Archive - সেপ 10, 2006 - ব্লগ

ক্লোজ আপ তারকাদের গান

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: রবি, ১০/০৯/২০০৬ - ১১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্লোজ আপ ওয়ান শেষ হওয়ার পর মনে আশা জেগেছিলো যাক 10 জন শিল্পি পাওয়া গেলো, যারা ভালো গায়। তাদের সবারই গীতিসংকলন প্রকাশ করার কথা। সেই ধারা মতো রুমি-মেহরাবের যৌথ গীতি সংকলন পেয়ে শুনলাম, গানের মান ভালো না, এমন কি প্রতিনিধিত্বমূলক একটা গান মনে আসলো না যা কাউকে শোনার অনুরোধ করবো।এর পর সামান্য বিরতিতে আসলো বিউটির চরণদাসী আর নোলক বাবুর সে যে কন্যা ভালো। নোলক বাবুর গলা ভালো এটাতে কারো সন্দেহ নেই, ক্লোজ আপের ভোটেও এটার প্রতিফলন ঘটেছে তবে তার সে যে কন্যা ভালো এই গীতি সংকলনটা কোনো মতেই তার নামের প্রতি সুবিচার করে নাই। খুবই কাঁচা গান। হয়তো শ্রুতিমধুর, তবে গানগুলো ঠিক কোথায় যেনো স্পর্শ করতে পারে না। কিছু গান শুনে খুব পুরোনো বাংলা গানের কথা মনে হয়, তবে পু


[is=\০০৩৩PP] f~

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: রবি, ১০/০৯/২০০৬ - ৭:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঐধংধহথগঁৎংযবফনষড়ম/ঢ়ড়ংঃ/18623#পড়সসবহঃ] প্রথম পর্বে[/লিংক]একটা ভনিতা ছিলো । অশ্লীলতা বিষয়ক সতকর্ীকরন ।
না ! পরিশুদ্ধ কারো কোনো অভিযোগ নেই ।
হয় এটা অশ্লীল নয়, নয় পরিশুদ্ধ কেউ এটা পড়েননি নষ্ট হবার ভয়ে, অথবা লুকিয়ে পড়ে ফেলেছেন আওয়াজ না দিয়ে ।
যা হোক , প্রথম পর্বে বেঁচে গেছি যখন এবার তবে দ্্বিতীয় টি ।
দ্্বিতীয়টি উৎসগর্ীত হোক জামর্ান চাঁদের জোৎস্নায় ।
আর বিনয় পাগলা ও বেঁচে থাক । ফিরে আসবে আবার অন্য মেজাজ