প্রায় সাড়ে বেয়াল্লিশ বছর বয়সে এসে মানুষ জমি কিনে, ফ্ল্যাট বুকিং দেয়, গাড়ির ইন্সটলমেন্ট দেয়, দুইতিনটা এফডিআর ফিক্সড ডিপোজিট করে, হার্টে রিঙ বসায়, একটা বা একাধিক পরকীয়া শুরু করে, ধর্মকর্মে মন দেয়, বাবামায়ের আইসিইউ বেডের জন্য দৌড়াদৌড়ি করে।
আর আমি আপাতত চিন্তা করছি আমার প্রস্তাবিত ভ্রমণকাহিনীর নাম কি হবে-
মানুষের সাথে পেঙ্গুইনের একমাত্র সম্পর্ক এই সেদিন অবধিও ছিল কেবলই খাদ্য-খাদকের সম্পর্ক! জেলে, নাবিক ও অভিযাত্রীরা যখনই পেঙ্গুইনদের আবাসে গিয়েছেন তখনই তাদের লাঠি দিয়ে পিটিয়ে মেরে জাহাজ ভর্তি করেছেন সমুদ্রযাত্রার রসদ হিসেবে, সেই সাথে বাক্স ভর্তি করে এনেছেন পেঙ্গুইনদের ডিমও!