তথাপি এখনই সেই সময়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ২৩/১১/২০১০ - ১১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেই কবিতাটি কি আর লেখা হবে না এই বাংলায়?

এখনো কি সময় হয়নি আমাদের -
আরেক বার পদ্মার গর্ভ-তলদেশ থেকে গর্জে ওঠার?

ভাত-ডাল-মাছের বুভুক্ষু বাঙালির কান্না গিলে খায় নদী ভাঙনের গ্রাস
অবলা নারীর তাতের শাড়ি প্যাঁচ খায় বাদাম গাছের ডালে
অসহ যাতনা সুখের আশ্রয় খুঁজে নেয় শ্রান্ত আকাশের গায়ে
কত কোটি বাঙালী পুরুষ কত কোটি নারী?
কোথায় কিভাবে তারা বেয়ে ওঠে সভ্যতার সিঁড়ি?
নাকি ধাবমান সভ্যতার চাকায় দলিত তাদের হাড়-মাংস
পিষে যায় প্রথম বিশ্বের পায়ের তলায়?
নাকি জাতির কান্ডারী হয়ে ফেরাউন আবার বসেছে মসনদে?
নাকি বাঙালির ঘরে ঘরে এখন বাবা-বাঘ
ক্ষুধার তাড়নায় নিজেরই সন্তান গিলে খায় প্রকাশ্যে?

সময় পাল্টায় বটে -
রক্তের গভীর থেকে ঘাই মারে উপলব্ধির ধবল হাঙর
আকাশ পেয়েছে যারে সেই জানে ঘুড়ির লাটাই
কতটা দূরত্বে গেলে টান মারে নাভীমূলে

অকাল যৌবন স্খলিত হয়েছিলো পলাশীর ভূমিতলে
সোনার শরীর-শব দাফন দিয়েছি মসিলন কাপড়ের কাফন পেচিয়ে
সে কথা ভুলি নি;
পশ্চিম আকাশে ওঠে রক্তাক্ত চাঁদ
পদ্মার জল ফোঁসে মেঘের ভেতর
তবে কি এখনো হয়নি সময় -
যমুনার বালির ভেতর থেকে ভেসে ওঠার, সিরাজের বজরার?
কবে জেগে উঠবে মেহেরপুরের মাটির ভেতর থেকে
সোনার বাঙলার পতাকাধারী মুজিবরের ভূত?

আর কত কাল কৃষিকাজ ভুলে থাকবেন আমাদের রাজা
আর কত কাল পতিত জমিতে রোয়া হবে মৃত কৃষেকর লাশ
আর কত দিন মায়ের চোখের জল মুছে দেবো
বিদেশী সুঁতায় বোনা শাড়ীর আঁচলে?
শিয়রের পাট গাছে ফুটে আছে সোনালি কুসুম
আমাদের মরন-ঘুম কি আর কোনদিন ভাঙবেনা?

এখনো অন্ধকারে শেয়ালের ডাক শুনি, কবরের ভেতরে কাঁপে শব
চারদিকে এখনো রাক্ষস, বাতাসে রক্তের গন্ধ শুঁকে ফেরে

তথাপি এখনই সেই সময় সামনে পা ফেলে ধেয়ে ওঠা শিখার মতো
তথাপি এখনই সেই সময় বজ্রের আঘাত সয়ে বিদ্যুত হবার
তথাপি এখনই সেই সময় বুকের হাপড় থেকে ছিঁড়ে নেই হৃদপিন্ড, ডানকোর মতো
তথাপি এখনই সেই সময় চিতকার করে সেই কবিতাটির জন্ম নেবার - এই বাংলায়।


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

এই দ্রোহকে লাল সেলাম।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জাগুক প্রাণ, উঠুক শিখা লেলিহান প্রাণান্তরে!

মন্তব্যের জন্য ধন্যবাদ রোমেল ভাই!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খাইছে, বিপ্লব দেখি!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

হুম...............এখনো তাই আমরা ঘুমে মৃতপ্রায় হয়ে গেলেও আমাদের ঘুম জাগ্রত তার প্রাণবন্ত স্বপ্নের এরূপ বিপ্লবস্পৃহা নিয়ে আমাদের জেগে উঠার প্রতীক্ষায়......

-অতীত

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।

কীর্তিনাশা এর ছবি

এমন একটা কবিতার আক্ষেপ আসলেই কী ঘুচবে আমাদের জীবদ্দশায় ?

অসাধারণ কবিতার জন্য *****

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ওয়েলকাম ব্যাক, কীর্তিনাশা। চল্, আবার ফাটাই!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।