দার্জিলিং লিমিটেড

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শনি, ০৮/০৩/২০০৮ - ৯:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoমাশীদের কল্যাণে সেদিন দেখে ফেললাম দার্জিলিং লিমিটেড। বাবার মৃত্যূর পর তিনভাই (ওয়েন উইলসন, এড্রিয়েন ব্রডি, জেসন সোয়ার্টজম্যান) ভারতভ্রমনে বের হয়, শুরু হয় দার্জিলিং লিমিটেড নামের ট্রেনে চেপে ভাই থেকে বন্ধু হওয়ার গল্প। সোজা কাহিনী, সরল সংলাপ। তারপরেও খানিকটা নাড়া দিয়ে যায়। বুঁদ হয়ে দেখছি তো দেখছিই, হঠাৎ মনে হল মিউজিক তো চেনা, সত্যজিৎ রায়ের ট্রেডমার্ক!!! সিনেমা শেষ হলে নিশ্চিত হলাম ডিরেক্টর ওয়েস অ্যান্ডারসন আসলেই সত্যজিৎ ভক্ত। কারন তিনি অপুর সংসার, জয়বাবা ফেলুনাথ, চারুলতা আর জলসাঘরের মিউজিকই শুধু ব্যবহার করেননি, শেষদিকে ফাঁকতালে দেওয়া সত্যজিতের বাঁধানো একটা ছবিও দেখিয়ে দিলেন।

পুরো সিনেমার সবগুলো সাউন্ডট্র্যাক সংগ্রহে রাখার মতো। এর মধ্যে পিটার সারসটেড এর Where Do You Go To My Lovely অঞ্জন দত্তের "তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি"-র কথা মনে করিয়ে দেবে। সবগুলো সাউন্ডট্রাক ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন (পাসওয়ার্ড: Barbaros)।

আইএমডিবির রিভিউ অনুসারে স্কোর ৭.৭/১০!

আগ্রহীদের জন্য ট্রেলার তুলে দিলাম ইউটিউব থেকে


মন্তব্য

অমিত এর ছবি

পিটার সারসটেড এর Where Do You Go To My Lovely গানটার জন্যই soundtrack এর সিডিটা কিনে ফেলি। এবার বাংলাদেশে যাওয়ার সময় প্লেনে দেখি এই মুভিটা।
সাধারণ হলেও রেশ থাকে অনেকক্ষণ।

সুজন চৌধুরী এর ছবি

কয়দিন আগেই ,দেখলাম সত্যজিত্ রায়ের মিউজিক ব্যাবহার হয়েছে আনন্দবাজারে পড়েই ছবিটা দেখার আগ্রহ বেড়ে যায়। বেশ মজা লাগলো দেখে। সাউন্ড ট্র্যাক টার জন্য ধন্যবাদ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

শিক্ষানবিস এর ছবি

মুভিটা দেখার ইচ্ছা আছে। পরিচালক যে সত্যজিৎ ভক্ত এটা জানতাম না।

---------------------------------
মুহাম্মদ

অছ্যুৎ বলাই এর ছবি

ডাউনলোড করা আছে সম্ভবত, দেখার জন্য বসতে হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

চৌধুরী আর আমাকে খবর দিয়েন।


হাঁটুপানির জলদস্যু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।