২০০৮ - ৩:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝরাতে মৃত তারাদের মতো একে একে নিভে যায়
জানালার আলো
চেয়ে দেখি পৃথিবীর ঘুমানোর আয়োজন
পোশাক খসিয়ে শুয়ে পড়ে কোলাহল
রাত্রির কপালে টিপ হয়ে ভেসে থাকে অস্পষ্ট চাঁদ
জীবনের ব্যর্থময় বৃক্ষদের নিচে
তমসা সাজিয়ে বসে পুঁথির বিষাদ।

উড়ন্ত স্মৃতির ধূলো-বালি উড়ে যায়
দুহাতের মুঠি ভরা কোজাগরী রাত
একা একা জেগে থাকে জানালার শিক
মনে মনে ভাবি -
আহা, এই পৃথিবীর জেগে ওঠা কতোটা বিপরীত!

বিছানায় এসে পড়ে আবছা জোছনা
উপলব্ধির পাথর উঠানে ঝরা-পাতা গড়িয়ে যায় -
কান পেতে শব্দ শুনি
কান পেতে রাখি সময়ের প্রত্নময় বুকের ওপর
রাত্রির উজ্জ্বল মুখ ধীরে ধীরে ম্লান হয়ে আসে
খোলা মাঠে পায়চারি করে নির্জনতা একা একা
মোহময় মিথ্যেগুলো ঝরে পড়ে ফুলের মতো
বিছানায় কাত হয়ে পড়ে থাকি
ধীরে ধীরে সব কিছু আরো স্থির হয়ে আসে
আধবোজা চোখে চেয়ে দেখি -
রাত্রির শিয়রে ঘুমিয়ে পড়েছে নিথর পৃথিবী।


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

মন্তব্য নিস্প্রয়োজন। কারণ ইহা কবিতা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

ভালো। তবে কিছুটা এলোমেলো মনে হলো মাঝের কিছু লাইন। জানিনা হয়তো আমার বোঝার ভুল।

কীর্তিনাশা

মুজিব মেহদী এর ছবি

এ তো দেখি বাক্যে বাক্যে কবিতা। ভালো লাগল।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রানা প্রতাপ সিংহ তো দেখি ফাটায়া দিতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পুতুল এর ছবি

"মোহময় মিথ্যেগুলো ঝরে পড়ে ফুলের মতো"

আমাদের সব মিথ্যে যদি সত্যিই এভাবে ঝরে পড়তো!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।