শঙ্খ ঘোষের কবিতা - হাতেমতাই

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ১৯/১২/২০০৮ - ৭:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা আন্তর্জাতিক বইমেলায় গিয়েছিলাম পরশুদিন। পত্রিকায় দে'জ পাবলিশিং হাউজ এসেছে এরকম নিউজ পড়ে ভেবেছিলাম ওদের কিছু বই সস্তায় কেনা যাবে। তাই মেলায় গিয়ে যখন টের পেলাম ওরা আসেনি মনটাই খারাপ হয়ে গেল। নিউজ করবার আগে তো আরেকটু কনফার্মড হয়ে নেওয়া উচিত, তাই না?
যাই হোক ঘোরাঘুরি করে শেষমেষ দুটো বই কিনলাম। তার একটা শঙ্খ ঘোষের লেখা "কবিতার মুহূর্ত।" শঙ্খ ঘোষ আমার প্রিয় কবি ও লেখকদের একজন। বইটাতে তার বেশকিছু কবিতার সূচনাপট নিয়ে চমৎকার ছোট্ট ছোট্ট গল্পের মত কথাবার্তা আর তার সঙ্গে সংশ্লিষ্ট কবিতা জুড়ে দেওয়া। আমি আগ্রহভরে পড়ছি, বইয়ের পাতা উলটে যাচ্ছে একের পর এক। মাঝে একটা লেখাশেষের কবিতাটা পড়ার পর থেকে কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে... কবিতাটা খুব প্রাসঙ্গিক ও বটে। তাই এখানে তুলে দিলাম সচলবাসীর জন্য।


হাতের কাছে ছিল হাতেমতাই
চূড়োয় বসিয়েছি তাকে
দুহাত জোড় করে বলেছি 'প্রভু
দিয়েছি খত দেখো নাকে।
এবার যদি চাও গলাও দেব
দেখি না বরাতে যা থাকে -
আমার বাঁচামরা তোমারই হাতে
স্মরণে রেখো বান্দাকে!'

ডুমুরপাতা আজও কোমরে ঝোলে
লজ্জা বাকি আছে কিছু
এটাই লজ্জার। এখনও মজ্জার
ভিতরে এত আগুপিছু!
এবার সব খুলে চরণমূলে
ঝাঁপাব ডাঁই করা পাঁকে
এবং মিলে যাব যেমন সহজেই
চৈত্র মেশে বৈশাখে।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ডুমুরপাতা আজও কোমরে ঝোলে
লজ্জা বাকি আছে কিছু
এটাই লজ্জার। এখনও মজ্জার
ভিতরে এত আগুপিছু!
কী দুর্দান্ত প্রকাশভঙ্গি! আপনার বদৌলতে দারুন কবিতাটা পড়ার সুযোগ হল। ধন্যবাদ, ভাই তারেক হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কবিতাটা খুব প্রাসঙ্গিক ও বটে।

(বেড়াল)

অছ্যুৎ বলাই এর ছবি

কবিতাটা খুব প্রাসঙ্গিক ও বটে।
হ, লজ্জা কিছু বাকি আছে এটাই লজ্জার।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তীরন্দাজ এর ছবি

চমত্কার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনিস মাহমুদ এর ছবি

মেলাটা হচ্ছে কোথায়?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

পলাশ দত্ত এর ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। যেখানে আর্মি ঢাবির এক ছেলেকে পিটাইছিলো গত বছর।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনিস মাহমুদ এর ছবি

ধন্যবাদ।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

তারেক এর ছবি

আমি হয়তো আবার যাব।
প্রথমবার গিয়ে খুব একটা ভালো লাগে নাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আহমেদুর রশীদ এর ছবি

তারেকের কবিতাবোধ আক্রান্ত করুক সবাইকে।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তারেক এর ছবি

খাইছে! আমার না।

কবিতাবোধ আক্রান্ত করুক সবাইকে -এটা একটা চমৎকার স্লোগান হতে পারে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

udaspathik [অতিথি] এর ছবি

আক্রান্ত এর পরিবর্তে জারিত শব্দটি ব্যবহার করা যেতে পারে

তন্ময়  [অতিথি] এর ছবি

এগিয়ে চলুন।

পান্থ রহমান রেজা এর ছবি

১৬ ডিসেম্বর সকালবেলায় গিয়েছিলাম। মোটে একটা বই কিনেছি। দেখি আবার যেতে পারি কী'না।

অতন্দ্র প্রহরী এর ছবি

কথিত আছে, ১৬ ডিসেম্বর আপনি কমপক্ষে চারটা বই কিনসিলেন চোখ টিপি
ওইগুলা তাহলে কোত্থেকে কিনসিলেন? চিন্তিত


যুদ্ধাপরাধীদের বিচার চাই

পান্থ রহমান রেজা এর ছবি

একটাই কিনছি। তবে আরগুলা কিনছিলাম আজিজ থাইক্যা। আমার একবেলা খেয়ে বই কেনার বাতিক দেখে সেদিন না আপনি কইলেন, আমাকে শক্তি'র কবিতা সমগ্র'টা গিফট করবেন! আপনিও কথা রাখলেন না তাহলে!

তারেক এর ছবি

শক্তি'র কবিতা সমগ্র? খাইছে! আমারে কেউ কিছু দেয় না মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাই তারেক, আমি আপনাকে একটা বই গিফট করব। এরপর যেদিন দেখা হবে, অথবা বইমেলায়, আপনার পছন্দমত বেছে নিয়েন, যেটা খুশি। হাসি


যুদ্ধাপরাধীদের বিচার চাই

পান্থ রহমান রেজা এর ছবি

বিডিআর ভাই, আমারটা কবে দিবেন?

তারেক এর ছবি

আলহামদুলিল্লাহ! দোয়া করি যেন পরকালে এর বিনিময়ে আপনি পান অত্যুৎকৃষ্ট হুর। আমেন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

আগে আমারেও চারটা বই দেন, তারপর আপনারে শক্তি'র কবিতা সমগ্র গিফট করবনে চোখ টিপি


যুদ্ধাপরাধীদের বিচার চাই

তারেক এর ছবি

শক্তির সমগ্র ৭ খন্ড বোধহয়... হে হে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সাইফুল আকবর খান এর ছবি

বেশ। সুন্দর।
হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।