মাপা ভালোবাসা

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৪/০৮/২০১১ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আবারো খানিকটা পেমে পড়েছি বলে মালুম হয়। খানিকটা পেম হলে অনেকটা বেঁচে থাকা যায়। হারাবার ভয় আর পাবার আশা, এই দুইয়ের এক আশ্চর্য জিলিপিই বোধকরি ভালোবাসা।যা বলছিলাম, খানিকটা পেম হলে খানিকটা পদ্য লেখা যায়। তাতে ছন্দ এই মেলে তো সেই মেলে না, তবু আবেগের নিখাদ ঝলকানি থাকে তার পরতে পরতে। পেমের এ নৈবেদ্য তাই সকল পচন্ড পেমিকের চরণে।

কতটুকুন বাসলে ভালো
যায়না ভোলা আর তাকে?
কতটুকু্ন বাসলে ভালো
ভুলে থাকাই ঠিক থাকে?

কতটুকুন বাসলে ভালো
সবটুকু তার হয় জানা
কতটুকুন বাসলে ভালো
আসতে কাছে নেই মানা?

কতটুকুন বাসলে ভালো
মনের সাদায় রঙ লাগে?
কতটুকুন বাসলে ভালো
দিলের কামান তোপ দাগে?

কতটুকুন বাসলে ভালো
ভালোবাসা যায় শেখা?
কতটুকুন বাসলে ভালো
ছন্দে তারে যায় লেখা?

ঠিক ততোটাই বাসবো ভালো
একটুও নয় উনিশ-বিশ
বুঝিয়ে দেবো, আমাকে তুই
অকারণেই ভুল বুঝিস।


মন্তব্য

তিথীডোর এর ছবি

খানিকটা পেমে পড়ায় অনেকটা অভিনন্দন! খাইছে
ছড়ায় মজা প্লাম। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আব্দুর রহমান এর ছবি

এ মা, খুকি বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তিথীডোর এর ছবি

পেমের গপ্পো লিখে ফেললাম তাও খুকি উপাধি ঘুচলো না...
আপসুস! মন খারাপ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আব্দুর রহমান এর ছবি

তা সে তো অ্যাশলোটাদির ভাতিজাও সকাল বিকাল আফিসিস যায়, তা বলে কি সে বড় হয়ে গেলো? ধীরেসুস্থে বড় হও দিকিনি, এতো তাড়া কিসের?

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ত্রিমাত্রিক কবি এর ছবি

অভিনন্দন ...
খানিকটা প্রেম পূর্ণতা পাক,
স্বপ্ন দেখাক
ভুলে যাবার, ভুলে থাকার কথাগুলো -
আজ তোলা থাক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

আব্দুর রহমান এর ছবি

খানিকটাই ভালো, গুরুভোজন যেমন স্বাস্থ্যহানিকর, বেশি প্রেম ও কবিতার জন্যে ক্ষতিকর।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

মৌনকুহর এর ছবি

দারুণ তো! চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

guesr_writer rajkonya এর ছবি

ছড়াটা পড়ে মনে হচ্ছে পেমে পড়ে গেছি। দেঁতো হাসি

আব্দুর রহমান এর ছবি

তাতে ক্ষেতি নাই, পেমে বারবার পড়া যায়।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

The Reader এর ছবি

লোকে বলে , পেম ভালুবাসা নাকি ভালু না ??? তবুও পেমে পরায় অভিনন্দন । কবিতা (গুড়) হয়েছে হাসি

আব্দুর রহমান এর ছবি

লোকে তো কত কিছুই বলে, সবটা শুনতে নেই। ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তানিম এহসান এর ছবি

আহা! মাপতে থাকা ভালোবাসা পাল্লা উপচে পড়তে থাকুক! অনেক শুভেচ্ছা,

আব্দুর রহমান এর ছবি

অনেক ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সাইফ জুয়েল এর ছবি

পেম তো সবার হয়না
তাই ভালুবাসাটাও ক্ষয়না
একটু যদি পেমে পড়িস
গুঁতোগুঁতিটা শুরু করিস
পেমটা তো তোর হয়না
মনের জ্বালাটাও যায়না।

আব্দুর রহমান এর ছবি

এক্কেবারে হক কথা। ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তাসনীম এর ছবি

চলুক

পেম সফল হোক।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আব্দুর রহমান এর ছবি

দোয়া রাখবেন। এটা সফঅল হলে তো ভালোই, তা নাহলে যেন সততই নিত্যনতুন প্রেমে পড়তে পারি।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

বন্দনা এর ছবি

অভিনন্দন পেমে পরার জন্য। কবিতাটা বেশ ভালো পেলাম।

আব্দুর রহমান এর ছবি

কত প্রেম এলো গেলো, আরো কত আসবে যাবে। কোবতে ভালো পাবার জন্য ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সুরঞ্জনা এর ছবি

প্রেমাভিনন্দন হাসি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আব্দুর রহমান এর ছবি

আপনাদের অভিনন্দন আমাকে আরো বেশি করে পেমে পড়তে প্রেরণা জোগাবে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

বন্দনা কবীর এর ছবি

একদম শেষ প্যারাটা জব্বর... চলুক

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ, ওই প্যারাটা আপনারে দিলাম।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক

আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বেশ লিখেন তো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।