অ্যাবসার্ড এইসব ব্লগরিতা

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: মঙ্গল, ২৫/০৫/২০১০ - ৩:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

-: কী চাই?

:- সুখী হ'তে?

-: কী চাই সুখী হ'তে?

:- কী চাও?

-: সুখী হ'তে!

:- আর?

-: আর চাই উত্তর। জবান আর জবাব।

:- কীসের?

-: সুখের। আর আপাতত প্রশ্নের।

:- সুখ এক আপাত অবস্থা মাত্র। প্রকৃত অন্য। না?

-: হুম্?

:- সুখ মানে নিজে নিজে সুখী সুখী ভাবা, বড়জোর কারো সাথে সুখ সুখ খেলা।

-: ভিতরে ছেঁড়া রেখেও তো বাইরে সুদৃশ্য থাকা যায়! যায় না?

:- ব্যক্তিগত রুচি আর পছন্দের ব্যাপার বোধ করি। আর জানি- ছেঁড়া, সে ছেঁড়া-ই। নিজের কাজের দাগ না রেখে চ'লে যায় বলো কোন্ আর সেলাই?

-: তবে? তবু! তবু, দুঃখের অনুভূতি-হীনতাও কি হীনতা না? দীনতা না চরম?

:- কী চাও? ঐশ্বর্য? না সুখ?

-: কতোবার বলবো আর? সুখ। সুখ। সুখ।

:- হুম্! তুমি কী ভাবো? কীভাবে?

-: ঘর? সংসার? হ্যাঁ?

:- হ'তেও পারে হ'লে!

-: ওটা হ'তে কী লাগে? কতো লাগে? নিদেন চারটে দেয়াল। এই তো! না?

:- এই! আর কিচ্ছু না?

-: আর, কী? আয়না চাই? আয়না!

:- বিছানা বললে না! বিছানা নেবে না?

-: সহবাসের আসবাব? নাকি জঙঢাকা আসবাবের কাঠামোর ফাঁক গ'লে রঙমাখা বসবাস?

:- তবে? শুধু কি সহবাস?

-: ওহ্, হ্যাঁ। ঘুম, সঙ্গম, আর ঘুম। আর হ্যাঁ, স্বপ্নেরও শুধু জৈবিক নিরাপদ অংশটুকু, যা শুধু ঘুমেই দেখা যায়।

:- ও আর এমন কী?

-: কিছু না? কিছু না। স্বপ্নদোষের দোষটুকু খালন হয়ে, উৎরে যাওয়া, বেঁচে থাকা বেজে থাকা ঘুমের-স্বপ্নটুকু শুধু। অন্ন গ্রহণ আর অন্য বর্জনের মতোই ‌'স্বাভাবিক' ব'লে অনুমোদিত যেটুকু। আর, নিদানকালে ...

:- নাহ্। শেষের কথা ব'লো না। শুরু করো। শুরু বলো।

-: ওই তো! আর বেশি কী?

:- কিছু না। কিচ্ছু না!

-: তবে, কী?

:- কিছুই না?! ভয় দেখাচ্ছো?

-: নাহ্, পাচ্ছি। ভীষণ!

:- হ্যাঁ?

-: না, চিনি না।

:- জানি না। বললাম তো, বলছি তো, না!

-: জানি না। চিনি না।

:- চিনি না। চাই না!

-: চাই না?! কী?!

:- কিচ্ছু না।

-: নাহ্। চাই না। না!


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমি কি কিসু বুঝসি?
না বুঝি নাই।
নাকি বুঝসি? চিন্তিত

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সাইফুল আকবর খান এর ছবি

আজকে তাইলে আমারে একটু এই থোতা চুলকানি ইমো.টা একটু শিখায়া দ্যান ম্যাডাম, আমিও আজকে এইটাই দিতে চাই খুব।

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অবশ্যি স্যার।
থুতনি চুলকাইবেন এমনে... (*চিন্তিত)
যথারীতি স্টারটা তুইলা দিবেন... হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সাইফুল আকবর খান এর ছবি

এইত্তো! এই না হইলে আর ম্যাডাম?! হাসি

চিন্তিত

না, এইবার চিন্তিত হইনাই, প্র্যাকটিস করছি। হাসি থ্যাংক খান ম্যাডাম।

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

প্রখর-রোদ্দুর এর ছবি

বহুদিন আছি একা একাকী । অজান্তেই অনেক বাস্প জমেছে চোখে আর মনে । কোন আবের ধাক্কায় উল্টে যাবে যখন তখন । গড়াবে ছড়িয়ে পরবে ।
কবিতা দেখলেই নিজের দু'এক লাইন ইচ্ছে ছাড়াই গুন গুন করে আংগুলের ডগায় -
কিন্তু হাত বাধা আমার বাধন সব খানে । এমন কি এই নীড় পাতায় ........

ভালো লেগেছে পড়তে ।

সাইফুল আকবর খান এর ছবি

বাঁধা বাধার কিছু নাই। হাত খোলেন। ব্যাপার না। হাসি ধন্যবাদ- পাঠ এবং মন্তব্যের জন্য।

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নৈষাদ এর ছবি

ঘটনা কী? গত কয়দিনে সচলে অন্ততপক্ষে তিনটা অন্তর্বীক্ষণ সম্পর্কিত লেখা পড়লাম। লেখার কন্টেন্ট এবং সার্বিক পরিস্থিতি বেশ জটিল লাগল। চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

তাইলে ভাই আবহাওয়াটাই বোধ হয় ইরাম যাইতেছে! মন খারাপ

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রক্তকরবী [অতিথি] এর ছবি

আবারো লিখে গেলাম!
সত্যি একটা আকাউন্ট খুলসি আপ্নাগো ব্লগ-এ! হাসি

সাইফুল আকবর খান এর ছবি

হেই! এ আমি কী দেখতেছি, কী শুনতেছি! আমি ভাষাহীন আরো একবার! না, সত্যিই কিচ্ছু বলতে পারবো না আর! অ্যাঁ

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

জুয়েইরিযাহ মউ এর ছবি

সুখ মানে নিজে নিজে সুখী সুখী ভাবা, বড়জোর কারো সাথে সুখ সুখ খেলা।

স্বপ্নদোষের দোষটুকু খালন হয়ে, উৎরে যাওয়া, বেঁচে থাকা বেজে থাকা ঘুমের-স্বপ্নটুকু শুধু। অন্ন গ্রহণ আর অন্য বর্জনের মতোই ‌'স্বাভাবিক' ব'লে অনুমোদিত যেটুকু। আর, নিদানকালে ...

এটুক বেশ ভালোলাগা......
উদ্ধৃত হলনা আরো কিছু কথা যা ভালোলাগার অনুভব এনে দিল নিশ্চয়...
সামগ্রিকভাবে লেখাটুকু ছুঁয়ে গেল, অন্যমনস্ক করলো...
এটুক জানি শুধু...... হাসি

---------------------------------------------
জানতে হলে পথেই এসো,
গৃহী হয়ে কে কবে কী পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

সাইফুল আকবর খান এর ছবি

যাক, আশ্বস্ত হলাম একটু। দেঁতো হাসি
অনেক অনেক ধন্যবাদ মউ। হাসি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।