পাকিস্তানের জন্যে আজো
'ফিল' করে বেশ টান তারা
হন্যে হয়ে লাল-সবুজে
খুঁইজা বেড়ায় চাঁন-তারা!
ব্যস্ত থাকে দাড়ির আগায়
লেপ্টে থাকা গুড় ধুঁতে ;
'আমার সোনার বাংলা' বলে
স্বপ্ন দেখে উর্দুতে!
ঘুমের ভেতর মরুর খেজুর-
রুটির 'ঘেরাণ' পায় নাকে;
রাজাকারের বাচ্চারা তয়
পাকিস্তানে যায় না ক্যা'?
মন্তব্য
কামানের ইমো দরকার।
ফাটাইসেন!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
কই? এখনো ফাটেনাই তো... আসেন জামাতে ফাটাই
সেইরকম!
চান-তারা না, পাঁচ তারা দাগাইলাম।
পাঁচ-চান-তারা!


ঈমানে কইলাম বস!- এক্কেরে ফাটাইছেন আর ছিটাইছেন!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কঠিন ।
আসলেই , যায় না ক্যা ? লাথি দিয়া খেদানোর দরকার!!
ওরে................
ওরে ওরে................
ওরে ওরে ওরে.............!!!!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপ্নে ভাই ননস্টপ ছড়ার মেশিন! ছড়ার কথা আর কি বলি!
গুল্লি
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
গুল্লি মানে পুরা গুল্লি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হা হা হা হা... হেব্ভি জোশ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঘুম থেকে উঠে ছড়াটা পড়েই মনটা খুব সতেজ হলো!
দুর্দান্ত!
নব্বই দশকের মাঝামাঝি একটা ছড়া লিখেছিলাম। প্রায় একই বিষয়ে। নির্লজ্জের মতো তুলে দিচ্ছি সেটি:
ছাগল-দাড়ি, মাথায় টুপি, পাকিস্তানের স্বপ্নে চুর
এক হাতে তার কোরান শরীফ, আরেক হাতে তীক্ষ্ন খুর:
"বাদ-বাকিরা ভারত-দালাল,
হারাম-প্রিয় – খায় না হালাল!"
সোনার পাকিস্তানেই তবে আপদ কেন হয় না দূর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভাই, আপনার এই দুর্ধর্ষ ছড়ার জন্য তারা-টারা দিতাসিনা
মাথাটা নিচু কইরা বইসা থাকি কিছুক্ষণ আপনের সামনে!
হি হি হি এটাও
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ফাটাফাটি হইসে, বস, ফাটাফাটি!
দারুন।
ভাইরে আপনি কী শুরু করলেন?
পাকিপ্রেমিদের দুঃখে চোখে আমার পানি চলে আসছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সন্ন্যাসীরটাও জোস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ছড়া সন্ন্যাসীদা ও আকতার ভাই দুইজনেরই পুরা সাড়ে পাঁচ!
তবে 'তাদের' পাকিস্তানে না যাওয়ার কারণ, তাদের বাস্তবিক অর্থে পাকিস্তানপ্রীতিও নাই। মুক্তিযুদ্ধের সময় যে অবস্থানটা অপেক্ষাকৃত নিরাপদ মনে হয়েছিলো, সে অবস্থানকে বেছে নিয়েছে। এখন দরকার হলে 'জয় বাংলা' বলতেও আটকাবে না। ভারত বিদ্বেষ স্রেফ রাজনৈতিক প্রপাগান্ডা। ভারতের নেকনজর পেতে তিনারা প্রয়োজন পড়লে লুঙ্গির গিঁট খুলে দিতেও দ্বিধা করবেন না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
উনারা পাক পেয়ারা মন, এক্কেবারে সৌদি যাবে। চল্লিশ স্যুটকেস গেছে, উনারা এখন গেলেন বলে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
চল্লিশ, না চারশ'?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
___________________
সহজ কথা যায়না বলা সহজে
সেরা হয়েচে,একেবারে ছয় তারা .........
আকতার - নজমুল আলবাবের মন্তব্যটা দুইবার কপি করলাম, কষ্ট করে গুল্লিগুলা আর দিলাম না আর কী!!!
তোমার ছড়া নিয়েও কথা বলে আর আয়ুক্ষয় কর্ত্তে পার্ব্বো না .........
সন্ন্যাসীরটাও দারুণ!
বক্তব্য আর ছন্দ-মিল-এ অসাধারণ একটি ছড়া নির্মাণ করেছো আকতার।
অভিনন্দন!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ রিটন ভাই!
তবে "ছন্দ-মিল" বলতে আমি কিন্তু আপনাকেই বুঝি!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অসাধারণ
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
এক কথায় অসাধারণ! আকতার ভাই মানুষ না, একটা আস্ত ছড়াকার
মিয়া ভাই কি খান ?? জানতে মঞ্চায়...
সেইরকম বললে ও কম বলা হয়, উড়কি হইসে, রীতিমত আবসারাপ...!!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
গুলাগুলি করতে মঞ্চায় ইগুলা পড়লে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমারো...
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
হিমু ভাই, আলাভোলা, স্পর্শ, বিভ্রান্ত, পান্থ, সাইফুল ভাই, সাদামাটা, কীর্তি, অপু ভাই, রেনেট, নিবিড়, নজ্রুল্ভাই, সন্ন্যাসীদা, মুমু, প্রহরী, রানা মেহের, বলাইদা, শিমুল ভাই, তাতাপা, জিজ্ঞাসু, songshoy, স্নিগ্ধাদি', রিটন ভাই, সুমন ভাই, কল্পনাপা, শব্দশিল্পী, তারেক, রায়হান আবীর, সচল জাহিদ-- সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।
এখানে খালি গুল্লি দিয়া পোষাচ্ছেনা ... কামানের গোলা টাইপের একটা ইমোটিকন থাকলে ভালো হইতো

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ধন্যবাদ বাদশা ভাই!
এইডা কী দিলেন ভাই..!!
গোলাগুলি বাদ দিয়া থিসিস লেখা শেষ করেন আগে। তারপর দুই হাত খুইলা লেখা শুরু করেন আবার!
নতুন কিসিমের কামানের জন্য থ্যাঙ্কু আপনারে
পুরাই গুল্লি!

_________________
[খোমাখাতা]
পাকিস্তানে খালি বোমা আর বারুদের গন্ধ, সে ভয়ে জাইতাম পারে না
নতুন মন্তব্য করুন