মহৎ আর সুন্দর উদ্যোগ। আমার অনুরোধ, লাল আর সবুজের চিন্তা অক্ষুণ্ণ রেখে কৃষ্ণচূড়ার বদলে পলাশ বা শিমুল গাছ লাগানো হোক। কৃষ্ণচূড়া সামান্য হাওয়াতেই ভেঙে পড়ে। পলাশ আর শিমুলে প্রচুর পাখি আর পতঙ্গেরও বাস্তুসংস্থান হয়।
১
পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পরপরই অন্য দুই বাহিনী প্রধানের সাথে তখনকার বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার খুনিদের সামনে নতজানু হলেও বেশিদিন নিজের পদ ধরে রাখতে পারেননি।