যবনিকাপাত

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: বিষ্যুদ, ২০/০৩/২০০৮ - ১১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি বোধহয় মানসিক বিকৃতির একটা পর্যায়ে আটকে আছি... নিজেকে খুঁচিয়ে খুঁচিয়ে এক ধরণের ব্যর্থ আনন্দের খোঁজ নেবার চেষ্টা। এমনিতে আমি ঠান্ডা মাথায় উত্তেজনা চাপা দিয়ে ঘুরি, কেউ বুঝতেও পারে না কী অসম্ভব বিতৃষ্ণা নিয়ে আমার চারপাশ দেখি আমি। কারো সাথে মিশছিও না আপাততঃ.. পালানোর সব আয়োজন সম্পূর্ন করে যখন কিছু লিখতে বসি আর লুকোতে পারি না কিছুই... পুরনো শব্দগুচ্ছেরা প্রবল বিক্রমে ফিরে আসে আর সেই আনন্দযজ্ঞে আমি পুড়ি প্রতিরাতে... আপন মৃত্যুর শ্লোক লিখি। বিশ্বাসঘাতক কীবোর্ড, অনেক অনেক ঘৃণা করি তোমাকে...

_________

অন্ধকারের নির্লিপ্ত শরীর বেয়ে অশ্রুত নেমে আসে সমস্ত কোলাহল, লৌকিকতার অশালীন আলিঙ্গন ছুঁড়ে। আজ এই সময়, যখন অনেক দূরের চাঁদ সূর্যের মত দিগ-দিগন্তর ছাপিয়ে যাওয়া আলো নিয়ে নির্বিষ ক্রোধে নিজেই কেঁদে কেঁদে ফুরিয়ে যায়, যা কিছু বিশাল কিংবা ক্ষুদ্র, কী এক ভীষণ দূর্লভ মুহূর্তে হারিয়ে যেতে থাকে- সেই সময়ে ঘড়ির কাঁটায় মাঝরাত্তির কিংবা মধ্যদুপুর, ক্রমশ অর্থহীন হয়ে যেতে থাকা লোভী স্মৃতি কিংবা বস্তুসমূহ যখন নিরাকার পেতে থাকে- ঠিক তখন, আপাদমস্তক আমাকে, হাত-পা-মাথা-ধড় বিহীন আমাকে, তীক্ষ্ণ ধারালো ছোরার নিচে শুইয়ে দিলাম। বের হয়ে যাক সমস্ত প্রবাহী তরল, চামড়ার আস্তরণ চিরে... ফোঁটায় ফোঁটায় ঝরে যাক, পেয়ালা উপচে পড়ুক জীবন-নীল-বিষে।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

আরে কি হইছে? কামান ম্যান। ফ্রিডম ফ্রিডম...

তারেক এর ছবি

'অফবিট' -এ জয়া আহসান রে যা লাগছিলো না !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

কেন এই নিসঙ্গতা,কেন এই মৌনতা?

-নিরিবিলি

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

আপনে মিয়া মাইনষেরে একটু ভাব ও লইতে দিবেন না? কই একটু কইবেন, বাজান কাইন্দোনা, কাইন্দোনা সেইটা না উল্টা দিলেন তো আমার ভাবের টিউব ফুটা কইরা... খেলুম না! মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- আমিতো ঐরমের লেখায় উপস্থিতি জানান দেইনা বস। দেঁতো হাসি

এই যেমন ধরেন নিঝুমের লেখাটা! হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এইসব ঝাইরা ফালান।
বি পজিটিভ ইয়ার...

........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

maveric এর ছবি

মন খারাপ করিসনা।

তারেক এর ছবি

তুমান? :-/
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

সত্যি? নাকি এটাও ভুয়া? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

তারেক এর ছবি

না না! এইটা সত্যি ।
ভাল বিপদে পড়া গেল, একবার সত্য কথা বলাতে এখন দেখি খালি সন্দেহ করেন ইয়ে, মানে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কমেন্টের আলোচনা দেখি ব্যাপক এবং গভীর ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।