ইভা ক্যাসেডি ও অন্যান্য

রাবাব এর ছবি
লিখেছেন রাবাব (তারিখ: সোম, ০৭/০১/২০০৮ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বছরটা ভালোভাবে শুরু হয়নি। তবুও ভালোর মধ্যে অরূপ ভাইয়ের কাছ থেকে পাওয়া The Wonder Years এর ৯০টি এপিসোডের কথা বলতে হয়। বন্ধু বায়েজিদও নিউ ইয়ার গিফট হিসেবে মনে করে The Wonder Years এর ১১৫ এপিসোড পাঠিয়েছে। সেদিন প্রায় তিন বছর পর রেইনবো গেলাম। দোকানটা আরও ছোট হয়েছে, আভিজাত্য হারিয়েছে। কোনদিন না অস্তিত্ব হারায়! রেকর্ড করালাম Springsteen, Jewel, Passengers OST-1.

ইশতি ভাইয়ের কাছ থেকে একটা mp3-dvd পেলাম। Dylan, Paul Simon এর ফুল কালেকশান। পিসি এখন ফুল এবং লোডেড। আফসোস গ্র্যাজুয়েশান ইয়ারে এসে এত্ত গান। খুব উৎসাহ পাচ্ছিনা।

ইশতি ভাইয়ের দেয়া ডিভিডিটা চালাতেই দেখি বোনাস হিসেবে দেয়া ইভা ক্যাসিডির এ্যালবাম। ছেড়ে দিলাম গান গুলো। প্রথম গানটা শুনে থমকে যাই। ইভা ক্যাসিডি খুব পপুলার কোন শিল্পী না। নাম শুনেছিলাম। কিন্তু গান শুনবার পর বায়োগ্রাফি পড়লাম। জ্যাজ, ব্লুজ শিল্পী ইভা ক্যাসিডি নিজের দেশতো দূরের কথা, নিজের স্টেটেও পরিচিত ছিলেন না। তবু ইভা গান গাবেন জানলে ভক্তকূলে ভরে যেত পাবগুলো। ইভার গলায় এমন কিছুই আছে যে, রেডিওতে যখন ইভার গান প্রথম এয়ার হয় চারিদিকে শোরগোল পরে যায়। মাত্র ৩৩ বছর বয়সে ক্যান্সারে ইভা মারা যান। এর মাঝে নিজের পয়সায় বের করেন Songbird খ্যাত এ্যালবামের কিছু গান। এই এ্যালবামের প্রতিটা গানই কোন না কোন কাভার সং। নিজস্ব গায়কিতে, নিজস্ব অনূভুতিতে ইভার গাওয়া গান গুলো একবার শুনলেই মুগ্ধ করবার মতন।

আমার মতন বেশির ভাগ শ্রোতাই নাকি ইভাকে তার মৃত্যুর পর চিনেছে। সাথে তার দুটো জনপ্রিয় কাভার সং চিনেছে-- Fields of gold এবং Somewhere over the rainbow । বলতে দ্বিধা নেই, Sting এর গান হলেও ইভার ভার্সনটাই বুঝি বেশি টানে।

গানটি শেয়ার করলাম--
http://rasalgethi.kie.ae.poznan.pl/~marta/mp3/Eva%20Cassidy%20-%20Fields%20Of%20Gold.mp3auto[i]ই[/iঈ[i]ই


মন্তব্য

সবজান্তা এর ছবি

গ্রাজুয়েশন ইয়ারে গান শোনা নিষেধ নাকি ?

ইভা ক্যাসিডির যেই লিঙ্কটা এমএসএনে দিলা, সেইটা ডাউনলোড করছি।হলে শুনে দেখি।

মহিলা অবশ্য দেখতেও বেশ রূপসী ছিলেন বলেই বোধ হচ্ছে।
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

রাবাব এর ছবি

বন্যেরা বনে সুন্দর...
MSN-এই চলো।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

সুমন চৌধুরী এর ছবি

রেইনবো তো ২০০০ সালেই আবার সিড়ির নীচে আইসা পড়ছিল। আরো ছোট মানে কত ছোট মন খারাপ



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

রাবাব এর ছবি

ঘুপচি। ৬ বাই ৬ হবে। জায়গার অভাবে অনেক কালেকশন সরিয়ে ফেলেছে। এসিও উধাও মনে হল।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

