কিছু না, সত্যিই কিছু না

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৩/১২/২০১২ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডাক্তারের চেম্বার থেকে ফিরে চেয়ারে বসে আছি। ভাবছি কি করা যায়। না, ওষুধ তো খাচ্ছি, খেয়েই যাচ্ছি। নিজেকে 'চলতি ফিরতি মেডিসিন শপ' বলতে হয় এখন। আসলে অনেক কিছু ঘিরে ধরেছে যেন মনে হয়। আবার কখনো কখনো মনে হয় কই কিচ্ছু না তো, সব ওকে আছে বস। দু'টানায় জীবনছন্দ। একহাতে স্রেফ থেকে যায় অযাচিত বিস্ময় অন্যহাতে লটকে থাকে ঘুনে ধরা ফেরারি একাকীত্ব

আজ বারো বারো বারো। কিছু একটা তারিখ নয়, আবার ধ্বংসের একটা সুদীর্ঘ বিজ্ঞাপনের ইতি হতে চলেছে একটু পরেই। তাই চিৎকার দিয়ে বলাই যায় - হে ঈশ্বর আপনার কেহের নামল না কেনু? কেনু? কেনু? এনিওয়ে, ওটা করার ইচ্ছে আপাতত ছিল না। তাই সন্ধ্যের পর পুরোনো কয়েকটা ছবি নিয়ে বসলাম। ভাবলাম একটু পোস্ট প্রোডাকশান করা যেতেই পারে। শুরু করেই মাঝপথে আটকে গেলাম। ভালো লাগছিল না, ধুরছাই কি ছাতার মাথা ছবি এগুলি? নিজের কাছেই বিষের মতো লাগছিল। সব ফেলে-টেলে দিয়ে আবিজাবি গান শুনতে শুরু করলাম। ব্রায়ান এডামস-সুমন-অঞ্জন-নচিকেতাঃ পুরো জগাখিচুড়ি। গান শুনতে শুনতে মনে হচ্ছিল - এইবার গান ভালো লাগছে না। তো কি করা যায়? ফোন ? হে হে হে, করাই যায়। বিশেষ যায়গায় নাম্বার ডায়াল করে বার দুয়েক ''আপনি যাকে কল করছেন উনি এখন ফোন তুলছেন না, দয়া করে একটু পরে চেষ্টা করেন'' - শোনার পর মনে হল - লাইফ (চরম উদাসীয়) সাক্স। এরপর ছবি নিয়ে আবার কেওয়াজ শুরু হয়ে যায়

নিউজ চ্যানেলের দিকে একটু চোখ ফেরাতেই আবিজাবি। ধুর ছাই। খেয়ে নেওয়াটাই ভালো। কিন্তু একটা মোচড় দেয় - রবি শঙ্কর নেই। আমি আবারও ছবি গুছাই। মনে হয় এক জীবনানন্দ দাশ আমার মৃতদেহের নোটিশবোর্ডে ঝুলে আছে। পরিসংখ্যানে জীবনের ক্ষয়ক্ষতি মাপতে মাপতে হারিয়ে গেছে শৈশব, কৈশোর, এখন বিকাচ্ছে স্বপ্নের যৌবন। এক পা আছে আমাদের অতীতে আর আরেক পা অগ্রসর ভবিষ্যতে - তাই বর্তমানের হালখাতায় মুতে মুতে ভাসিয়ে দিচ্ছি। 'শুধু বিষ শুধু বিষ দাও, অমৃত চাই না...'

