ছবির হাটে আজ পলাশ প্লাবনে কল্লোলদা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ৮:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বন্ধুরা আজ এসো। ফাল্গুণ এসেছে। তোমরাও এসো।

আ হা

আজ ছবির হাটে সন্ধ্যা সাতটায় কল্লোলদার গানের সাথে মাতবে রঙেরা, বুড়োরা পোলাপান হবে কিছুক্ষণের জন্য, কি বলে না, শক্তি বিবর্ধক: মূলত হবে ইতিহাস চর্চা। পুরানো বই এর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা নকশাল বাড়ি আন্দোলনের কথা আমাদের শোনাতে এসেছেন সেই কথক কল্লোল দাশগুপ্ত। যারা গুরুচন্ডা৯ পড়েন তারা যানেন তার গল্প বলার ধরনেই গাছে গাছে পলাশ ফোটে, শরীরে শুরু হয় রক্ত চলাচল। সুতরাং বসন্তের এই উৎসবে আপনার যোগদান বাধ্যতামূলক।

আর তোমরা তো এমনিই আসবে জানি, এসো গাছে গাছে ফুল হয়ে এসো।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তা এই জনা কে?

আসছি... আমি তো আজীবন পোলাপান... গান শুনে বয়স আবার বেশি কমে যাবে না তো?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কারুবাসনা এর ছবি

গান শেষে ফিরত। গ্রান্টি আসে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

খেকশিয়াল এর ছবি

নজরুলদার সাথে সহপ্রশ্ন.. এই জনা কে?
ছবির হাটে অনেকদিন বসা হয় না, দেখি যাইতে পারি, আপ্নেরা সবাই যাইবেন?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কারুবাসনা এর ছবি

সব্বাই।
প্রশ্নটা আমারও।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

রণদীপম বসু এর ছবি

ইদানিং শিশু হবার তাপসব্রত নিয়েছি ! সেখানে গেলে শিশুদের নষ্ট হবার আশঙ্কা নেই তো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

আসবো হয়তো

রণদা ভয়নাই, বেন্সন ওখানে আর পাওয়া যায়না

...........................
Every Picture Tells a Story

সচেতনা এর ছবি

অভিনন্দন, শুভেচ্ছা জানালাম।

মুজিব মেহদী এর ছবি

কল্লোলদার গান ভালো।
..................................................................................
ঘড়ির কাঁটার দিকে তাকালে আমার কেবলই মরে যাচ্ছি বলে মনে হয়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কাল আমি, নজরুল, মুস্তাফিজ ভাই, এনকিদু, সবজান্তা গিয়েছিলাম সে সময় গান শুনতে। পরে শ্যাজাদিও আমাদের সাথে জুটলেন। একটু দূর থেকে আপনাকেও দেখলাম। সবজান্তার কাছে কল্লোল দাশগুপ্তর কথাও শুনলাম। বইমেলা দেখতে গিয়ে এমন বোনাস পাবার কথা ভাবতেও পারিনি। পোস্টের জন্য ধন্যবাদ।

পুনশ্চঃ মুস্তাফিজ ভাই কল্লোল দাশগুপ্ত আর গানের অনুষ্ঠানের অসাধারণ কিছু ছবি তুলেছেন। তিনি সচলে সেগুলো পোস্টালে যারা যেতে পারেন নি তারা একটু হলেও অনুষ্ঠানটার ছোঁয়া পেত।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মুস্তাফিজ এর ছবি

হুঁ, ভালো লেগেছে অনুষ্ঠান। অনেকের সাথেই দেখা হয়েছে সেখানে। ছবি তুলেছি, আগামীকাল দিব।

...........................
Every Picture Tells a Story

তানবীরা এর ছবি

ছবিটা দেখে হিংসে লাগছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কারুবাসনা এর ছবি

কোন ছবিটা?
এখানে কি কোন ছবি ছিল?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।