আমার গাছে ফলছে কাঁঠাল তোমার গোঁফে তেল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ১১/০৫/২০১২ - ১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই রক্ত ক্ষরণের দিনে
বলার শক্তিও রুদ্ধ হয়ে আসে
চোখের দৃষ্টি সবার মতো আমারও ঝাপসা এখন
যখন ষ্পষ্ট ছিলো তখনও
তোমাকে দেখতে শুয়োরের চেয়ে বেশি সুন্দর লাগেনি
তুমি দারুণ বাক ভঙ্গিমায় যখন
বেশ্যাকে মায়ের কাতারে তোলো
কী দারুণ শব্দমালা!
এবং মাকে যখন বেশ্যার কাতারে নামাও?
তোমার দক্ষতা সর্বত্র সমান!
তুমি আমাদের পথের দিশারী
শব্দের আতসবাজিতে জনসভা পুড়িয়ে করো খাক

আমাদের চোখে ঠুলি পরাও
নইলে আমার কিন্তু দেখে ফেলছি
তোমার সকল পকেট ভরা কুকুরের লকলকে জিভ।


মন্তব্য

প্রদীপ্তময় সাহা এর ছবি

শব্দের আতসবাজিতে জনসভা পুড়িয়ে করো খাক

চলুক

আশরাফুল কবীর এর ছবি

>সাধারনভাবে এরকমই হয়ে থাকে।।।।।।দক্ষতা সমান বলে কথা।

>ভাল লেগেছে কবিতা, সুন্দর উত্তম জাঝা! বাঘের বাচ্চা

কীর্তিনাশা এর ছবি

'কার গাছেতে কাঁঠাল, কার গোঁফেতে তেল
কার মাথাটা ন্যাড়া, কার মাথাতে বেল.....'

ইয়ে, গাছে আসলেই কাঁঠাল তো ? নাকি মাকাল ?? খাইছে

মজা করলাম কিছু মনে করবেন না হাসি

আর হ্যা, দারুণ কবিতা ! চালিয়ে যান চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।