আর কতো নষ্ট হওয়া যায়
মৃতচাঁদ প্রশ্ন রাখে মাঝরাতে সুরমার বুকে
পদ্মা মেঘ্না যমুনার বুকে,
আর কতো নষ্ট হওয়া যায়?
খোঁজে জ্যোৎস্না তীরে তীরে
নষ্টভ্রষ্ট মানুষের মুখ
সে জানে গতায়ূ চাঁদে
উৎস তার সূর্যের ময়ূখ ।।
কথা নেই বার্তা নেই সবাই ধর্ম নিয়ে লম্বা চওড়া কথা বলা শুরু করে দেয়। নাস্তিকতা মনে হয় এখন সবচেয়ে বড় ফ্যাশন হয়ে দাড়িয়েছে। বুঝে আর না বুঝে কতজন যে নিজেরে নাস্তিক বলে জাহির করে তার সংখ্যা নেহায়েত কম না।
ব্লগস্পটে কেমনে কি করে? হিমু'র ওইটা দেইখা জব্বর পছন্দ হইছে। কেমনে করুম। কেউ একটু কয়া দেন। সবচেয়ে ভালো হয় কেউ যদি বানায়া দেন একটাএকাউন্ট। একেবারে হিমুরটার মত। সব বাংলায়। আছেন নাকী কেউ?
হিমু
এবার সর্বশেষ যে কির্বোড ব্যবহার করবেন সেটাই সেভ হয়ে থাকবে। শুধু ইংরেজী থেকে বাংলা এবং উল্টোটা করতে Escape চাপুন।
মনে রাখবেন:
প্রথম escape এ ইংরেজী
দ্বিতীয় escape এ বাংলা
অরূপের জন্য টেকনিক্যাল তথ্য
সামহোয়্যারে আমজনতা উত্তুঙ্গে দেখলাম। বাপ-মা,খালা-খালু কেউ বাদ নাই। গাইলাইতাছে সমানে। ইসলাম মোটামুটি একটা ফুটন্ত কড়াই হয়া গ্যাছে, কেউ মুহাম্মদ একটু ত্যাড়া কইরা উচ্চারণ করলে ফাঁসি হইয়া যাইবো সেইরম সিচ্যু।