রোমকূপে অবসরে তীব্র দহনজ্বালা, পালা বন্ধু পালা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ৩০/০৯/২০০৮ - ৯:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেও এক ফের। ব্যাংককে বিমানবন্দরেই যা সব ডলার পকেটে ছিল, বুঝলাম সব শেষ। বিমানবন্দরে ঢোকা বেরোতে কোন আপত্তি নেই, পিলপিলে লোকের মেলা, আমিও এ সিঁড়ি সে সিঁড়ি করি, আর ভুরভুরে খাওয়ারের গন্ধে এমুপরীর কথা মনে পড়ে খুব। ঈদ আসছে, চাঁদ ঝিলিক মারলেই হল, খাওয়ার গন্ধ সব ঢেকে রোশনাই জ্বালিয়ে ফেলবে।

আইকম-বাইকম স্টাইলে পায়ের ওপরে পা রেখে সব ফ্লাই ওভার। আর হারিয়ে যাওয়া রুমালের মত কিছুটা জুড়ে বনসৃজন। রং এর কনট্রাস্ট, মন্দ কি? বৌদ্ধ ভিক্ষু ক্যাটক্যাটে গেরুয়ায় সবুজ চেলপার্কের এক ঝোলা নিয়ে ট্রাফিক এমন থামালেন ঠিক যেন এখুনি রেলগাড়ি হয়ে যান।


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

হ্যাপি ব্যাংকক ।

জিফরান খালেদ এর ছবি

বেশ লাগলো!

তানবীরা এর ছবি

এখনও ব্যাংককের খাওয়া মিস করি। যাত্রা শুভ হোক । ভালো করে রাস্তার পাশের ফল থেকে শুরু করে চাওমিন সব খাবেন। রাস্তার পাশের খাওয়ার যে স্বাদ তা রেস্টুরেন্টে কিছুতেই পাবেন না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অমিত আহমেদ এর ছবি

অনেকদিন পরে আপনার লেখা। খুব ভালো লাগলো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কারুবাসনা এর ছবি

এখনও রাতগুলো হাতে পাইনি। ব্যস্ততা আছে, দেখা যাক।

সকলকে ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।