শেষ অবধি যা দাঁড়াল তা ফ্লিকারে দিতে দিতে ভাবলাম - আসলেই কি করেছি? ইয়ের ইয়ে বলে সব ডিলিট মারতে ইচ্ছে হল। আবার মায়া হল; ধুর শালা অনেক কথা জমে গেছে। কিছু ছেড়ে দেওয়াটাই ভালো

০২

IMG_river_06
তাকিয়ে থাকি দূরে, অনেক দূরে | flickr

IMG_forest_07
উন্মুক্ত প্রত্যয়, বিষণ্ণ জিজ্ঞাসা | flickr

IMG_river_05
বয়ে চলে জীবন, চোরা স্রোত | flickr

IMG_river_03
ব্যস্ততা | flickr

IMG_river_04
হেইয়া রে হেইয়া হো, হে আহা | flickr

IMG_river_02
বিশ্রাম | flickr

IMG_river_08
দুরন্ত | flickr

IMG_river_01
নীরবতা জেগে আছে উষ্ণ আলোকে | flickr

১২.১২.১২


মন্তব্য

মাজহার এর ছবি

ইয়ের ইয়ে তো বড্ড ভালো হয়েছে

তাপস শর্মা এর ছবি

আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ হাসি

তারেক অণু এর ছবি

দুরন্ত ছবিটার ভঙ্গী বেশ, যদিও রঙের ব্যাপারে একটু খুতখুতি আছে।

তাপস শর্মা এর ছবি

বটে, বটে হাসি

যুমার এর ছবি

চলুক

তাপস শর্মা এর ছবি

থ্যাঙ্কস

প্রৌঢ় ভাবনা এর ছবি

আরে আপনি বলেন কী ! এত্ত এত্ত সুন্দর ছবি। কতদিন প্রকৃতি দেখিনা। আপনার ছবিতে তাও.......... চলুক

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ কবীর দাদা...

বেরিয়ে পড়েন না সময় করে একটু হাসি

শাব্দিক এর ছবি

যাক বাংলা টা ঠিক হওয়াতে কমেন্টাতে পারলাম অন্তত। দ্বিতীয় ছবিটা ভীষণ টানছে। বাকিগুলোও সুন্দর।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

তাপস শর্মা এর ছবি

হ। স্যার

কিন্তু আপনে এত কিপ্টা ক্যান? কবে শেষ লিখেছেন খেয়াল আছে ?

অমি_বন্যা এর ছবি

ছবি গুলো দারুণ দাদা

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ হাসি

সুমিমা ইয়াসমিন এর ছবি

দ্বিতীয় ছবির ঘরটা এতো ভালো লাগলো!

তাপস শর্মা এর ছবি

চলে আয়, নিয়ে যাবো ওখানে হাসি

অতিথি লেখক এর ছবি

#দারুন লিখেছেন প্রিয় তাপসদা, সাথে ছবিগুলো বাড়তি ঔজ্জল্য দান করেছে। শুভেচ্ছা আপনাকে।

#ভাল থাকুন উত্তম জাঝা!

আশরাফুল কবীর

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ

রংতুলি এর ছবি

কিছু ছেড়ে দেওয়াটাই ভাল... ছবিগুলো বেশ লাগলো কিন্তু... হাসি

তাপস শর্মা এর ছবি

হুম, তাই মনে হয় কখনো কখনো

ধন্যবাদ হাসি

স্যাম এর ছবি

চলুক চলুক

তাপস শর্মা এর ছবি

থ্যাঙ্কস স্যাম ম্যান হাসি

জহিরুল ইসলাম নাদিম এর ছবি

ক্যামেরা বাবাজী তো ঠিকই আছে কিন্তু দাদার কী হলো? ডাক্তারের চেম্বারে কেন?

তাপস শর্মা এর ছবি

কতদিন পর আপনার দর্শন পেলাম হাসি

আমার আর কি হবে। আজ ভালো তো কাল খারাপ। চলেই যায়...

ধুসর জলছবি এর ছবি

বরাবরের মতই দারুণ সব ছবি। কিন্তু ডাক্তারের কাছে কেন?

তাপস শর্মা এর ছবি

শরীর বাবাজি আমার দুই দিন পর পর ক্যাও ম্যাও করতেই থাকে ইদানিং। অতঃপর..

থেঙ্কু হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।