নতুন দিনের গান-২

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরো একটা যন্ত্র(না)-সঙ্গীত নিয়ে এলাম।

কিছু দিন আগে অর্নবের কন্সার্ট দেখতে গিয়ে একটা চমৎকার অভিজ্ঞতা হয় আমার। অর্নবের সাথে এন্ড্রু নামের এক জ্যাজ শিল্পী বাজাচ্ছিলেন সোপ্রানো স্যাক্স। আমাদের চির-চেনা 'ওরে নীল দরিয়া' বা অর্নবের 'ভালবাসা তারপর' অথবা রবীন্দ্র সঙ্গীত 'মাঝে মাঝে তব দেখা পাই'----এই স্যাক্সের উদাত্ত সুরমুর্চ্ছনায় এক ভিন্ন মাত্রা পেয়েছিল।

স্যাক্সোফন আমাদের প্রাচ্যের যন্ত্র নয়। তার আওয়াজ ও চলনে পশ্চিমা মেজাজটি প্রকট। কিন্তু তারপরও আমাদের এই উপমহাদেশের সঙ্গীত বলয়ে বেশ অনেক দিন ধরেই স্যাক্স ঘোরা ফেরা করছে। দক্ষিন ভারতের শ্রী কাদরি গোপালনাথের কথা অনেকেই শুনেছেন নিশ্চয়ই। এত্ত চমৎকার ভাবে তিনি আমাদের কর্ণাটকী রাগ সঙ্গীতের সাথে স্যাক্সের পরিনয় ঘটিয়েছেন যে আজ স্যাক্স যতটা পশ্চিমের, ততটাই আমাদের।

অর্নবের কন্সার্ট থেকে ফেরার পর থেকেই মাথায় পোকা কুটকুট করছিল। কিছুদিন পরে আমাদের চির চেনা একটা কীর্তনের সুরের ওপর ভিত্তি করে আমি এই কম্পোজ্জিশানটা তৈরি করি। এতে সোপ্রানো স্যাক্স বাজানোর একটা ব্যর্থ চেষ্টা করেছি বলা যেতে পারে। সেই সাথে আমার প্রিয় সন্তুর তো আছেই। নতুন হল লিড গীটারের সংযোজন।

জানিনা শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে। যে আনন্দের বাতাবরনে এই গোটা জিনিসটা করেছি তার যদি সামান্য এক ভাগ ও যদি আপনাদের কারো কাছে পৌছায়, আমার শ্রম সার্থক।

কেমন লাগল, জানালে কৃতার্থ হই।

নতুন দিনের গান-২
সুর,বাদন, সঙ্গীতায়োজনঃ অনিকেত

Kirtaan.mp3


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যান্ত্রিক ত্রুটির কারনে শুনতে পারতেছি না...
এবং সেই কারনে মেজাজ পুরা বিলা হয়ে গেলো... কেম্নে শুনি এখন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

নজরুল ভাই, আপনার ই-মেইল আমারে দেন, গান পাঠায়া দেব নে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালই হয়েছে। তবে কীর্তনের মাঝে কীর্তনকেই খুঁজে পেতে কষ্ট হল। মাঝখান থেকে বেরসিকের মতো গীটারটা বাজা শুরু করল। ডির্স্টশন এর বদলে অন্য কোন হালকা ইফেক্ট ব্যবহার করে দেখতে পারেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অনিকেত এর ছবি

মাহবুব ভাই,

থ্যাঙ্কস। জানি, লিড গীটারটা আসলেই বেশ না-খাস্তা টাইপ। কীর্তনের সাথে সেইটা যায় কি না, সেইটাই পরীক্ষা করার ইচ্ছা ছিল।

আপনার কথায় বোঝা গেল---নাহ, লিড গীটারটারে টানাটানি না করলেই মনে হয় ভাল ছিল।

কমেন্টের জন্য ধন্যবাদ মাহবুব ভাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গীটার মনে হয় রাখলে মন্দ হবে না। একটু কম্প্রেসর দিয়ে হাই সাসটেইন রাখলে একটু কান্না কান্না শোনাবে। তখন মনে হয় মন্দ হবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অনিকেত এর ছবি

আরে মাহবুব ভাই
আপনে তো রে বস লোক।

দারুন কইসেন!! এইটা Try করে দেখতে হইব।

আবারো থ্যাঙ্কস, বস!

কীর্তিনাশা এর ছবি

আমারো ইমেইলে পাঠায়া দেন বস্ । কিছু শুনতে পাড়তাসি না।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

ভালো লাগল হাসি , বাশিটা দারুন লাগল,
তবে আমারো মনে হয়েছে কির্তন মিউসিকটা বোঝা যায় কম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

সেদিনই ই-স্নিপ্স থেকে ডাউনলোড করসিলাম। আমার কাছে বস ভাল লাগসে, তবে কিছু কিছু জায়গায় মনে হইসে আরো ভাল করা যেত। মিউজিক সম্পর্কে পড়াশুনা নাই তো, তাই জায়গাগুলা ঠিক বুঝায়া বলতে পারব না। নেক্সট এক্সপেরিমেন্টের অপেক্ষায়...

অনিকেত এর ছবি

প্রহরী, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

ধুসর গোধূলি এর ছবি

- আমি কিছু কমু না, আপনার বাসায় বসে পেঁয়াজ, টমেটো সহ চানাচুর মাখা খেতে খেতে আমার নিজের চোখে খুব দেখতে ইচ্ছে করে আপনি কেমনে এগুলা করেন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনিকেত এর ছবি

হা হা হা

পেয়াজ টমেটো দিয়ে চানাচুর মাখা নিয়ে চলে আস এইখানে---আমার চানাচুর খাওয়া-ও হবে, তোমার গান শোনাও হবে---কি রাজী?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।