অপারেশন ডাল-ভাত ও আমার বাংলাদেশ

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২৫/০২/২০০৯ - ৬:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

টিভিতে ভীত মুখগুলি জানান দিচ্ছে ডাল ভাতের কথা। তখনও জানি না তিন নং গেটের কাছে বিক্ষুব্ধ বি ডি আর তার কমলা রুমালের পিছনে ঢেকে রাখবেন না ডাল ও ভাত। সবুজ গ্রিল ওপাশে এক পায়ে দাঁড়িয়ে, গুলির শব্দে বদল হচ্ছে ক্যামেরার ফোকাস।

১৪ জন ঢুকছে বেরুচ্ছে যমুনা গৃহ থেকে,টিভি আর চ্যানেলে, সাগর মন্তব্য করে, হতাশ দেখাচ্ছে, মাইকে ঘোষণা ও সাদা ঝান্ডারা সন্ধ্যার আর থাকবে না। রাতের অপেক্ষা চলছে। ওপরে হেলিকাপ্টার নজর রাখছে সূর্য কখন অস্ত যায়। কল্লোলদা টেলিফোনে ক্যু বলে ভুল করে।

ঠিক ঠাক ডাল ও ভাতের হিসাব হলে,আজ রাতে কয়েক হাজার মানুষ মরবে, রাত ছাড়া অভিসার জমে না, তাই সকলেই অপেক্ষা করছে রাতের। আজ চার পেগ মদে রাত কাটবে না, কিনে আনা প্রয়োজন। আর দরকার খবরের কিছু কিছু অংশ রেকর্ডিং করা, ডাল-ভাতের ব্যপার যখন। আমরা মস্করা করছি, ব্লগ লিখছি, অপেক্ষা করছি রাতটার জন্যে।


মন্তব্য

ভবঘুরে [অতিথি] এর ছবি

পুরো ব্যাপারটা চিন্তা করতেই মাথা ঘুরছে। আমার দেশের সৈনিক, যার কপালের বীরচিত মৃত্যু লিখা থাকার কথা ভিনদেশী হানাদারদের হাতে, যাদের কথা উচ্চারণ করতে গিয়ে আমাদের গর্বে বুক ফুলে ওঠার কথা; তাকে কিনা গভীর রাতে হত্যা করবে আমার দেশেরই আরেক সেনা। এই দুঃখ কোথায় রাখি!

কারুবাসনা এর ছবি

তাই শংকা করছি, মুখে বলছি আমেরিকা, আমেরিকা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নজমুল আলবাব এর ছবি

এটাই সঠিক ধারনা। এই শঙ্কাটাই ঠিক।

ভুল সময়ের মর্মাহত বাউল

রেজওয়ান এর ছবি

টিভি রিপোর্ট অনুযায়ী বিডিআরের ডিজি তার গার্ডের পিস্তল দিয়ে এক বিডিআর জওয়ানকে গুলি করে কারন সে অপারেশন ডাল ভাতের ব্যাপারে কিছু জবাবদিহীতা চেয়েছিল। গত ২০০৭ সালের মার্চ মাসে বিডিআর অপারেশন ডাল ভাত শুরু করে চাল, সব্জি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করার জন্যে। চার মাসেই তারা ত্রিশ কোটি টাকার পন্য বিক্রি করে। এর পর তারা আরও ২০০টি বিক্রয়কেন্দ্র খোলে সারা দেশ জুড়ে। এর মধ্যে ১০০টি ছিল বিডিআরের সরাসরি তত্বাবধানে। ৫০টি আনসার বাহিনী পরিচালনা করেছে এবং ৫০টি কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে (তাদের কোন বেতন দেয়া হতো না)। ২০০৮ সালেও এই অপারেশন চলে।

এখন কিছু অভিযোগ এসেছে তাতে সবার আৎকে উঠতে হয়। বিপ্লবী বিডিআর সদস্য জানিয়েছেন উর্ধ্বতন কর্মকর্তারা পন্য নিজেদের গোডাউনে মজুত করে বাজারে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছেন। এর বিক্রয়লদ্ধ টাকা যেসব সামরিক কর্মকর্তার হাতে ছিল তারা দুর্নীতি করেছে বলে অভিযোগ এসেছে। বিডিআর জওয়ানদের খাটানো হয়েছে ওভারটাইম সে জন্যে কিন্তু কোন ধরনের বোনাস বা পারিশ্রমিক দেয়া হয়নি। বিডিআর চীফ শাকিলের বউয়ের নামেও দুর্নীতির অভিযোগ এসেছে। তার ব্যবহারের জন্যে আছে ১১টি গাড়ি যার মধ্যে কোটি টাকার গাড়ী যেমন দামী প্রধানমন্ত্রীরও নেই।

এই সব অভিযোগের কি তদন্ত হবে? না বিপ্লবীদের কোট মার্শাল করে এইসব ধামাচাপা দেয়া হবে?

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

শামীম এর ছবি

একটু আগে এনটিভির ক্যামেরায় মুখ ঢাকা জওয়ানের মুখে কৃত্রিম দাম বাড়ানোর এই কথা শুনলাম ..... মন খারাপ
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এনকিদু এর ছবি

আগেই বলেছিলাম, আজকে মার্চের পঁচিশ তারিখ


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

আমি বিশ্বাস করতে চাই না। মন খারাপ


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জ্বিনের বাদশা এর ছবি

ডাল ভাত খেয়ে এসে আবার বসলাম ... আর কিছু চিন্তা করতে ভাল্লাগছেনা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কারুবাসনা এর ছবি

চিন্তা না করতে চাইলেই কি হয়?
মানুষ মরবেই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

হিমু এর ছবি

কিছু মনে করবেন না, কেন যেন প্রচন্ড বিরক্ত লাগলো এই পোস্টটা পড়ে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কারুবাসনা এর ছবি

মনে করার কিছু নেই, এতদিনে কিছুটা হলেও চিনি আপনাকে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মির্জা এর ছবি

যদি এমন কিছু হয়ই আমাদের বীর সেনা-স ন্ত্রাসীদের কে আটকাবে? আগের বারও ঠিক এমনই হয়েছিল। তবে একটা কাজ মিডিয়া করতে পারে তা হল কড়া নজড় রাখা বা পারলে লাইভ ফীড চালিয়ে যাক।।।সামান্য কিছুটা হলেও পৈশাচিকতা কমতে পারে।

পুনঃশ্চঃ
বিডিআর পায়না ডাল-ভাত আর আমি এক কর্নেল এর পোলারে চিনি যার 'স্কুল ফী' হইল বছরে ১০০০০ পাউন্ড এরকম প্রচুর মাল আছে এখানে।

কারুবাসনা এর ছবি

নূরুল কবীর বারবার প্রশ্ন তুললেন, ইনটেলিজেন্স?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

ওনার কথাগুলো খারাপ লাগেনি শুনতে; তবে সব দল মিলে মিটিং-এ বসার প্রস্তাবনাটা ভালো লেগেছে

সাইফুল আকবর খান এর ছবি

মন খারাপ
শব্দে কিচ্ছু বলার নাই।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।