আমাদের মির্জা গালিব

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: রবি, ২৭/০৪/২০০৮ - ১২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পিচ্চিকালের ঘটনা। ক্লাস নাইনের শেষদিকে তখন আমরা। স্কুল ছুটির পর একটা কোচিং সেন্টারে পড়তে যাই বন্ধুরা মিলে। সেখানে আমাদের ক্যামেস্ট্রি পড়াতেন কামরুল ভাই। একদিন তিনি ধাতু নিষ্কাশন পড়াচ্ছেন। কথা প্রসঙ্গে বলছিলেন যে, স্বর্ণ-কে অভিজাত ধাতু বলা হয় কারণ এটি বেশ নিষ্ক্রিয়। অন্য ধাতুর সাথে বিক্রিয়া করে না বললেই চলে। আর সেকারণেই খনি থেকে নিষ্কাশনে খুব বেশি খরচ পড়ে না, মোটামুটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়...ইত্যাদি।

আমাদের সাথে একটা ছেলে পড়ত- গালিব নাম। তার মাথায় বিচিত্র সব প্রশ্ন জাগতো বিচিত্র সব সময়ে। এবং খুব কনফিডেন্টলি সে সেই সব প্রশ্ন উগড়ে দিত যখন তখন। উদাহরণ দেই একটা- একবার ফিজিক্স ক্লাসে নিউটনের সূত্র পড়ানোর সময় আমাদের টিউটর আশরাফ ভাইকে সে খুব সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করল, "আচ্ছা ভাইয়া! পৃথিবী তো গোল থালার মত চ্যাপ্টা, তাই না? ধরেন, আমি যদি হাঁটতে হাঁটতে একসময় সেই থালার এক মাথায় চলে যাই আর তারপর যদি সেইখান থেকে লাফ দেই তাইলে কী হবে?লাফ দিলে তো আর নিচে মাটি থাকবে না, মাধ্যাকর্ষণও নাই। আমি কি তখন উপরে উঠে যাব নাকি নিচে পড়ে যাবো?"
থালার মত চ্যাপ্টা পৃথিবীর কনসেপ্ট না হয় মেনেই নিলেন! তবু এই উপরে নাকি নিচে যাবেন সেই প্রশ্নের মীমাংসা কীভাবে করবেন? এই গালিবকে আশরাফ ভাই আদর করে ডাকতেন "গা" বলে। "গা" দিয়ে নাকি গাধা হয় আবার গালিব ও হয়।

তো সেই ক্যামেস্ট্রি ক্লাসে গালিব মিয়ার মনোযোগ ছিল না বা সে কিছু একটা করছিলো দেখে কামরুল ভাই পড়ানো থামিয়ে ওর কাছে জানতে চাইলেন স্বর্ণ নিষ্কাশনে সুবিধা অসুবিধা সম্পর্কে।

গালিব ব্যাটা তো কখনো বিব্রত হয় না, ধরা খেয়ে এবারো হলো না। বরং সময় নিয়ে বেশ ভেবেচিন্তে গম্ভীর মুখে জবাব দিল, "স্বর্ণ তো দোকানেই পাওয়া যায়, নিষ্কাশনের কী দরকার?"


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

এত কম লিখলেন ক্যান? আর কাহিনী কই?

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তারেক এর ছবি

আপনে কইলেন, আর কাহিনী কই? আমি কইলাম আর নাই। তার মানে কি? তার মানে এইটা একটা সার্থক ছোটগল্প হইছে! গড়াগড়ি দিয়া হাসি

( টেলিটকের এই লাইনের জন্য দুইটা মুরগী সদকা দিতে হবে। পেইজ ওপেন হইতে ৫মিনিট লাগে। রিফ্রেশ মারলে বাত্তি লাগাইয়া সার্ভার খোঁজা শুরু করে মন খারাপ )
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রায়হান আবীর এর ছবি

টেলিটক ব্যাবহার শুরু করছেন...গতমাসে আমরা টেলিটকের সাথে দীর্ঘ ১০ মাসের সম্পর্ক ছিন্ন করছি...এখন আছি গ্রামীন নিয়া...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

রায়হান আবীর এর ছবি

লেখা ভালো হইছে, এইটা বইলা আপনারে আর ছোট না করি...তয় এই সব অনু-পরমানু বাদ দিয়া বড় বড় লেখা ছাড়েন...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

