সূর্য

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: শুক্র, ২২/০৩/২০১৩ - ৯:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি স্বদেশকে নিয়ে লিখতে বসেছিলাম
কঠিন পোড়ামাটি তখন আমার রন্ধ্রে রন্ধ্রে
তখন আমাদের ওলাওঠা দিন চলছিল
অতৃপ্ত ছায়াপথের জৌলুশে

আমি স্বদেশকে নিয়ে লিখতে বসেছিলাম
জন্ম-মৃত্যুর হিসেব থেকে দূরে একটা বিদ্যালয়ে
তখন আমাদের রাজদণ্ডের অকালবোধন চলছিল
নব্য যৌবনের ডালপালা দেবীর হাতে-পায়ে

আমি স্বদেশকে নিয়ে লিখতে বসেছিলাম
জল্লাদের হাড়ি মুখে নিমতলার ভিড়ে
তখন আমাদের কোয়ান্টাম পদ্ধতিতে হৃৎস্পন্দন
জেগে জেগে হামাগুড়ি দিচ্ছিল চট্টগ্রামের পাহাড়ে

আমি স্বদেশকে নিয়ে লিখতে বসেছিলাম
গাঙচিলের ডাক শুনে বুলেটের আকুতিতে
তখন এক স্কুল মাস্টার চিৎকার করছিল
ফাঁসির দড়িতে লজ্জায় ঝুলছিল ভিক্টোরিয়ান উন্মাদেরা

০৭.১০.১২


মন্তব্য

রাসিক রেজা নাহিয়েন এর ছবি

মাস্টারদা সূর্যসেনের জন্মবার্ষিকীর এক অনন্য শ্রেষ্ঠার্ঘ্য। কবির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

নাহিয়েন

রাসিক রেজা নাহিয়েন এর ছবি

মাস্টারদা সূর্যসেনের জন্মবার্ষিকীর এক অনন্য শ্রেষ্ঠার্ঘ্য। কবিকে অভিনন্দন।

রাসিক রেজা নাহিয়েন এর ছবি

মাস্টারদা সূর্যসেনের জন্মবার্ষিকীর এক অনন্য শ্রেষ্ঠার্ঘ্য। কবিকে অভিনন্দন।

নাহিয়েন

অমি_বন্যা এর ছবি

চলুক । দারুন

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভাল লেগেছে তাপস ভাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিতা ছাড়া কবিকে মানায় না।

ফাঁসির দড়িতে লজ্জায় ঝুলছিল ভিক্টোরিয়ান উন্মাদেরা

এখানে 'ভিক্টোরিয়ান উন্মাদ' কারা সেটা বুঝতে পারিনি। তারা লজ্জায় ফাঁসির দড়িতে ঝুলছিল কেন সেটাও বুঝতে পারিনি। আরো বুঝতে পারিনি কোয়ান্টাম পদ্ধতিটি কী।

নেতাজী আর তার আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আকাশ ফাটানোদের মুখে আশ্চর্যজনকভাবে মাস্টারদা আর তার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি'র নাম প্রায় শোনাই যায় না। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশের একটা অংশকে প্রথম বারের মতো তিন দিনের জন্য ব্রিটিশ শাসন মুক্ত রেখে ভারতের পতাকা উড্ডীন রাখতে পারলে বা সে জন্য ফাঁসির দড়িতে নিজের জীবন দিলেও কোন মরণোত্তর সম্মান জোটে না। কি জানি কংগ্রেস-মুসলিম লীগের তকমা গায়ে না লাগলে বুঝি স্বাধীনতা সংগ্রামী হওয়া যায় না!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তাপস শর্মা এর ছবি

