‘যারে আমি চাই তারে আমি দিই ধরা
সে আমার না হইতে আমি তাহার হই
পেয়েছি বলে মিছে অভিমান করা
অন্যরে বাঁধিতে গিয়া বন্ধন মোর।’ 
বাসনা বুঝি এমনই। যা আমার নয়, অথচ আমার বলে ভাবি। 
বাসনা আর লোভ কি একই? 
একই না হলেও ওরা জোড়া। জমজ।  হাত ধরে হাঁটে। কান টানলে যেমন মাথা আসে, বাসনা জন্মালেই লোভ  জেগে ওঠে।