তারেক এর ছবি

ক্যাম্নে লিখুম? আমি শ্বাসকষ্টের রোগী। দম কম মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- গালিব হালায় তো ঠিকই কইছে। যেই জিনিষ কামার বাড়িতে পাওন যায় সেইটা নিয়া সুবিধা অসুবিধার গবেষণার হ্যাপা করার কী দর্কার?
_________________________________
<সযতনে বেখেয়াল>

তারেক এর ছবি

গালিব ও আপনার শালা হইয়া গেলো? আপনে তো পুরা স্যাটেলাইট গুরু দেঁতো হাসি
হ। ওই ব্যাটা ঠিকৈ কইছিল। এইটা আমরা তখন ধরতে পারি নাই এখন বুঝি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

বেশি জোস হইছে লেখাটা হো হো হো
গালিব সাহেব এখন কোথায় আছেন? মহাকর্ষের টান উপেক্ষা করে আবার উপরে উঠে যাননি তো? চোখ টিপি

তারেক এর ছবি

না বোধহয়। ঢাকাতেই আছে। যোগাযোগ নেই অনেকদিন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

আপনে কইলেন, আর কাহিনী কই? আমি কইলাম আর নাই।

এইটারে গল্পাণু বইলা চালাই দিতে পারেন হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ

তারেক এর ছবি

এইটার মানে বুঝাইয়া দ্যান কইলাম... পড়তেই তো পারতেছি না মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

শিমুল বুদ্ধিজীবি হয়্যা গেছে।

ঞ ক্ষ দিয়া কমেন্টায়।

তারেক লিখছো ভালো। মজা হইছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা এক রকম ইতিহাস ঐতিহ্য ধারণের চেষ্টা।

এক সময়কার অতি জনপ্রিয় 'ঞঁ' কমেন্ট ইদানিং কেউ ব্যবহার করেন না। তাই আমি এই ধারা বজায় রেখে কমেন্ট করার চেষ্টা করছি।

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ ! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনাকে ধন্যবাদ, বিপ্লব ভাই। বিলুপ্তপ্রায় কমেন্টের ব্যবহার ফিরিয়ে আনার সংগ্রামে আপনার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বিপ্লব রহমান এর ছবি

উহু... আ.সা. শিমুল, এই সংগ্রামে আপনি হচ্ছেন ইমাম (পথপ্রদর্শক, দি গাউড)। আমি আপনার পদঙ্ক অনুসরণ করছি মাত্র। তাই তাবৎ ধন্যবাদ ও অভিনন্দন আপনারই প্রাপ্য।

তবে 'ঞঁ 'র জন্য সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। এবারের সংগ্রাম ' ঞঁ ' প্রচলনের সংগ্রাম।...

আমাদের পরবর্তী সংগ্রাম হবে 'ঞঁ ' র জন্য সচলে একটি নতুন ইমোশন যোগ করার সংগ্রাম! খাইছে


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাহলে, ইতিহাসে ফিরে তাকাই।

ঞ এর সর্বাধিক ব্যবহারকারী (সম্ভবতঃ প্রচলনকারীও) - বদ্দা সুমন চৌধুরী
কপিপেস্ট ঞঁ ঃ অরূপ
আরেকজন - গোপাল ভাঁড়, এখন দেখি না।

তারেক এর ছবি

প্রশ্ন ১. ষ্ণ! এর প্রচলক কে?
ক. বদ্দা
খ. হাসান মোরশেদ
গ. উপরের কেউ না।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নজমুল আলবাব এর ছবি

দেশটা যাচ্ছে ভরে
বুদ্ধিজীবিতে
খুঁজে শিমুলে
কোরাস তুলে
বিপ্লবে

ভুল সময়ের মর্মাহত বাউল

তারেক এর ছবি

দেশ ক্যম্নে ভরলো? শিমুল ভাই তো দেশেই নাই... সব দোষ বিপ্লব ভাইয়ের চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

হুমম।...যত দোষ, অঞ্জু ঘোষ! মন খারাপ
---
আরে মন্তব্যর ঘর দেখি সরু হতে হতে সংবাদপত্রের কলামের আকৃতি নিচ্ছে! কেম্নে কী? চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তারেক এর ছবি

ছি ছি! আপনি অঞ্জু ঘোষ হতে যাবেন কেন? আপনি তো আমাদের প্রিয় বিপ্লবদা। দেঁতো হাসি

কিন্তু আপনার মাথায় অঞ্জু ঘোষ আসলো কেনো? নন্দ ঘোষ কী দোষ করলো? চোখ টিপি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কনফুসিয়াস এর ছবি

ঞঁ!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারেক এর ছবি

ইয়ে, মানে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।