একটি সহজ-সরল কবিতা, আমাদের সবার গল্প

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক জন্ম
তারাপদ রায়

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

.....সহজ কথা যায় না বলা সহজে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মুজিব মেহদী এর ছবি

'এক জন্ম'কে একটি উৎকৃষ্টমানের সহজ কবিতা বলে মনে হলো। আগে পড়ি নি। পড়ানোর জন্য ধন্যবাদ।
এরকম কবিতা লেখা সত্যি কঠিন।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফারুক হাসান এর ছবি

সহজেই বিষন্নতা জাগানিয়া সাবলীল এক কবিতা।
জুবায়ের ভাই, দারুণ কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

শেখ জলিল, মুজিব মেহদী ও ফারুক হাসান,

বেশ কিছুদিন আগে পড়া কবিতাটি টুকে রেখেছিলাম। কাল সেলিম আল দীনের অসুস্থতার সংবাদে আর দেখা হবে না লাইনটা মাথার মধ্যে ঘুরছিলো প্রশ্ন হয়ে। খুঁজে বের করে ভাবলাম, কবিতাটা তো আমাদের সবার কথাই বলে। তাই তুলে দেওয়া।

অশেষ ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্যে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

মোচড় মারা সব কথাবার্তা তুলে না দিলেই না, না?! উফফ!

মুহম্মদ জুবায়ের এর ছবি

মোচড়টা দিতে পেরে ভালো লাগলো। তাই তো চেয়েছিলাম, মোচড় একা খাবো কেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।