ফেলে আসা দিন

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ০৬/০৮/২০০৮ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

শালিকেরা খড়কুটো ফেলে গেছে উঠানের কোণে
ফুরফুরে বাতাস পাকা খেজুরের ঘ্রাণ নিয়ে
দাপিয়ে বেড়াচ্ছে মাঘের প্রান্তর
গাঁও-গেরামের মা আমার শেয়ালের ভয়ে
হাঁস মুরগীগুলোকে খোঁয়াড়ে ঢোকাচ্ছেন তড়িঘড়ি
আর ঘন কুয়াশার স্তর আরো ঘন হয়ে আসছে সন্ধ্যার নিরবতায়

ফেলে আসা অগণিত ঋতুর দেয়াল ভেদ করে ¯পষ্ট দেখতে পাই
বারান্দার চৌকির ওপর জ্বলে উঠেছে শীতের সন্ধ্যা-বাতি
হারিকেনের ম্লান আলো ঘিরে লাফিয়ে বেড়াচ্ছে
আমুদে ফড়িংরের দল
দেখতে পাই আমাদের পৌনঃপুনিক দিনগুলো এভাবেই
পেরিয়ে যাচেছ বয়সের মাইল ফলক
আর কড়কড়ে ঋতুগুলো স্মৃতির ভাঙা পানসি হয়ে
পড়ে আছে পরিত্যক্ত হাওরের কিনারে।


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
আর কড়কড়ে ঋতুগুলো স্মৃতির ভাঙা পানসি হয়ে
পড়ে আছে পরিত্যক্ত হাওয়ের কিনারে।

_____
দীর্ঘ বিরতির পর...
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কীর্তিনাশা এর ছবি

দীর্ঘ বিরতির পর সুন্দর এক কবিতা। স্বাগতম কবি! আবার কবিতায় কবিতায় ভরে উঠুক আঙিনা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আবু রেজা এর ছবি

ভালো লাগলো। স্মৃতি জাগানিয়া গান।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ! অনেকদিন পর দেখলাম মনে হয় আপনাকে! নিয়মিত লিখুন।

খেকশিয়াল এর ছবি

দারুন লাগলো !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জুলিয়ান ভাই, কীর্তিনাশা, আবু রেজা, অতন্দ্র প্রহরী, খেকশিয়াল সবাইকে অনেক ধন্যবাদ। নির্বাসনে ছিলাম কিছু দিন... আবার চলবে...

আকতার আহমেদ এর ছবি

স্বাগতম কবি !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অনেকদিন পর...
ভালো লাগলো কবিতা...
চলুক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শেখ জলিল(লগ অফ) এর ছবি

দেখতে পাই আমাদের পৌনঃপুনিক দিনগুলো এভাবেই
পেরিয়ে যাচেছ বয়সের মাইল ফলক
আর কড়কড়ে ঋতুগুলো স্মৃতির ভাঙা পানসি হয়ে
পড়ে আছে পরিত্যক্ত হাওয়ের কিনারে।

...মন কেড়ে নিলো এই কথাগুলো।
অনেকদিন পর লিখলেন কবি। ওয়েলকাম ব্যাক!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আকতার ভাই, নজরুল ভাই, জলিল ভাই অনেক ধন্যবাদ। একটু ঝামেলায় ছিলাম। এখন থেকে আশাকরি নিয়মিত লিখবো, অন্তত আবার ঝামেলায় না পরা পর্যন্ত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।