আহুত বাতাসের মত জাগ্রত শহীদেরা তাই

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ১৬/০৯/২০১৩ - ৫:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

যে শহীদ তুমি স্থিত, যে শহীদ তুমি সংহত,
যে শহীদ তুমি মুক্তির মিছিলে আজও প্রেরণা-
এত জল তবু গাঙেয়, এ পাললিক তুমি শ্রয়,
হে শহীদ তুমি আপামর আলোয় আলোর দ্যোতনা --
এসো কাঙ্ক্ষিত, এসো অবারিত, এসো আগুন এসো প্রাণ পললে...

ও মাটি’র শুধু মূর্ছনা, যত ত্যাগ তত বন্দনা,
ও মাটি তুমি জননী জন্মভূমি এতো আকুলতা-
যে আঁচল ধরে ধমনী, যে মাতা শুধু গরবিনী
যে সবুজ ধরে এতো অহং এতদূর বারতা --
আমি তার গান কান পেতে শুনি
আমি আর আরও প্রতিধ্বনি
ডাকে আর বলে- ভাঙো, ভেঙে ফেল
জাগো পাল তোল, এসো এই তোমার আঁচলে আঁচলে
যত ভোর যত মঙ্গলে, আঁধারের যত শৃঙ্খলে
এসো আগুন হয়ে যাই জ্বলে, জ্বলে জ্বলে...

......................................................

উৎসর্গ: শৈশবের প্রথম মহানায়ক শহীদ তাজউদ্দীন আহমেদ। একজন গভীর মানুষ, আপনাকে যত জানি ততবার ইতিহাস দীর্ঘশ্বাস ফেলে!


মন্তব্য

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

তিথীডোর এর ছবি

ইয়ে, 'এ পাললিক তুমি শ্রয়'-- লাইনটার মানে কী?

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানিম এহসান এর ছবি

শ্রয় মানে আশ্রয়; এ পাললিক ভূমি আদিগন্ত আশ্রয় এই বোঝাতে চেয়েছি। ধন্যবাদ হাসি

শ্রয় নামে এক শিশু আছে খুব দুষ্টু।

অতিথি লেখক এর ছবি

চলুক

গান্ধর্বী

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

স্যাম এর ছবি

যত ভোর যত মঙ্গলে, আঁধারের যত শৃঙ্খলে
এসো আগুন হয়ে যাই জ্বলে, জ্বলে জ্বলে...

চলুক হাততালি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

অতিথি লেখক এর ছবি

সুন্দর কবিতা,ভালো লেগেছে।
-রিয়াজ

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শ্রদ্ধা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তানিম এহসান এর ছবি

শ্রদ্ধা

অতিথি লেখক এর ছবি

এসো আগুন হয়ে যাই জ্বলে জ্বলে

চলুক

মাসুদ সজীব

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ মাসুদ সজীব হাসি

শাহীন হাসান এর ছবি

যত ভোর যত মঙ্গলে, আঁধারের যত শৃঙ্খলে
এসো আগুন হয়ে যাই জ্বলে, জ্বলে জ্বলে...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ শাহীন ভাই, নতুন কবিতা কই?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।