বিভিন্ন অসুবিধার কারণে দেরিতে উত্তর দেয়ার জন্যে প্রথমে দুঃখিত পান্ডবদা

এখানে ভিক্টোরিয়ান উন্মাদ এবং তাদের ফাঁসির দড়িতে ঝুলানোর প্রসঙ্গটা উভয়ার্থে ব্যবহৃত হয়েছে। উপনিবেশিক গ্রাসের লজ্জাটা শাসককে দিয়ে উল্টো অর্থে প্রকাশ, এখানে শাসককে ফাঁসিতে ঝুলানোর ইঙ্গিত দেয়া হয়েছে। এবং লজ্জাটাকে বিশেষণ হিসেবে ব্যাবহার করা হয়েছে। মূলত ভিক্টোরিয়ান উন্মাদ বলতে এখানে ইংরেজ শাসনের হোতাদের কথা বলা হয়েছে

দ্বিতীয়ত, কোয়ান্টাম পদ্ধতিটা নিয়ে একটু দ্বিধা নিয়েই উত্তর করছি। আসলে এই শব্দচয়নটা কতটা সঠিক হয়েছে জানিনা। তবে এই কোয়ান্টাম পদ্ধতি বলতে আমি মূলত সেই কোয়ান্টাম থিওরিকেই বুঝিয়েছি। সম্পূর্ণ লাইনটা যদি দেখেন তাহলে সেই লাইনটা শেষ হয়েছে এইভাবে -- তখন আমাদের কোয়ান্টাম পদ্ধতিতে হৃৎস্পন্দন /
জেগে জেগে হামাগুড়ি দিচ্ছিল চট্টগ্রামের পাহাড়ে... অর্থাৎ হৃৎস্পন্দনটাকে কোয়ান্টাম পদ্ধতির অনুরণন হিসেবে বলতে চেষ্টা করেছি, অর্থাৎ উপমার আদলে বলতে চেয়েছি। কোয়ান্টাম থিওরি যেমন ডায়নামিক এবং মেকানিক্যাল এই দুই দিক নিয়ে নির্ণয়াত্মক আলোচনা উত্থাপিত করে, ঠিক তেমনি ঐ হৃৎস্পন্দন-এর মধ্যে যেন সেই পদ্ধতির সোপান ঝুলে আছে - এমনটাই বলতে চেয়েছিলাম

০২

স্বাধীন ভারত সূর্য সেনকে কোনদিনও ঠিক সেই মর্যাদা দেয় নি। এমনকি তাঁর গৌরব গাঁথাকেই সেইভাবে তুলে ধরেনি। ভগত সিং ত্রয়ীর ফাঁসির দিনটাকেও 'শহিদ দিবস' হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় অথচ মাস্টারদা অবদান অবহেলিত। আপনিই ঠিক 'গ্রেস-মুসলিম লীগের তকমা গায়ে না লাগলে বুঝি স্বাধীনতা সংগ্রামী হওয়া যায় না!' এটাই ঘোর বাস্তব। এটাই স্বাধীনতার সস্তা রাজনীতি

তাপস শর্মা এর ছবি

পড়ার জন্যে এবং মন্তব্যের জন্যে সব্বাইকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই

শাব্দিক এর ছবি

গাঙচিলের ডাক শুনে বুলেটের আকুতিতে
তখন এক স্কুল মাস্টার চিৎকার করছিল
ফাঁসির দড়িতে লজ্জায় ঝুলছিল ভিক্টোরিয়ান উন্মাদেরা

চলুক গুল্লি

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ পঙতিমালা।

'সিরাজুল লিটন'

অতিথি লেখক এর ছবি

অতৃপ্ত ছায়াপথের জৌলুশে -

অনেক ভালো লেগেছে লেখাটি। ৪টি স্ট্যানজাই দারুন হয়েছে, স্টার্টিংয়ে যে ছায়াপথের জৌলুস ছড়িয়েছেন তা শেষ পর্যন্ত শেষ লাইনপর্যন্ত বজায় থেকেছে,দারুন, ভাল থাকুন।

শামীমা রিমা এর ছবি

আমি স্বদেশকে নিয়ে লিখতে বসেছিলাম
গাঙচিলের ডাক শুনে বুলেটের আকুতিতে

অতিথি লেখক এর ছবি

চলুক
মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।