ভৈরোঁ

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: শুক্র, ০৯/১১/২০০৭ - ১১:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

অনেক আগে, বালক বয়স বলেই হয়ত, কবিতা ও মার্গীয় সঙ্গীতের মধ্যে এক ধরনের যোগাযোগ ঘটিয়ে দেয়ার উচ্চাকাঙ্ক্ষা বোধ করতাম। বিশ্ববিদ্যালয়ে সবে পা দিয়েছি তখন, কডওয়েল পড়ি, আর (মার্গীয়) সঙ্গীতই শুদ্ধতম শিল্প, এমন ধারণায় বিশ্বাস করি। যে কোনো শিল্পই উতরালে সেটা সঙ্গীত হয়ে ওঠে, তাই সঙ্গীতকে আয়না বানিয়ে নিজকে দেখার চেষ্টা ছিল খুব। ভৈরোঁ সেই বালখিল্য উচ্চাভিলাষের দলিল, কিন্তু এই কাব্যটিকে আমি কখনই ফেলে দিতে পারি নি, মাতৃ-অনুষঙ্গ আছে বলে হয়ত।

পড়বার আগে টেপ রেকর্ডারের সুইচ অন করে নিন।

[url]

Get this widget | Track details | eSnips Social DNA

[/url]

সকালের শব্দাবলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি
খুব নিচু গলায় পাখিরা গুঞ্জন করছে
কণ্ঠ খাদে নেমে গেলে একরকমভাবেই
সব পাখি ডাকাডাকি করে

এ মুহূর্তে চেনাই দুষ্কর কোনটি সমস্ত রাত ধরে
করুণ গলায় কাঁদছিল সকলেই হাসিখুশি
এতটা প্রসন্ন যে
সন্দেহ হয় কাল রাত সত্যি সত্যি কোন পাখির কান্নায় জেগে
আমারও অনেকক্ষণ মা'কে মনে পড়েছিল কি না

নাকি তন্দ্রার ভেতরে আমিই চিত্ কার করে
পাখিদের ঘুম ভেঙ্গেছি যদিও

এ বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। চক্ষুময়
শান্ত ঘরবাড়ি। খুব স্পষ্ট সুদূরের মাঠ
কারো ইচ্ছা অনিচ্ছার মত দুলছে ধানশীষ।

১৯৮৭


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

আজ ঘুম নিয়ে দুশ্চিন্তাটা কাটলো। হাসি
তবে খুব নিরিবিলি পুরোটা শুনবো। ভিতরে ঢুকতে পারবো না, তারপরও।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এরশাদ আলমগীর এর ছবি

http://youtube.com/watch?v=2Oq8L_SdAUw

check this link. He happens to be the person who constantly got me to have second thoughts about my future plans eversince I had started taking lessons in eastern classical back in my school days-to be or not to be a dedicated classical vocalist that is....still trying...

??? এর ছবি

শুনলাম। ধন্যবাদ। কিন্তু কাহিনী হৈল, জীবনপ্রত্যুষে আমি মার্গীয় ছিলাম, মধ্যগগনে আইসা এখন ব্রাত্য হৈয়া গেছি। এখন প্রায় রিলিজিয়াসলি পপ শুনি।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

ফারুক ওয়াসিফ এর ছবি

সন্দেহ হয় কাল রাত সত্যি সত্যি কোন পাখির কান্নায় জেগে
আমারও অনেকক্ষণ মা'কে মনে পড়েছিল কি না

একটা নম্র বিষণ্নতার আস্বাদন। ধন্যবাদ।
""""""""""""""""""""""""""""""""""""
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

??? এর ছবি

ধন্যবাদ ফারুক ওয়াসিফ।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

নিঘাত তিথি এর ছবি

সুরটার সাথে আবৃত্তি করলাম...কেমন পবিত্র কষ্ট হচ্ছে বুকের মধ্যে...
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

??? এর ছবি

কষ্ট দিয়ে থাকলেও লজ্জিত মোটেও নই হাসি
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

মুজিব মেহদী এর ছবি

খুব স্পষ্ট সুদূরের মাঠ
কারো ইচ্ছা অনিচ্ছার মত দুলছে ধানশীষ।

আমার 'মা' এখনো জীবিত, কিন্তু তাঁর থেকে দূরেই থাকতে হয়, তবু প্রায়ই তাঁকে আমার বিশেষভাবে মনে পড়ে না।

আচ্ছা, এরকম হওয়াটা কি অস্বাভাবিক? আমি কি অকৃতজ্ঞ?

দুঃখ, গানটি আমি একাধিকবার চেষ্টা করেও শুনতে পারলাম না।

সুমন চৌধুরী এর ছবি

শুনতে শুনতে পড়লাম কিংবা পড়তে পড়তে শুনলাম। আমিও মার্গ সঙ্গীতের ভক্ত। মারফতি/মুর্শিদী, রবীন্দ্র,নজরুল,অতুলপ্রসাদ,নিধুবাবুর টপ্পা,কেত্তন, "৪০/৬০" দশকের "আধুনিক" সব কিছুর কেস সেন্সেটিভ ভক্ত। কিন্তু তাতে কি্যু আসে যায় না। এইসব কোন কিছুই মরিসন বা হেন্ড্রিক্সকে আটকাতে পারেনি। আমি বদলেছি। শুধু পাল্টে যেতে পারছিনা। অনেক রকম হয়ে যাচ্ছি।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।