রাজায় রাজায় মাসতুতো ভাই । কাজের সময় ফেলে পালাই

অদৃশ্য ভগবান এর ছবি
লিখেছেন অদৃশ্য ভগবান (তারিখ: মঙ্গল, ০৩/০৬/২০০৮ - ১১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

পাশের ছবিটা দেখছেন ? দেখে কি মনে হচ্ছে এরা যমজ ভাই । না এরা যমজ ভাই নয় এরা হলেন মাসতুতো ভাই । আর দুজনেই ছিলেন রাজা । আর যে সে রাজা নয় এঁদের অধীনে তখনকার পৃথিবীর প্রায় অর্ধেকটাই ছিল ।
বাঁদিকের ব্যক্তিটি হলেন রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস আর ডান দিকের জন হলেন ইংল্যান্ড এবং ব্রিটিশ ভারতের অধিপতি সম্রাট পঞ্চম জর্জ । এঁদের মারা ছিলেন দুই বোন । তাঁরা ছিলেন ডেনমার্কের রাজকন্যা ।

রাজা পঞ্চম জর্জ রাশিয়ার বিপ্লবের পরে ইংল্যান্ডে আশ্রয় দিয়ে তাঁর ভাইকে বাঁচাতে চেষ্টা করেছিলেন কিন্তু বলশেভিক বিপ্লবের ধরন, গতিপ্রকৃতি এবং এর ফলে ইংল্যান্ডে যে টালটামাল অবস্থা হবে তাঁ আঁচ করে আর এগোতে পারেননি । ফলস্বরূপ রাজা নিকোলাস পরিবার সহ ১৯১৭ সালে নিহত হন ।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

হুম... তা জেনারেলে জেনারেলে কীরকম ভাই?

দ্রোহী এর ছবি

জেনারেলে জেনারেলে দুলাভাই হবার কথা।


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।