সুমন চৌধুরী এর ছবি

১৯৯১ এর ডিসেম্বরে প্রথম যাই। তখন ছিল সিড়ির নিচে। রেকর্ডিং করার জন্য গলির অন্য মাথায় আরেক্টা ঘর নেওয়া হইছিল। পরে ১৯৯৩ এর নভেম্বর বা ডিসেম্বরে সিডির নিচ থিকা রিদমের পাশে একটা বড় ঘর নেয়। ৯৫-৯৬ কম যাওয়া হইছে। ৯৬ এর শেষে দেখলঅম আবার সিড়ির নিচে কিন্তু বড় ঘর। ২০০০ সালে কবীর ভাই কানাডা গেলগা। তখন আবার সিড়ির নিচে ঘুপচি। রেইনবোর (১৯৮৩-২০০০) সাথে বাংলাদেশের ঐ সময়ের রক পাগল পোলাপানের অজস্র স্মৃতি।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ইশতিয়াক রউফ এর ছবি

শুনলাম। ভালই। খুঁজে দেখতে হবে বাকি গানগুলো।

রেজওয়ান এর ছবি

রেইনবোর (১৯৮৩-২০০০) সাথে বাংলাদেশের ঐ সময়ের রক পাগল পোলাপানের অজস্র স্মৃতি।

এই নিয়া পোষ্ট চাই বদ্দা। রেইনবোর কাষ্টমার হিসেবে আমি পয়লা নম্বর পাঠক।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

রাবাব এর ছবি

হক কথা! রেইনবো সিরিজ চাই।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

সুবিনয় মুস্তফী এর ছবি

Fields of Gold ইভা'র গলায় আসলেই অনেক বেশী সুন্দর স্টিং-এর থেকে।

John Mayer আমার নতুন নেশা। ওর Continuum এলবাম শুনতে শুনতে mp3 file পর্যন্ত ক্ষয়ে যাচ্ছে। তাও বন্ধ করতে পারি না।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সুবিনয় মুস্তফী এর ছবি

আপনার LJ ব্লগটা মাঝে মাঝে পড়তাম। আছে এখনো সেটা?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

রাবাব এর ছবি

জন মেয়ার কলেজে থাকতে শুনি প্রথম। প্রাথমিক মোহ কেটে যাবার পর আর ভালো লাগেনি। নতুনটা তাইলে শুনি দেখব।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

রাবাব এর ছবি

আর হ্যা, এলজে প্রাইভেট করে দিয়েছি বেশ দুবছর হল। আমার এন্ট্রি পড়লেন কি করে তাইলে? Bollox তো? দেখেছি আপনাকে অনেক দেঁতো হাসি
.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

ইশতিয়াক রউফ এর ছবি

কিছুদিন আগে জন মেয়ার কনসার্ট করে গেল। গোলাগুলির পরের মেমোরিয়াল কনসার্ট। ভাল্লাগে নাই তেমন একটা। এর গান একা শুনার জন্য ভাল। তবে ডেইভ ম্যাথিউজ ব্যান্ড একদম কাঁপায় দিয়ে গেল সব! অপূর্ব সুন্দর ইম্প্রোভাইজেশন। এতটা নর্থে এসে এত ভাল জ্যাজ শুনবো, তাও আবার কনসার্টে... ভাবি নাই কোনদিন।

সৌরভ এর ছবি

Somewhere over the rainbow
Skies are blue
And the dreams that you dare to dream
Really do come true

If happy little bluebirds fly
Above the rainbow
Why, oh why, can't I

ইভা ক্যাসেডি কে চিনলাম।
য়্যুটিউবে সার্চ দিতেই ব্লুজ অ্যালে তে গাওয়া অনেক ভিডিও আসছে। শুনছি এখন। কৃতজ্ঞতা।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

রাবাব এর ছবি

শত শত শিল্পী এই গানটি গেয়েছে। Louis Armstrong এর ভাসর্নটা শুনে দেখবেন।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।