অসীমের অন্ধপথে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ১৫/০৬/২০১৩ - ৫:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সময় কখনো এমন অস্থির হয়ে ওঠে
বাতাসের শীষ বাজে
শীষের শব্দেরা ঘুরপাক খায়
দরজা কপাটে বারান্দায়
আমাদের পোড়াঘরে
ছাইকয়লার অন্ধকারে

সময় কখনো এমন মন্থর হয়ে ওঠে
স্তব্ধ পাতালের গহীন নৈশব্দে
থমকে দাঁড়ানো পদধ্বনি
ফিরে ফিরে পেছনে তাকানো
আমাদের প্রশ্নবিদ্ধ মৃত্যুময় পথে
সকলের সাথে একা একা নিঃসঙ্গ যাত্রায়

মরুঝড় সময়ের আঙুল ধরে
হেঁটে যাই অসীমের অন্ধপথে!


মন্তব্য

কাজি মামুন এর ছবি

আসলেই সময় এখন বড্ড অস্থির! আমাদের পোড়াঘরে হায়েনাদের হানা! অন্ধকারের জীবদের চাপা উল্লাস!
মনের ক্ষোভানল ধারণ করতে কবিতার বিকল্প নেই, এ কবিতায়ও প্রমাণিত।

sadatkamal এর ছবি

পোড়া মাটি, আপনার এই লেখাটাও সুন্দর সৃষ্টি।
দারুন।

ইতি,
---(সাদাত কামাল)।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।