স্বপ্নেরা তবুও অশেষ

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২২/০৩/২০১২ - ৬:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সহজ প্রেরণা নিয়ে পথে হেঁটে যাই, বসে থাকি।
সবারই প্রেরণা আছে, প্রেরণা বুঝেছে যারা তারা জানে;
প্রেরণার অপর নাম ভালোবাসা, অথবা প্রেম? যেভাবে যে নামেই ডাকোনা
কেন, প্রেরণারা তাড়া করে ফেরে, মহৎ স্বপ্নের জন্ম হয়, স্বপ্নেরা আশৈশব বেঁচে থাকে।
প্রতিটি স্বপ্ন মানে বিবিধ জীবন, জীবন কেবলইমাত্র একটি জীবন, ভালোবাসার তবুও মৃত্যু নেই;
আমি এভাবেই গড়েছি আমার জীবনের সংজ্ঞা।

সংজ্ঞা বলে কিছু নেই, মানুষ কেবলই তর্ক করে অথচ হারেনি কেউ --
সবকিছু নিজস্বতার কাছে বন্দি, সব পাখীর নিজস্ব দরোজা আছে...

উড়ে উড়ে দূরে দূরে চলে যায়, দেখি;
তার ঠিকানা সেই জানেনা, পাখীর এতো ভাবলে চলে নাকি!
পাখীর চোখে আকাশ তবু দৃষ্টিপাতেই কেবল আকাশ,
জল জেনেছে চঞ্চু মানে উৎসমুখে মমত্ববোধ, নীলাম্বরী প্রেম।

কোনদিন জানার কোন শেষ নেই বলে বলে চলে গিয়ে তবুও জীবন্ত যারা
তাদের শুধোতে পারিনা, তুমি বলতো --
প্রেরণারা শুধুমাত্র যদি প্রকৃষ্ট হয়,
স্বপ্ন দেখে যেতে আমাদের এতোটা ক্লান্তি আসে কেন!

---------------------------------------------------------------------------------------------------------

উৎসর্গ:
মোঃ দেলোয়ার হোসেন, দেলোয়ার ভাই...

http://www.youtube.com/watch?v=4eVOHumXC0Q


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

কুমার এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

cresida  এর ছবি

আপনার প্রথম লাইনের "হেটে যাই" টুকু আমি বাদ দিয়ে পড়েছি। সহজ প্রেরনা নিয়ে বসে আছি আমাক অনুপ্রানিত করে। মনে হয় কোন বন্ধুর পাশে বসে আছি, আমাদের সেই বসে থাকার মাঝে জীবনের মানে খোঁজার লক্ষ্যহীন প্রচেষ্টা মাত্র।

ভালো থাকবেন।

cresida

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

cresida  এর ছবি

p.s- পাঠক হিসেবে ওটুকু বাদ দিয়ে পড়ার অধিকার আমার আছে বলে বিশ্বাস করি।

cresida

তানিম এহসান এর ছবি

ষোল-আনা আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা।

প্রখর-রোদ্দুর এর ছবি

স্বপ্নরা চিরকাল পেচনে আলো আর সামনে দুপা এগিয়ে থাকা ছায়াটির মতো। জাগরনে যার নাম আশা আর ঘুমের ঘোরে যাকে বলি স্বপ্ন। জীবনের কায়াটিকে মায়ার হাতছানিতে বেধে চমৎকার ছুটিয়ে চলে .... যতদিন চলা ততদিন জীবন আর তার দুই পা সামনেই স্বপ্নের বসবাস

মচৎকার = চমৎকার

তানিম এহসান এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ প্রখর রোদ্দুর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।