উইকিপিডিয়া কুইজ

অদৃশ্য ভগবান এর ছবি
লিখেছেন অদৃশ্য ভগবান (তারিখ: শুক্র, ০৪/০৪/২০০৮ - ১২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই বিখ্যাত বাঙালি বিপ্লবীর জন্ম হয়েছিল ইংল্যান্ডের নরউডে । এঁর দাদাও ছিলেন আরেকজন বিপ্লবী । কে ইনি ?

উত্তর

এই বিখ্যাত থ্রিলার লেখকের আসল নাম রেনে বার্বাজোন রেমন্ড । ইনি কলকাতায় কিছুদিন পড়াশোনা করেছিলেন । কে ইনি ?

উত্তর

এই গবেষক বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেছিলেন । কে ইনি ?

উত্তর

এই বিখ্যাত বাঙালি ডাক্তার কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেছিলেন । এনাকে ১৯২৯ সালে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল । কে ইনি

উত্তর

1982 সালে স্পিলবার্গের ইটি নয়টি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল । যার মধ্যে চারটি জিততে পেরেছিল । কিন্তু এই বছরই আরেকটি ছবি ইটিকে ছাপিয়ে আটটি অস্কার জেতে যার মধ্যে সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালক ছিল । কোন ছবি ?

উত্তর


মন্তব্য

রাগিব এর ছবি

আরে, উত্তরের লিংক দিয়ে দিলেন কেনো!!

হাসি

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

হিমু এর ছবি

উপেন ব্রহ্মচারী ছাড়া আর একটাও পারিনি।

এই কুইজকে স্বাগত জানাই।


হাঁটুপানির জলদস্যু

দ্রোহী এর ছবি

আমিও উপেন ব্রহ্মচারী নামটি কেবল মনে করতে পারলাম। শিবরামের "নাকে ফোঁড়া" বিষয়ক একটা গল্পে এই ব্রহ্মচারী তাঁর আত্মীয় ছিলেন যিনি কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন। তাই মনে করতে কষ্ট হয়নি।


কি মাঝি? ডরাইলা?

হিমু এর ছবি

নাকে ফোঁড়ার নানান ফাঁড়ায় বিনয়চরণ ব্রহ্মচারী কি ইউ এন ব্রহ্মচারীর আত্মীয় ছিলো নাকি?


হাঁটুপানির জলদস্যু

দ্রোহী এর ছবি

যতদুর মনে পড়ে গল্পে তাই ছিল!


কি মাঝি? ডরাইলা?

দিগন্ত এর ছবি

আমি দুজন বাঙালীর কথা খুব সম্প্রতি জেনেছি - একজন ম্যাকিন্সের ম্যানেজিং ডিরেক্টর (এখন নেই) - রজত গুপ্ত আরেকজন হলেন মানবেন্দ্রনাথ রায় - ইনি মেক্সিকান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সদস্য ...
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হিমু এর ছবি

লিখতে পারেন এঁদের নিয়ে। বিশেষ করে এমএন রায়কে নিয়ে তো দস্তুরমতো উপন্যাস লেখা যেতে পারে।


হাঁটুপানির জলদস্যু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।