Archive - নভ 2009

ডোমেইন নেইম অবশেষে ইংরেজীর কবল থেকে মুক্ত

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: রবি, ০১/১১/২০০৯ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
ডোমেইন নেইম কি জিনিস এটা সহজ কথায় বোঝানো একটু মুশকিল । তত্ত্বে না গিয়ে উদাহরন দিয়ে বোঝানো একটু সহজ । সবথেকে কাছের উদাহরন হলো আপনি এই পাতাটা যেই ব্রাউজারের খুলেছেন সেইটা ব্রাউজারের এ্যাড্রেসবারে দেখবেন sachalayatan.com লেখা আছে । এটা হলো সচলের ডোমেইন নেইম । আবার ধরুন কারো ইমেইল এ্যাড্রেস – এ @ চিহ্নটির পরের অংশটি অর্থাৎ gmail.com হলো ডোমেইন নেইম ।

ইন্টারনেট আমেরিকায় আব...


আজু,সখি মুহু মুহু

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: রবি, ০১/১১/২০০৯ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজু , সখি মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু দোহার পানে চায় ।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ ।
মলয় মৃদু কলয়িছে , চরণ নাহি চলয়িছে ,
বচন মুহু খলয়িছে , অঞ্চল লুটায় ।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়...