চলে যাও পাখি তুমি, দূরে কোথাও...

জোহরা ফেরদৌসী এর ছবি
লিখেছেন জোহরা ফেরদৌসী (তারিখ: শনি, ০৬/০৩/২০১০ - ১২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যদিও দৃশ্যতঃ ভীষণ মনোহর এই ভূখণ্ড
গলিত সোনার রৌদ্রালোকে;
সুশোভন নগরীর রাজপথ, উদাত্ত সবুজ ফসলের দিগন্ত,
বহমান নদীর জমিনে পাল তোলা নৌকো
সমুদ্র সৈকতের নরোম বালুতে
প্রেমিকার আঙ্গুলের ডগায় মোহময় উচ্চারণ,
মফস্বল শহরের নির্জন কৃষ্ণচূড়ার ছায়ায় অপেক্ষায়
দাঁড়িয়ে থাকা উদ্‌গ্রীব প্রেমিকের দু’চোখ;
সদ্য স্নান করানো শিশুর সিঁথি কাটা চুলে
জননীর অপত্য স্নেহের চুম্বন ।
সুতো ছেঁড়া ঘুড়ির পেছনে দুর্বিনীত
এক ঝাঁক কিশোরের প্রাণপণ ছোটা,
অথবা পাহাড়ের ঢাল বেয়ে হরিণী পায়ে ছুটে চলা
কোন দুরন্ত পাহাড়ী ছড়ার অপার্থিব সুরের উদ্ভাস ।
যে কারুর মনে হতেই পারে,
এ এক শান্তি আর ভালবাসার সহজ সমীকরণ ।

প্রকৃতপক্ষে, এসবই ভয়ঙ্কর মোহন বিভ্রম
এই জনপদ আসলে এক রৌরব নরক
এখানে আজ রাজপথে সান্ত্রীর পদাঘাতে চিৎপাত
একজন “দেশদ্রোহী” আনু মুহাম্মদ ।
এখানে এখন সৈনিকের বন্দুকের নিশানা সহযোদ্ধার হৃদপিণ্ড
পিলখানার দরবার হল এক লহমায় হয়ে যায় ইমাম হোসেনের কারবালা ।

শুধু কি তাই?
সাজেকের লাল মাটি আজ শুধুই দুর্যোধনের রাজ্যসভা,
সোল্লাসে চলছে সেখানে সভ্যতার বস্ত্রহরণ ।

তাই বলি, চলে যাও পাখি তুমি
এই আরণ্যক ব-দ্বীপ ছেড়ে,
আমরা এখনো এত সভ্য হইনি যে
তোমাকে বলব, “তুমি থাকো, এখানে ।”

.....................................................................................................
মানবাধিকার বিরোধী সকল সহিংসতার বিরুদ্ধে রেখে যাই আমার উচ্চারণ ।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আপনার রুপকল্প আসলেই প্রশংসার যোগ্য। বাড়িয়ে বলছি না সত্যি।

এম এস আর শাহিদ

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার ও মন্তব্য করার জন্য । কবিতার রুপকল্প ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

.......................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

জোহরা ফেরদৌসী এর ছবি

কবিতাটির প্রনোদনা পেয়েছি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের সহিংস ঘটনা দেখে । সংখ্যা লঘু পাহাড়িদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় লজ্জিত, মর্মাহত । পুর্বসুরীরা নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন, আর আমরা আজ অন্যের অধিকারকে পদদলিত করছি । স্বাধীন বাংলাদেশের এমন হওয়ার কথা ছিল না ।

.......................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।