চলছে তো............রথ

অম্লান অভি এর ছবি
লিখেছেন অম্লান অভি [অতিথি] (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ৮:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দিন আগের কথা। তবে আমার ছোট বেলা। তাও প্রায় বছর ত্রিশেক হবে বৈকি। প্রতিক্ষায় দাঁড়িয়ে থাকা, প্রানন্ত চেষ্টায় একটু দড়ি ছোঁয়া। তারপর পূন্যতা প্রাপ্তির কিনা তবে মহা উল্লাসে বাড়ি ফেরা। এসব এখন দিন বদলের টানে ভেসে গেছে আমাদের না থাকা নদীর জলে। তবু তো কিছু আছে, আশা আর ভালোবাসা। এতো সেদিন মানে রথের দিন; আসলে গত ৪ জুলাই রাজশাহী মাতিয়ে এক প্রান্তে মেলা দেখলাম- রথের মেলা। কিন্তু হায় রথ দেখা হলো না। আর সম্ভ্রান্ত জমিদারের রথ টানা হেতু কলা বিতরণও চোখে পড়ল না! তাতে কি ঐ প্রবাদ তো টিকে আছে আজো রথ দেখা আর কলা বেঁচা।
বান্ধব আতিথিয়তায় সিক্ত হতে রাজশাহী গিয়েছিলাম সেই দিন। সত্যি রথের-রথ বিহীন- মেলার জোড়ে দৈ চিড়ার জলখাবারে- কলা, আম আর ভিন্ন স্বাদের রকমারি মেলার নাড়ু বেশ বাঙালীয়ানা প্রকাশ করেছিল। রাজু ভাই আর সুষমা আপা স্মৃতি নেড়ে বেদনা জাগালেও, অনুভূতিতে চিত্র এঁকে দিয়েছে- দিন বদলের; আর আমি ধাতস্থ হয়েছি -চলছে তো-এই মন্ত্রে। বাহ বিশ্বায়ন, কৃষ্টায়ন ভুলিয়ে দিতে তুমি সুচারু। পাঠক আসছে বৃহস্পতিবার উল্টারথ- রথের দড়ি টানার সৌভাগ্য হবে কিনা জানিনা তবে, স্মৃতি ঘানি ঠেলার রথ চলতে থাকবে-চলছেই তো।


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

রথ জিনিস টা কি?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইশতিয়াক রউফ এর ছবি

চ্যারিয়ট।

মুশফিকা মুমু এর ছবি

ওহ আচ্ছা, ধন্যবাদ ইশতি,
অম্লান অভি আপনি ভাল লিখেছেন, দেশের মেলা কখনও দেখিনি, আপনার কথা শুনে লোভ হচ্ছে খুব, একবার বৈশাখের মেলায় দেশে আসবো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

চলছে, চলুক.......................
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিরিবিলি এর ছবি

ভালো লাগছে চলুক...

অতিথি লেখক এর ছবি

রথের মেলা কিন্তু দারুন উপভোগ করতাম।
লেখা পড়ে সেসব দিনের কথা মনে পড়ে গেল !

[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]

অম্লান অভি এর ছবি

স্মৃতি নাড়ানিয়া কিনা জানি না, তবে মনের জানালা ধরে উঁকি দিয়ে যাও তো বটেই।
প্রথম প্রকাশের উচ্ছ্বাস আর যারা সেই উচ্ছ্বাসের সাথী প্রিয় সচল বন্ধুবরেরা তোমাদের জানাই সালাম। রথ মানে ইশতি- চ্যারিয়ট! বেশ। তবে থেকে যায় আরো কিছু রেশ।
মুশফিকা মুমু রথ মানে টেনে নেয়া বাহনে মনের গহীনে রাখা আরাধ্যের খণ্ডকালীন ভ্রমণ বৈকি।
হিন্দু শাস্ত্র মতে-শ্রী শ্রী জগন্নাথ দেব, ভ্রাতা বলরাম আর ভগনী শুভদ্রা নিজ বাড়ী থেকে মাসী বাড়ীতে গমন। সাতদিনের একটি ভ্রমণ পরিক্রমা। আর পূণ্যার্থি আকুলতা সেই দিনকে ঘিরে।

ধন্যবাদ অতিথি লেখক, কীর্তিনাশা আর নিরিবিলি সবাইকে।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।